বিশ্বকাপ ক্রিকেটের টিকেট বিক্রয়: বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রীর নিকট একটি আবেদন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাননীয় বিসিবি সভাপতি এবং মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়, আপনারা জানেন আমদের দেশের মানুষ ক্রিকেট পাগল, তারা ক্রিকেট দেখতে ভালোবাসে। তরুণ প্রজন্ম আরও একটু বেশী মাত্রায় ক্রিকেট উন্মত্ত। তরুণদের এই উন্মত্ততা আরও একটু ভিন্নমাত্রা পেয়েছে চলতি বছরের বিশ্বকাপ আয়োজনে ভারত ও শ্রীলংকার সাথে বাংলাদেশ অন্যতম আয়োজক দেশ হওয়ায়। ক্রিকেটের প্রতি এই যে উন্মত্ততা, এই যে ভালোবাসা, এই যে আবেগ তা আজ ছড়িয়ে পড়েছে যুবক থেকে শিশু, শিশু থেকে বৃদ্ধ-সবার মাঝে, ছড়িয়ে পড়েছে পাড়া থেকে পাড়ায়, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামান্তরে, ছড়িয়ে পড়েছে এক লক্ষ চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এলাকাজুরে।
বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের মতো এমন এক বিশাল এবং ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী হতে পারাটা যে কারো জন্যই একটা স্বপ্নিল ব্যাপার। তাই এদেশের ক্রিকেট পাগল আবাল-বৃদ্ধ-বণিতা সকলে একটা টিকেট চায় স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য, ইতিহাসের অংশ হওয়ার জন্য। তারা একটি টিকেটের জন্য উদগ্রীব, উন্মত্ত।
মাননীয় বিসিবি সভাপতি এবং মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়, আমরা জেনেছি, আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আইসিসি’র কাছ থেকে মোট ১৫ হাজার টিকেট বিক্রয় করার অনুমতি পেয়েছে। আপনি যেমন জানেন এই ১৫ হাজার টিকেট চাহিদার তুলনায় ছিটেফোটাও নয়, তেমনি আমরা যারা সাধারণ ক্রিকেট অনুরাগী তারাও এটা বুঝি। তারপরও সকলেই একটা টিকেট পেতে চাই। আপনি নিশ্চয়ই এই চাওয়াকে দোষারোপ করতে পারেন না।
মাননীয় বিসিবি সভাপতি এবং মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়, গত ২রা জানুয়ারি হতে আপনি সিটি ব্যংকের মাধ্যমে সারাদেশে প্রায় ৬০০ বুথের মাধ্যমে বিশ্বকাপের টিকেট বিক্রয় করার ব্যবস্থা নিয়েছেন। আর এই বিক্রয় প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে “আগে আসলে আগে পাবেন ভিত্তিতে”। আপনি নিশ্চয়ই পত্রিকার পাতায় দেখেছেন যে কিভাবে ক্রিকেট পাগল তরুণরা রাতভর বুথের সামনে লাইন দিয়ে দাড়িয়ে থেকে টিকেট পাওয়ার জন্য অপেক্ষা করেছে। আবার এমন অনেকেই আছে, যাদের একটা টিকেট পাওয়ার খুব ইচ্ছা আছে কিন্তু সারারাত লাইনে দাড়িয়ে, ক্লাশ মিস করে, অফিস মিস করে টিকেটের জন্য অপেক্ষা করার সময় ও সুযোগ নেই।
মাননীয় বিসিবি সভাপতি এবং মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়, যারা লাইনে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তাদের ৫ শতাংশও টিকেট পাবে না এটাও নিশ্চয়ই আপনি বুঝেন। যাদের ভাগ্য ভালো তারা হয়তো ভাগ্যগুনে একটা টিকেট পেতে পারেন। সামগ্রিকভাবে বিবেচনা করলে এটিকে ভাগ্যের পরীক্ষাই বলা যেতে পারে। তবে আপনি যে ভাগ্য পরীক্ষার আয়োজন করেছেন তা অসম। কারণ ইচ্ছা থাকলেও অনেকে লাইনে দাড়িয়ে নিজের ভাগ্য পরীক্ষা করার সময় ও সুযোগ পাবেনা।
একটি আবেদন:
টিকেট বিক্রির এই পক্রিয়াটিকে পরিবর্তন করে লটারি ভিত্তিক করার জন্য আবেদন করছি। এক্ষেত্রে বিশ্বকাপের টিকেট পাওয়ার ভাগ্য পরীক্ষাটি সুষম হবে। সবাই সমান ভাবে অংশগ্রহন করতে পারবে। কোন প্রকার হুড়োহুড়ি করতে হবে না। রাতের পর রাত লাইনে দাড়িয়ে থাকতে হবে না, ক্লাশ মিস করতে হবে না, অফিস মিস করতে হবে না।
লটারি করার জন্য তিন ধরণের প্রযুক্তি বা ব্যবস্থা কে কাজে লাগানো যেতে পারে। সমগ্র লটারির প্রক্তিয়াটি হবে তিনটি ব্যবস্থার সমন্বয়ে।
১. মোবাইল ফোন: মোবাইল ফোন থেকে একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে লটারিতে রেজিস্ট্রেশন করতে হবে। চার্জ হবে ২ টাকা। ফিরতি এসএমএস-এ আবেদনকারীকে একটা লটারি নম্বর দেওয়া হবে। এছাড়া তার মোবাইল ফোন নম্বরও রেকর্ড রাখা হবে।
২. অনলাইন: একটি ওয়েব সাইট খোলা হবে যাতে একটা ফর্ম দেওয়া থাকবে এবং সেই ফর্ম পূরণ করে লটারিতে অংশগ্রহণ করা যাবে। এক্ষেত্রে আবেদনকারীর ইমেইল ঠিকানায় একটি ফিরতি ইমেলে তার লটারি নম্বর পাঠিয়ে দেওয়া হবে।
৩. সনাতন কাগজের লটারির টিকেট: কাগজের টিকেট ছাপানো হবে। মূল্য রাখা যেতে পারে ২ থেকে ৫ টাকা।
লটারি অনুষ্ঠানের সময় সব লটারি নম্বর একটি ডেটাবেসে নিয়ে কম্পিউটার ভিত্তিক লটারি করা হবে। লটারীতে বিজয়ীরা প্রযোজ্য ক্ষেত্রে তাদের লটারির কাগজ, মোবাইল নম্বর, এবং ইমেইলে পাঠানো লটারি নম্বরের প্রিন্ট দেখিয়ে ব্যংকের নির্দিষ্ট বুথ হতে তাদের টিকেট সংগ্রহ করবেন।
বিশ্বকাপ শুরু হতে এখনো আড়াই মাস সময় বাকি আছে। এখনই ব্যবস্থা নিলে ২০ থেকে ২৫ দিনের মধ্যে সমগ্র পক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব।
মাননীয় বিসিবি সভাপতি এবং মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়, আপনি জানেন বিশ্বকাপ ফুটবলের মতো বিশাল আয়োজনের টিকেটও লটারির মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। যদি এমন একটি ব্যবস্থা করা হয় তাহলে আগ্রহী সবাই টিকেটের জন্য আবেদন করতে পারবে এবং ভাগ্যই চূড়ান্ত করবে কারা গ্যলারিতে বসে খেলা দেখতে পারবে।
ক্রিকেট লাভিং জেনারেশনের কথা চিন্তা করে কি আপনারা এমন একটা ব্যবস্থা করতে পারেন না?
সকল ক্রিকেট প্রেমীদের পক্ষে,
একজন ক্রিকেট ভক্ত, আবু সালেহ সুমন
৭টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন