উপরে মূল কবিতার স্ক্রিনশট:-
মেলা এসেছে খুশি এনেছে নিজের সঙ্গে,
বেরোও সবাই ঘর থেকে বসে আছো কেন ঘরে?
মেলার দিনে সবাই থাকে আনন্দে ভরা,
রাস্তার পাশে বাজারের আলো মনে হয় যেন এক বড় আলোর তারা।
কেনাকাটা করতে এসেছে সবাই এক বস্তা নিয়ে,
মেলায় এত রাইড আছে মাথা ঘুরে যায় তা দেখে।
অনেক রকমের মেলা আছে সেটা জানে না এখনো কেউ,
আর এমন ধরনের মেলা আছে সেটা দেখে কান্না আর ভয়ে বুক করে দুরু দুরু।
মেলায় এত মজা আছে এমন যে সবার মুখে হাসি ফুটে ওঠে,
গরিবের সঙ্গে ভাগাভাগি করলে সেই মজা সেই কেবল জানে।
মেলা মানে প্রচন্ড মজা সেটা গরিব হোক বা ধনী হোক সবার একই,
তাইতো বলি ধনী-গরীব আমরা সবাই হাত ধরে মেলায় ঘোরাঘুরি করি।
২২-০৯-২০২৯
অচিনপুর
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