কত যে শক্তি ছিল জমা ভূমি- অভ্যন্তরে
যায় নি বোঝা অগ্নুৎপাত শুরু হবার আগে
তপ্ত লাভার আগুন ছড়ায় দেশ দেশান্তরে
মাটিচাপা পড়া দ্রোহ ফিরে আসে শাহবাগে।
বারুদ হয়েছি আমিও সেই আগুনের আঁচে
জ্বালানি যোগায় রক্তনদী, অমর ত্রিশ লাখ
মুক্তিযুদ্ধ আজো আমাদের রক্তকণায় নাচে
অতলগহনে তীব্র দহনে মশাল জ্ঝেলে রাখ।
এতদিন ধরে চেতনা আবাদ চলেছে সংগোপনে
ভ্রুণ-শক্তি আটকে কি থাকে ডিম-খোলসে?
একাত্তর বিপুল শক্তি নিয়ে আবেগ-সংবেদনে
সম্ভাবনার সংকেতটুকু বয়ে বয়ে নিয়ে আসে।