একটা রাজনৈতিক শক্তির দরকার। আমাদের বিচ্ছিন্ন থাকার দিন শেষ...আজই পার্টি গঠন করে কালই সংসদে চলে যাব এইসব চিন্তা না; বরং আমাদের কথাগুলো বলার জন্য একটা রাজনৈতিক মুখপাত্র দরকার।
দেশের জনগণ এমনিতেই জামাত-শিবিরের তান্ডবে অতিষ্ঠ আবার আওয়ামী সমর্থকেরাই সরকারের রোষানলে পড়েছে... এহেন পরিস্থিতিতে, দুই দলের চিপায় পড়া লোকজনের যাওয়ার জন্য একটা জায়গা দরকার। এতে কী লাভ?
প্রথম কথা হইলো, আপনারে ক্ষমতাশালীদের সাথে লড়াইয়ে পারতে হলে আপনারেও ক্ষমতার চর্চা করতে হবে। আর আমাদের আজ হোক, কাল হোক শুরু করতেই হবে...তাইলে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হওয়ার আগেই তা শুরু হউক...
আমার জানামতে, কিছু গ্রুপ অপেক্ষা করতেছে সঠিক সময়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য। তাদের জন্য অপেক্ষা করছি...আগে আত্মপ্রকাশ করুক তারপর সবাইকে একজোট হতে হবে।
ক্যান এইসব দলকে মানুষ ভোট দিবে? কারণ শাহবাগ যখন আওয়ামী লীগের দখলে চলে গেছে বলে ট্যাগ খেয়ে গেলো তখন এর লাখো জনতার ঢল বন্ধ হয়ে গ্যালো...তারমানে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হইলেও বর্তমান আওয়ামী লীগের উপর আস্থা রাখতে পারেন নাই। এবং তারা অতি অবশ্যই জামাত-শিবিরের পক্ষেও যাইতেছে না তাইলে তারা যাবে কোথায়?
বুকে সাহস থাকলে দেশমাতার এই ক্রান্তিকালে বিদেশে পলায়েন না বরং আসেন দেশের জন্য যখন নেমেছি...এইবার উঠেপড়ে লাগি। আপনার হাতে যখন ভালো সংখ্যক ভোট থাকবে তখন দেখবেন কে না আসে আপনারে তেল দিতে...আর আপনার হাতে ভোট আছে এইটা প্রমাণের সর্বাপেক্ষা কার্যকরী মাধ্যম হইতে পারে, আপনার নিজস্ব একটা রাজনৈতিক পার্টি। সেটা আমাদের এখনও নাই...সেজন্য শাহবাগ সমর্থকেরা আজ দিশেহারা..
[লেখাটি টেকিসাফি'র থেকে নেয়া]