একই জায়গা থেকে বিভিন্ন সময় তোলা আকাশের ছবি। আকাশের ছবি তুলতে আমার ভালো লাগে। একই আকাশ অথচ কি অদ্ভুতভাবে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে, এই ভিন্নতা দেখতেই আমার ভালো লাগে।
চেষ্টা করি মাঝেমাঝে সেগুলোকে ফ্রেম বন্দি করতে।
কোনটা ভোরবেলা সূর্য ওঠার ঠিক আগে আগে তোলা। আবার সূর্য ওঠার সময় তুলেছি। কোনটায় মেঘের জন্য ভোরের সূর্য দেখা যাচ্ছে না। আর সন্ধ্যার সময় তোলা ছবি আছে। সবগুলো একই জায়গা থেকে তোলা।
মোবাইল ফোটোগ্রাফি।
.
প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।
[নির্মলেন্দু গুণ]
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৯