ইন্দো-বাংলা প্রতিবেদক
দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসার পর বঙ্গদেশীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ফ্রানফ্রিয় কম কথার লাজুক রাষ্ট্রপতিকে ২য় মেয়াদে ক্ষমতায়িত করিবে।
এ উপলক্ষে গতকাল পল্টন ময়দানে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। এ অনুষ্টানে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীপরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রথমে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষাংশ পাবলিকের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়। কারণ শেষাংশে দেশ-জনতাদের বিনোদিত করতে উপস্থিত ছিলেন ভারতীয় পর্ণোষ্টার সানি লিওন।
“সানি লিওন কেন? মালাইকা, বিপাশা বসু কেন নয়?!”-- সাংবাদিকদের এমন সম্পূরক প্রশ্নের জবাবে অনুষ্টানের স্পন্সররা জানান “বিপাশার হাটু এমনিতেই এদেশে অনেক আগেই পুরাতন হয়ে গেছে! দেশি লোকেরা তাই নতুন মুখ(!) চায়। এই দিকটা বিবেচনা করেই উনাকে আনা হয়েছে।” কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, শেয়ার বাজারে জালিয়াতি করে প্রচুর টাকা কামাই করা জনপ্রিয় মন্ত্রী আবুল মিয়ার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতেই নাকি সানি লিওন-কে আনা হয়েছে!
এদিকে আমন্ত্রণ পাওয়া স্বত্ত্বেও বিরোধীদলীয় নেত্রী এই অনুষ্ঠানে যোগদান করেননি। বিরোধীদলীয় চিফ হুইপ জানান- তাদের নেত্রীর প্রিয় তারকা বিপাশা না থাকায় তিনি আসতে আগ্রহবোধ করেননি। তবে তাদের প্রতিনিধি হিসেবে স্বেচ্ছায় সাকা চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠানের শেষাংশে এসে রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়লে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তার পরিবারের পক্ষ থেকে ঘটনাটি স্বাভাবিক বললেও গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, সানি লিওনের উদ্দাম কোমর দেখে সত্তরোর্ধ রাষ্ট্রপতি হঠাৎ-ই স্ট্রোক করেন। ব্যাপারটিকে সরকারের উর্ধ্বতন মহল গুরুত্বের সাথে নিয়েছে এবং এক জরুরী বৈঠকে ভবিষ্যতে এমন প্রোগ্রামে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারেও মন্ত্রীরা জোর মত দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে রাষ্ট্রপতির অসুস্থ হবার খবর ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক আলোচনার শুরু হয় এবং সবাই এক নজর সানি লিওনকে দেখার জন্য পল্টন ময়দানের দিকে রওনা হন। এতে রাস্তায় ব্যাপক জানজটের সৃষ্টি হয়। জানজটে আটকে থাকা জনৈক পাকি টূপি পরিহিত ব্যক্তি ভারতীয় তারকাকে এনে যে টাকা নষ্ট করা হয়েছে- সেই টাকা দিয়ে কতগুলা গরীব মিসকিন-কে খাওয়ানো যেত-সেই হিসাব দেখানো শুরু করলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশংকাজনক।
অফটপিকঃ প্রোগ্রামের আরো ছবি কালেকশন করা যেত, কিন্তু দেশী সাংবাদিকেরা ভারতীয় তারকাদের এত কাছে পেয়ে উত্তেজনায় ক্যমেরার ক্যাপ না খুলেই সাটার চাপা শুরু করে দেন! এতে অনেক ছবি নষ্ট হয়।
অফটপিক ২: সাবেক এক নৌ-মন্ত্রী সানি লিওনকে নাকি আগামী শুক্রবার তার সদরঘাটে অবস্থিত সুবিশাল বাগানবাড়িতে দাওয়াত দিয়েছেন-- এমনটাই চারিদিকে শোনা যাচ্ছে!!
অফটপিক ৩: প্রোগ্রামের ঠিক বাইরে শত শত টোকাই শিশু আমন্ত্রিত অতিথিদের ফেলে দেওয়া ঝুটা আরাম করে খেয়েছে। খেয়ে তারা খুশি হয়ে প্রধানমন্ত্রীর কাছে এমুন ‘পোরগাম’ আরো আয়োজনের জন্য সাংবাদিকদের মাধ্যমে ব্যাকুল আবেদন জানিয়েছে।