রাস্তা ঘাটে আজকাল ছেলেদের পাশাপাশি অনেক মেয়েদেরও দেখা যায় স্কুটি (মেয়েদের জন্য তৈরী বিশেষ বাইক) চালাতে । আমাদের দেশের মানুষ এখনো অভ্যস্থ হতে পারেনি দৃশ্যটা চাক্ষুষ করতে। এজন্য রাস্তা ঘাটে নানা প্রতিকুল অবস্থার মুখোমুখি হতে হয় । অনেকেই এমন ভাবে তাকায় যেনো অন্য গ্রহ থেকে কোন এলিয়েন নেমে এসেছে এই দেশে । বিশেষ করে মধ্য বয়সের লোকগুলো ও রিক্সাওয়ালারা প্রধান । (ওরা হিংসা করে যে ওদের নেই অথচ একটা মেয়ের স্কুটি আছে )
আবার বাস এ যাতায়াত করা কালীন সময়ে এরাই অযথাই মেয়েদের পাশে চেপে আসে একটু ছোঁয়া পেতে (কি হয় অমন করলে বুঝিনা) । আর আমাদের ঢাকার বাস এর অবস্থাতো সবার ই জানা, দাড়ানোর জায়গা পর্যন্ত থাকেনা।
আচ্ছা একটা মেয়ে কি শুধুই একটা মেয়ে ? সে কি কোনো বোন, মা, খালা, চাচী, সন্তান নয় ?? রাস্তাঘাটে এই নোংরামীগুলো না করলে কি হয়না !?
আজ আপনি কারো বোন কে টিজ করছেন হয়তো ঐ সময়ে অন্য কোন লোক আপনার নিজের বোন টিজ করছে .... সবাই আমরা মানুষ, বিবেকবান মানুষ, অল্লাহ পৃথিবীতে মানুষকেই বিবেক দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন । অথচ আমরা পশুর মতোন আচরন করে থাকি।(যদিও পশুরা অন্য পশুকে টিজ করে না) । কি হয় ঐসব আচরন করে যা অন্য আরেকটা মানুষকে কষ্ট দেয় !? আমরা কি পারিনা একটু বিবেকটাকে ব্যবহার করতে ?
আপনাদের এইসব আচরন একটা মেয়েকে কি পরিমান ভেঙ্গে দেয় আপনারা ভাবতেও পারবেন না ..............
এখনকার অনেক ছোট ভাইরা অনেক ভদ্র ও বুঝদার। কোন মেয়ে/ আন্টি রাস্তায় সমস্যায় পড়লে সাহায্যের জন্য সবার আগে চলে আসে । (ঐ মিচকা শয়তানদের মতো দূরে দাড়িয়ে খিক খিক করে দাত দেখিয়ে কেলায় না) ।