কষ্ট........................
মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্দ অংশ এটা ।কষ্ট কি তা অনুভব করেনি এমন কেই নেই পৃথিবীতে, তবে কষ্ট পাওয়ার ধরণ আলাদা আলাদা। কারও মনের কষ্ট, কারও টাকার কষ্ট, কারও শরীরের কষ্ট। যার টাকা আছে তার মনের কষ্ট প্রবল,যার মনের কষ্ট নেই তার টাকার কষ্ট প্রবল আবার যার টাকা বা মনের কষ্ট নেই তার শরীরের কষ্ট প্রবল। এই কষ্ট নামক বস্তুটা কোন না কোন ছুতো খুজে নিয়ে মানুষের জীবনে আষ্টেপিষ্ঠে গেথে আছে। একজন ভালো মানুষের যেমন কষ্ট থাকে তেমনি পৃথিবীর নামকরা ভিলেন এর ও কষ্টের কমতি নেই।
আসলে মানুষের জন্মই হয়েছে কষ্টকে অনুভব করতে।কষ্টের সাথে বসবাস করতে আবার এই কষ্ট নিয়েই কবরে যেতে হয় সবাইকে।কতো কবিতা ,কতো গান ,কতো নাটক , কতোসব সিনেমা তৈরী হয়েছে এই কষ্ট নিয়ে, হবেও জানি।
কষ্টগুলো আসে কোথা থেকে?? কষ্ট কি গাছে ধরে? প্যাকেটজাত পণ্য হিসেবে কি কষ্ট পাওয়া যায়? নাকি আকাশ থেকে বৃষ্টির মতো পড়ে প্রতিনিয়ত?
নাহ্ এর কোনটাই না এই কষ্টের উৎপাদনকারী আর কেউনা এই আমরা.মানুষেরা। একে অপরকে এই কষ্ট দেওয়ার জন্য আমরা মহা ব্যস্ত থাকি সবসময়।কাকে কিভাবে কষ্ট দেওয়া যায় এই নিয়ে সবার ই পিএইচডি করা থাকে। কাউকে কষ্ট না দিলে আমাদের পেটের ভাত হজম হয় না। মানুষকে কষ্ট দিয়ে আমরা একধরনের বিকৃত আনন্দ পাই আমরা।
এই বিদ্যায় আমরা মাঝে মাঝে পশুকেও হার মানাই।
এই যে কথায় কথায় মারামারি বাধায় দেয়া,মানুষ হত্যা করা,খারাপ আচরণ করা, অন্যের সম্পত্তি দখল করা,জোর জবরদস্থি করে অন্যেক হক কেড়ে নেয়া,খাবারে বিষ মাখানো,রাস্তা ঘাটে মানুষকে টিজ করা এগুলো তো আমরা মানুষরাই করি একে অপরের সাথে। অথচ এই আমরাই বলে বেড়াই যে, এতো কষ্ট কেনো জীবনে!!!!!!
বিবেক হারিয়ে গেছে আমাদের থেকে???
আমরা অন্যায় না করি, কেউ অন্যায় করলে বাধা দেওয়ার চেষ্টাতো করতে পারি তাইনা??