somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেট্রো রেল কি আসলেই ঢাকাকে বদলে দিবে?

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খামারবারি দিয়ে যাবে, না সংসদ ভবনের সামনে দিয়ে যাবে, বিমানবাহিনী কেন অযৌক্তিক আপত্তি তুলছে, আরো অনেক বিষয় নিয়ে জল ঘোলা হওয়ার পর এখন মেট্রো রেল প্রজেক্টটি মুখ থুবড়ে পড়ে আছে। আমরা মোটামুটি সবাই এই প্রজেক্টের সাফল্য কামনা করি কারণ আমাদের বুঝানো হয়েছে এই প্রজেক্ট ঢাকার চেহারা সম্পূর্ণ পাল্টে দিবে। কিন্তু আসলেই কি তাই? কেউ কি ভেবে দেখেছি ঢাকার জন্য মেট্রো আসলেই কোন সমাধান কিনা?

ঢাকার বর্তমান অবস্থা
প্রশাসনিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে দেশের আর্থ সামাজিক উন্নয়নে ঢাকার একটি বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু ঢাকার বর্তমান যোগাযোগ ব্যবস্থা এই শহরের উন্নয়েনের পথে প্রধানতম বাধা। অপরিকল্পিত নগরায়ন, খারাপ পরিকল্পনা এই নগরীকে পরিনত করেছে কংক্রিটের জঙ্গলে। ঢাকা এখন পৃথিবীর নোংরা শহরগুলোর মধ্যে দ্বিতীয় (ফোরবস ম্যাগাজিন)
যদিও বাংলাদেশের মোট ভুমির মাত্র ১% ঢাকার অধীনে, এই ছোট শহরটি ধারন করে মোট জনসংখ্যার প্রায় ১০% মানুষ। গত চল্লিশ বছরে ঢাকার জনসংখ্যা বেড়েছে অমানুষিকভাবে । পৃথিবীর ১০ম বৃহৎ মেগা সিটি এখন ঢাকা যার জনসংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ। পৃথিবীর অধিকাংশ দেশে ১ কোটি মানুষই নেই। এই জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধির সাথে সাথে এর সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা, যেমন বাসস্থান ও যোগাযোগের সমস্যা প্রকট হারে বৃদ্ধি পেয়েছে। ফলে নাগরিক সুযোগ সুবিধা কমে গিয়ে বর্তমানে প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে।

ঢাকার যোগাযোগ ব্যবস্থা মূলত রাস্তা ও রিকশাকেন্দ্রিক। রেল যোগাযোগ ব্যবস্থা এখানে গড়ে উঠেনি। ৩৭ কিমি রেলপথ থাকা সত্ত্বেও তা ঢাকার জন্য ব্যবহৃত হয়না। ঢাকার রাস্তার পরিমাণ প্রায় ৩০০০ কিমি (২০০ কিমি প্রাইমারি, ১১০ কিমি সেকেন্ডারি, ৫০ কিমি ফিডার, আর ২৬৪০ কিমি সরু রাস্তা) যা মোট আয়তনের মাত্র ৭%, যেখানে বলা হয়ে থাকে ২৫% রাস্তা থাকা একটি নগরীর জন্য বাঞ্ছনীয়। মাত্র ৪০০ কিমি ফুটপাথ বিদ্যমান যার ৪০% আবার অবৈধ হকারদের দখলে। প্রায় ৫ লাখ রিকশা বিদ্যমান এই শহরে, সাথে আছে পার্কিং ব্যবস্থাবিহীন ৩০০০ শপিং মল

যোগাযোগের মাধ্যম

বাস ৪৪%
রিকশা ৩৪%
প্রাইভেট কার ৪%
হাঁটা ১৪%






প্রধান বাধা
ঢাকার যোগাযোগব্যবস্থার করুন দশার অন্যতম কারণগুলো সেনাবাহিনীসৃষ্ট। ঢাকার মাঝখানে দাঁড়িয়ে আছে সেনানিবাস, আর অচল তেজগাঁও বিমানবন্দর, বি জি বি হেড কোয়ার্টার। আর আছে অসংখ্য গার্মেন্টস আর ট্যানারি।

এস টি পি
২০০৪ সালে প্রণীত এস টি পি তে ঢাকার জন্য কয়েকটি মারাত্মক পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বলা হয়েছে এদের বাস্তবায়নে ঢাকা থেকে যানজট দূরীভূত হবেঃ

১) এম আর টি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট)

ক) তিনটি মেট্রো লাইন
খ) তিনটি বি আর টি বা বাস র‍্যাপিড ট্রানজিট

২ )তিনটি এলিভেটেড এক্সপ্রেসওয়েঃ গুলিস্তান-যাত্রাবাড়ি, গুলিস্তান-মহাখালি, মগবাজার

