১.
আমার অবাক করা দুপুর একলা পড়ে থাকে
আমার শান বাঁধানো ঘাট একলা ম'রে থাকে
সাগরতলে অতল জলে বৃষ্টি জমে থাকে
ইট-পাথরের খাঁচায় মানুষ আটকা পড়ে থাকে।
২.
আর কোথাও জায়গা হবে? ভুল ঠিকানা, ভুল পরিচয়
আর কতদিন বইতে হবে? ঘাস মাড়িয়ে, পথ পেরিয়ে
বহদূর দৌড়ে গিয়ে হারিয়ে ফেলা চেনা জগত
ভুলে থাকার যন্ত্রণাটা যাবজ্জীবন সইতে হবে?
৩.
আমার ভীষণ ইচ্ছেগুলো পূরণ হবার কারণ ছিলো
চাইতে পারার শক্তি ছিলো- কেড়ে নেবার সাহসটুকু
কম ছিলো না। সবকিছুরই কারণ থাকে, সবকিছুতেই
বারণ থাকে ; ছিলো না শুধু নিষেধ মানার যুক্তিটুকু ।
৪.
জানি এখন কেমন করে চলতে হবে, মেপে মেপে
বলতে হবে, কেঁপে কেঁপে সইতে হবে হাসিমুখে
খামখেয়ালি জলোচ্ছাসে ডুবে গেলে চলবে না আর;
ভুল যদি হয় এরচে' বেশি আর কি মাশুল গুনতে হবে!