নারী
-পাগলা জাঈদ
তোমার মাঝে আমি মা এর ছায়া দেখতে পাই..
তবে কি তুমি মা এর মতই মমতাময়ী ?
তোমাকে দেখলে আমার বুকে ট্রয় নগরীর নীল ধ্বংসের ডামাডোল বাজে,
তবে কি তুমি ধ্বংস ?
ওই এলো কেশ আমার শরীরে অদ্ভুত শিহরন জাগিয়ে তোলে,
তাহলে কি ধরে নেব তুমি আমার সুপ্ত বাসনা, কামনার আগুন ?
হে নারী, তোমার খিল খিল হাসি আমাকে আমার মেয়ের উচ্ছাস্ব মনে করিয়ে দেয়,
তবে কি তুমি আমার রক্তে গড়া শত আদরের সন্তান ?
তোমার কপট শাষন দেখলেই আহ্লাদ মাখা দিদির চাহনি আখি পটে ভেসে ওঠে,
তবে কি তোমার মাঝে ঘুমিয়ে আছে আমার শত লাঞিত কাজলা দিদি ?
তুমি ধ্বংস, তুমি সৃষ্টি,
তুমি কাল বৈশাখীর বৃষ্টি,
আমি তোমায় ভাবি যে পুর্ণতায়,
নারী, তোমায় আঁকিগো শূন্যতায়।
তুমি বিধাতার মত পবিত্র,
গাই নারী, তোমার জয় গান,
ফের কেন দোযখের মত কুত্সিত,
বোবা চিত্কারে কাদা প্রাণ ?
তবু তুমি নারী হরদম যেন মা,
নাও তবে আজ কুন্ঠিত সম্মান।