৩) দুইটি বাইপাস সড়কঃ পূর্ব ও পশ্চিম
এস টি পি তে এছাড়াও রিকশার সংখ্যা কমানোর সুপারিশ করা হয়
এস টি পি তে বর্ণিত প্রকল্পগুলো বাস্তবায়নে লাগবে প্রায় ৫.৫২ বিলিয়ন মার্কিন ডলার। এস টি পি পরিকল্পনার মূলে ছিল বিশ্বব্যাংক আর লুইস বারজার

এস টি পিঃ একটি একচোখা নীতি
যেখানে রিকশা আর পথচারীরা মোট ট্রিপের ৫০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে, সেখানে এস টি পি তে রিকশার জন্য কন পরিকল্পনাই রাখা হয়নি, বরং রিকশার সংখ্যা কমানোর জন্য বলা হয়েছে। ফুটপাথের উন্নয়নের জন্য ও কোন নিরদেশনা নেই।
এস টি পি প্রণয়ন করা হয়েছে ২০২৪ সালের মধ্যে ১ কোটি ৯৮ লাখ মানুষ ঢাকায় বসবাস করবে সে চিন্তা মাথায় রেখে, কিন্তু প্রতিবছর ৩% করে বৃদ্ধির হারে ঢাকার জনসংখ্যা ২০২৪ সালের আগেই ২ কোটি ছাড়িয়ে যাবে যখন এস টি পি আর কার্যকর থাকবে না।
বাংলাদেশের মত গরিব দেশের ছোট রাজধানীর জন্য ৫.৫২ বিলিয়ন ডলার ব্যয় করা কোনমতেই সমর্থনযোগ্য না। এটা অবাস্তব একটি পরিকল্পনা। ঢাকার জন্য ৫.৫২ হলে সারাদেশের পরিবহন যোগাযোগের জন্য কত টাকা খরচ করা হবে?


এম আর টিই কি একমাত্র সমাধান?
ঢাকার মত ত্রি-কেন্দ্রিক নগরীর জন্য এম আর টি আসলেই একটি সমাধান। ঢাকার মূল বাণিজ্যিক কার্যক্রম মূলত মতিঝিল, মিরপুর ও কারওয়ান বাজার কেন্দ্রিক। অতএব, এই তিনটি জায়গার কথা মাথায় রেখে এম আর টির পরিকল্পনা অবশ্যই একটি ভাল ফলাফল এনে দিবে।
ঢাকার পার্কিং ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে জঘন্য, তবে এম আর টির জন্য পারকিং স্পেস প্রয়োজন হয় না যা একটি সুখবর।
ঢাকার রাস্তা মোট আয়তনের তুলনার ৭ থেকে ৯ শতাংশ। এই তথ্যও এম আর টি পদ্ধতি গ্রহন করতে উদ্বুদ্ধ করে



কিন্তু মেট্রোরেল কি গ্রহণযোগ্য?
যদিও এম আর টিই ঢাকার জন্য একমাত্র সমাধান আমাদের মাথায় রাখতে হবে মেট্রোরেলের ব্যয়ের দিকটা। তিনটি মেট্রো লাইনের যে সুপারিশ এস টি পি টিম করেছে, তা বাস্তবায়ন করতে লাগবে প্রায় ২.১ বিলিয়ন ডলার। মেট্রো রেলের মোট দৈর্ঘ্য সব মিলিয়ে হবে ৭০ কিমির মত। যদি ধরে নিই যে মানুষ মেট্রো ধরতে ১ কিমি হেঁটে স্টেশনে যাবে, তবে মেট্রোরেল মোট ১৪০ বর্গ কিমি এলাকা কভার করবে, যা ঢাকার মোট আয়তনের (১৫৩০ বর্গ কিমি) ১০ শতাংশ ও না।

মেট্রোরেলের প্রতি কিমি লাইন তৈরিতে প্রায় ৫০ থেকে ২৪০ মিলিয়ন ডলার প্রয়োজন, সাথে আছে স্টেশন তৈরি, ও অন্যান্য আনুষঙ্গিক খরচ। একটি স্টেশন তৈরির জন্য প্রায় ১৫০ মিলিয়ন ডলার প্রয়োজন হবে।
ভবিষ্যতে জনসংখ্যা বাড়ার সাথে সাথে মেট্রোরেলের দৈর্ঘ্য বৃদ্ধিরও প্রয়োজন হতে পারে। কিন্তু মেট্রোলাইনের দৈর্ঘ্য বৃদ্ধি খুবই জটিল ো ঝক্কিপূর্ণ কাজ। বি আর টির তুলনায় মেট্রোর খরচ প্রায় ১০০ গুন। সেই তুলনায় এটি খুব এক্তা কার্যকরও হবে না, যদি না প্রাইভেট গাড়ি ব্যবহারকারীরা মেট্রোর প্রতি আকৃষ্ট হন।




