মহান বিজয় দিবসে "শুভ জন্মদিন বাংলাদেশ" বলাতে দেশপ্রেম প্রকাশ পাচ্ছে না বরং আপনার অজ্ঞতা প্রকাশ পাচ্ছে।
১৯৭১ এর ২৬ শে মার্চ যে মুহুর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে সেই মুহুর্ত থেকেই পূর্ব পাকিস্তান মুছে গিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে আর তখন থেকেই বাংলাদেশের মাটিতে অবস্থান নেয়া পাকিস্তানি সেনাদের অবস্থান অবৈধ হয়ে গেছে। এরপর আমাদের বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে নেমেছে।
সংবিধানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশ স্বাধীন হয় ২৬ শে মার্চ। আর স্বাধীনতার দিনকেই জন্মদিন বলে। ১৬ ই ডিসেম্বর যদি বাংলাদেশ এর জন্মদিন বলি তাহলে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার অবৈধ হয়ে যায়।
বাংলাদেশের জন্মদিন কবে?
উত্তর: ২৬ শে মার্চ।
১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশটাকে শত্রুমুক্ত করে। তাই এই দিনটা আমাদের বিজয় দিবস।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১