আমি আমার চোখে নিজের চোখটি দেখতে চাই।
আয়নাতে আমার চোখ
বিম্বিত অমূর্ত অবাস্তব প্রতিবিম্ব এক
ওতো উল্টো করে দেখায় আমায়।
ফটোগ্রাফে আমার চোখ নিশ্চল ভীষণ,
ওতে আমি চোখের মণিতে দেখি না আলো।
আমি এমন একটি চোখ চাই
যে চোখ নিজের চোখে চোখ রাখতে পারে।
আমি জানি জগতে এমন চোখও আছে
যা নিজের চোখে রাখতে পারে চোখ-
চোখ রাঙিয়ে ধমকাতে পারে
ইশারায় দিতে পারে প্রশ্রয়-
মানুষই কী আশ্চর্য সৃজনক্ষমতায়
ফুটিয়ে তোলে সে চোখ শ্রম-তপস্যায়..
সে দর্শনে সবকিছুই দেখা হয়ে যায়!
সে দেখা কী আবছা ভীষণ?
সে দেখায় ভেজাল আছে?
সে দেখা কী রংহীন সাদা-কালো?
সত্যি চোখটাই কী দেখা যায়?
তার উত্তর দেয় ইতিহাস।