মেট্রো রেলের নেতিবাচক দিক

একটি লস প্রজেক্ট


সারা পৃথিবীতেই মেট্রো একটি সাদা হাতি হিসেবে পরিচিতি পেয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই হাতি তৈরি করার পরেও হাতি পিছু ছাড়ে না। পৃথিবীর কোন মেট্রো প্রজেক্টই আমার জানামতে লাভের মুখ দেখেনি, প্রতিটি রেল ই ভরতুকির উপর চলে।
বিদ্যুৎ কোথায়?
দেশের ৫১% মানুষ বিদ্যুতের মুখ দেখেনি, আর ৪৯% মানুষ যে কী বিদ্যুৎসুবিধা পায় তা জানা আছে। এই সময়ে একটি পরিবহনব্যবস্থা চালু করা যা সম্পূর্ণ বিদ্যুৎনির্ভর জনগণের সাথে রসিকতা ছাড়া কিছু নয়

বন্যাপ্রবণ ঢাকা নগরী
মেট্রো বন্যাপ্রবণ এলাকার জন্য নয়। মেট্রোর ভবিষ্যতের জন্য ঢাকাকে বন্যামুক্ত রাখতে হবে সবসময় যা একেবারেই অসম্ভব

ভর্তুকি কোন অপশন নয়

বিশ্বব্যাপী মেট্রোর অভিজ্ঞতা বলে যে এই ক্ষেত্রে ভর্তুকি প্রায় অবশ্যম্ভাবী। সাও পাওলোতে নগর সরকার ০.২ (২৫%) ডলার ভর্তুকি দেয় প্রতি ট্রিপে। কুয়ালালামপুর মেট্রো মাত্র ৩ বছরের মাথায় ১।৪ বিলিয়ন ডলার ঋণ তৈরি করে, যা মালেয়শিয়ার ইতিহাসে নজিরবিহীন।
এস টি পি ঢাকার জন্য যে মেট্রো পরামর্শ দিয়েছে তাতে প্রতি কিমির জন্য যাত্রীদের ভাড়া গুনতে হবে ১০ টাকা, যা অধিকাংশ মানুশের জন্য সম্ভব হবে না। এই ব্যবস্থাকে জনপ্রিয় করতে অন্তত ৫০% ভর্তুকি দিতে হবে সরকারকে। এস টি পি অনুমান করেছে প্রায় ৫৭৪২০০০ যাত্রী বহন করবে মেট্রো, যাদের ভ্রমণের গড় দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিমি। ফলে সরকারকে প্রতিদিন প্রায় ১৪৩.৫৫ মিলিয়ন ডলার ভর্তুকি দিতে হবে। যেখানে সরকার ভর্তুকি কমাতে জালানির দাম দফায় দফায় বাড়াচ্ছে, সেখানে ভর্তুকি দিয়ে মেট্রো রেল চালানো একটি দ্বিমুখী সিদ্ধান্ত।


মোট ট্রিপের ৮ শতাংশের জন্য ১.৭ বিলিয়ন ডলার?
এস টি পি ভাষ্যমতে, ঢাকায় প্রতিদিন ৭ কোটি ট্রিপ হবে, যার মাত্র ৮ শতাংশ মেট্রো কভার করবে। মোট ভ্রমণের ৮% এর জন্য ১.৭ বিলিয়ন ডলার খরচ করা কি বুদ্ধিমানের কাজ?
অবাস্তব প্রজেক্ট

মেট্রো সেইসব নগরীর জন্য সুবিধাজনক যেখানকার মানুষের গড় আয় তুলনামুলক বেশি, অন্তত ১৮০০ ডলার (এ ডি বি, ২০০১), সেই হিসেবে ঢাকা মেট্রো রেলের জন্য এখনো প্রস্তুত নয়। ঢাকার জন্য কম খরচের বি আর টি বা এল আর টির কথা চিন্তা করা যেতে পারে

প্রজেক্টের ধীরগতি
সিঙ্গাপুরের ২০ কিমি মেট্রো তৈরিতে সময় লেগেছে ৮ বছর, আর কলকাতা রেকর্ড গড়েছে ২৫ বছর লাগিয়ে একটি মেট্রো ব্যবস্থা গড়ে তুলতে।

এই পরিপ্রেক্ষিতে মেট্রো রেল বাস্তবায়নে সরকার কেন এত উদ্গ্রিব হয়ে আছে তা আমি বুঝতে পারছি না। মিডিয়াতেও মেট্রো নিয়ে তেমন কোন কথা শুনছি না। জনগণকে অনেক আশা দেখানো হলেও এর ভবিষ্যৎ নিয়ে আমি সন্দিহান।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।

লিখেছেন সোনাগাজী, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮



এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×