আপনি কি জানেন যে, লঙ্কা দ্বীপের সভ্যতা মূলতঃ বাঙালীদের হাতে গড়া বিস্মৃত এক বাঙালী সভ্যতা?
আধুনিক জেনেটিক গবেষণা আমাদের জানায় সিংহলীদের মধ্যে ১২% গুজরাটি, ১৬% তামিল এবং ৭২% বাঙালী অবদান। আর সিংহলীই হলো বর্তমান শ্রীলঙ্কার প্রধান জনগোষ্ঠী। শ্রীলংকার প্রায় ২ কোটি লোক সিংহলী ভাষায় কথা বলে।
জাতি-সচেতন সিংহলীদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন এই লিজেণ্ড যে, শ্রীলঙ্কার সিংহলীরা বাঙালী বংশোদ্ভূত। লিজেণ্ডে বলা হয়ে থাকে যে, মেইনল্যাণ্ড বাংলার এক দুষ্ট রাজপুত্রকে তার পিতা সঙ্গী-সাথী-রসদ-সহ শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছেলেন শাস্তি স্বরূপ। তার বংশধরেরাই সিংহলী, আজ যারা শ্রীলঙ্কার প্রধান জনগোষ্ঠী।
আমি বাঙালী হয়ে, বঙ্গে জন্মেও সিংহলীদের বাঙালী-মূল সম্পর্কে আমি অবগত ছিলাম না। এবিষয়ে আমাকে প্রথম অবহিত করে শ্রীলঙ্কার নাগরিক আমার এক তামিল বন্ধু। তারপর, আমি অনেক সিংহলীকে জিজ্ঞেস করি এবং বিস্মিত হই এই দেখে যে, আমার জিজ্ঞাসিত প্রতিটি সিংহলী জানেন যে, তারা আদিতে বাঙালী।
হে বাঙালী, যদি এমন হয় যে তুমি এই প্রথম শুনলে এই তথ্য, আমার অনুরোধ, অপর বাঙালীর সাথে তা সহভাগ করো।
১৯/০৩/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড
তথ্যসূত্রঃ Human Biology 68(5). 'Population genetic study of three VNTR loci (D2S44, D7S22, and D12S11) in five ethnically defined populations of the Indian subcontinent.'
@Masud Rana
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০