অনির্বাণ
-পাগলা জাঈদ
উৎসর্গঃ প্রিয়তা কে
একদিন ঠিক লিখবো প্রেমের গান ।
বুকের গহিনে, স্মৃতির কোণে,
তপ্ত বাসনা, দগ্ধ কামনা,
অধীর ক্ষণে, নীল আয়োজনে,
অবাক অনির্বাণ ।
একদিন ঠিক বলবই ভালবাসি ।
চোখে চোখ রাখি, ব্যাকুল ও পাখি,
দোলে দোলে ছলে, আঁচলের তলে,
চুপিসারে ডাকি, ছল ছল আঁখি,
ঠোঁটে এঁকে হাঁসি রাশি।
একদিন হবে প্রণয় পূর্ণ রাত ।
শত ঝঞ্ঝাট, হৃদয় কপাট,
থাকুক বন্ধ, নয়ন অন্ধ,
করবো লোপাট, ক্লান্ত দু'পাট,
আসবেই দেখ, তৃপ্ত এক প্রভাত।
একদিন ঠিক সব ভুলে প্রেম হবে ।
হবে উল্লাস, খণ্ড হতাশ,
ছোঁয়াব অধর, শীৎকারে তোর,
তীব্র প্রয়াস, দু'জনের ই আশ,
তৃপ্ত দু' দেহ রবে ।
হয়তো হবে না, এমন কিছুই আর।
হবে না প্রিয়তা ? নিবিড় বারতা ?
প্রেমের সোপান, জ্যোতস্নার গান,
ঝুম আকুলতা, তোমাতেই তা,
আক্ষেপে আমি, হৃদয় বিষেদাগার।