বাংলাদেশের কী কী আছে চিন্তা করি একবার...
পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন
পৃথিবীর অন্যতম সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মারটিন
এমন একটি স্থান যেখান থেকে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়...কুয়াকাটা
বাংলাদেশ স্বয়ং পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ
এই পাঁচটির একটি যদি অন্য কোন দেশের থাকত, নিঃসন্দেহে তারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় টুরিস্ট কান্ট্রি হিসেবে নিজেদের দাড় করিয়ে ফেলত।
কিন্তু বাংলাদেশ পারছে না কেন? কেন পর্যটন শিল্পের এই বেহাল দশা? একটি মাত্র জিনিস, সেটা হল পর্যটকবান্ধব পরিবেশ আর আধুনিক সুযোগ সুবিধা। এই জিনিসদুটো আমাদের নাই।
কক্সবাজারের কথা চিন্তা করুন, পৃথিবীর বৃহত্তম সৈকত বলেই কাজ শেষ আমাদের। লাবনি, কলাতলি, ইনানি ছাড়া অন্য কোথাও কোন মানুষই দেখা যায় না। তো ১২৫ কিমি সৈকত দিয়ে আমরা কী করব?
সৈকতে নোনা পানিতে গোসল করা ছাড়া কিছুই করার নেই। ঘোড়া আর স্পীড বোটে চড়া যায় বটে, কিন্তু হাজার মাইল পারি দিয়ে বিদেশিরা শুধু মাত্র স্পীড বোটে চরতে কক্সবাজারে আসবে না। এত বড়, পৃথিবীর বৃহত্তম সৈকত। সৈকতের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত পর্যটকদের ঘুরিয়ে আনার ব্যবস্থা করা যায় না? স্কুবা ডাইভিং, প্যারাসুটের ব্যবস্থা করা যায় না? সৈকতে খেলাধুলার কোন ব্যবস্থা নেই। অথচ এটি পৃথিবীর অন্যান্য সৈকতের সাধারণ বৈশিষ্ট্য। ভলিবল, ফুটবল খেলা হয়ই না।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সৈকতের একটি ব্রাজিলের কোপাক্যাবানা। এই বিচের দৈর্ঘ্য কত? মাত্র ৪ কিমি। কক্সবাজারের তুলনায় নস্যি বলা যায়। কিন্তু কেন এটা এত জনপ্রিয়? এই বিচকে জনপ্রিয় করে বিভিন্ন ইভেন্ট, যেমন এখানে প্রায়ই ফ্রি কনসার্ট হয়ে থাকে, বিচ ফুটবল বিশ্বকাপের ১৫টি আসরের ১১টিই এই বিচে হয়েছে। সেই তুলনায় কক্সবাজারে কী হয়েছে? মনে পড়ে বছরখানেক আগে আদিবাসী উৎসব হয়েছিল। এছাড়া আর তেমন কিছু কি হয়েছে?
ইন্টারনেট ঘেঁটে যা জানলাম তা হল কোপাক্যাবানা প্যালেস হোটেল হওয়ার আগ পর্যন্ত, মানে ১৯০০ সাল পর্যন্ত এটা ছিল জেলেপল্লি। এই এলাকায় দেখার মত আর একটা জিনিসই আছে, সেটা কোপাক্যাবানা দুর্গ। আর তেমন কিছুই নেই, সব কিছুই নরমাল।
তবে কক্সবাজারের সাথে অন্যতম পার্থক্য তৈরি করে দেয় রাতের দৃশ্য। চলুন দেখি রাতের কোপাক্যাবানা কী রকম
অপরদিকে কক্সবাজারের বিচ রাতে হয়ে থাকে অন্ধকার। কেন মানুষ এই বিচে আসবে? শুধু কথায়ই এটি বৃহত্তম, কাজে নয়। ১২৫ এর ২ কিমিও যদি কাজে লাগান যেত, তাহলেও অন্যতম একটি সেরা বিচ হতে পারত। আর আরেকটি কথা এখানে গুরুত্বপূর্ণ, “Bigger doesn’t necessarily means better”