লজ্জাবতী লতা
যুথিকা বড়ুয়া
লজ্জাবতীর মুখখানি ঘোমটায় ঢাকা
সেজেছে কনের সাজ, লাগছে ভারি ন্যাকা।
লজ্জায় হলো গাল লাল টুকটুক্
উরু উরু মন তার দুরু দুরু বুক।
ছাদনা তলায় যাবে আজি হবে পতীর মিলন
প্রেমের কুঁড়ি ফুটবে যখন কাঁপিবে হৃদয়স্পন্দন।
লজ্জাবতী লতা যাবে শ্বশুড়বাড়ী
কেমনে সে কইবে কথা এই চিন্তায় মরি।
হাসাহাসি কানাকানি করছে যে সবাই
লজ্জাবতীর লতার কেমন হলো জামাই।
শ্বশুড়বাড়ি গেল চলে লজ্জাবতী লতা
মায়ের চিন্তা দূর হলেও লাগছে ভীষণ ব্যথা।
লজ্জাবতী আসবে ফিরে বরের হাতটি ধরে
অবাক চোখে দেখবে সবাই রাখবে তারে ফিরে।
লজ্জাবতীর আসল নাম বেবী টুনটুনি
বছর ঘুরতেই হলো সে, একটি ছোট্ট শিশুর জননী।
যুথিকা বড়ুয়া : কানাডা প্রবাসী লেখক ও সঙ্গীত শিল্পী।