একজন জাফর ইকবালঃ একটি অপপ্রচার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জাফর ইকবালঃ তিনি একজন সাদামাটা মানুষ, খুব প্রাণোচ্ছল এবং ব্যাক্তি জীবনে সুখী একজন মানুষ
-১-
ছোটবেলায় আমাদের বুয়েটের শিক্ষক পাড়ায় আমার বন্ধু বলতে ছিল অদিত। সময়টা সম্ভবত ৯২-৯৩ এর দিকে। অদিতের বাবা ডঃ কায়কোবাদ চাচা'র এক বন্ধু আমেরিকা থেকে গোটা পরিবার নিয়ে চলে এসেছেন দেশে পড়াবেন বলে। চশমা পড়া সেই লোকটাকে আমিও মনে মনে খুব পছন্দ করতাম তার লেখার ধরন-ধারনের কারনে। স্যাটায়ার ম্যাগাজিন উন্মাদে তার ছোটভাই আকাআকি করতেন, সে সুবাদে তিনিও সেখানে লেখা দিতেন মাঝেসাঝে। লেখার একটা চরিত্র'র নাম ছিল "বৈজ্ঞানিক সফদার আলি'র মহা মহা আবিষ্কার"। নিন্দুকেরা বলে থাকে আমার লেখা সগির আলী নাকি সফদার আলীর অনুপ্রেরণায় এসেছে। হতে পারে।
সেই চশমা পড়া ব্যাক্তিটা সে সময়ে বুয়েটে না ঢুকে সিলেটের সদ্য জন্ম লাভ করা ভার্সিটিতে চলে গেলেন। সে সময়ের হাফ প্যান্ট পড়া আমি কিভাবে জানি জিন্স প্যান্ট পড়ে সেই একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। অবাক ব্যাপার হচ্ছে, আমি কোনদিন উনার সাথে যেচে কথা বলতে যাইনি-ঐ লোকটাকে প্রচণ্ড অপছন্দ করতো তারাও ওনাকে সামনে পেলে যেচে অটোগ্রাফ নিতো। মনের মাঝে অটোগ্রাফ যে অন্য জিনিষ সেটি আমি বিশ্বাস করতাম। হয়তো সে কারনেই কোনদিন যেচে গিয়ে কথা বলিনি। আমার বৈজ্ঞানিক কাজ এবং আন্দোলনের সুবাদে উনার সাথে আমার পরিচয়, সেই পরিচয় পর্বটা করিয়ে দেন উনারই সহধর্মিণী। ভাবতে পারিনি কোনদিন উনার সামনে আমি খুব সাদামাটা কথা বলতে থাকবো আর উনি বেশ মনযোগের সাথে আমার কথা শুনবেন। তিনি বরাবরই সব ছোট বাচ্চা থেকে শুরু করে তরুণদের কথা খুব মন দিয়ে শোনেন। সেখানে কোন ভণিতা নেই-অগ্রাহ্য করার ব্যাপার নেই। আছে শুধু চোখ দিয়ে আমাদের সাহস দেয়ার ব্যাপার। উনার লেখা এবং সেই চোখ দিয়ে দেয়া সাহসেই আমরা তরুণেরা উদ্দিপ্ত হই প্রতিনিয়ত।
-২-
সেদিন ভার্সিটি জীবনের এক সহপাঠী বলল, 'জাফর ইকবাল স্যারের মাইক্রবাস একবার ছাত্রলিগের ছেলেরা ভুল করে হরতালে ভেঙ্গেছে এবং স্যার-ম্যাডাম নাকি সেই দায় শিবিরের নামে দিয়েছে'। আমি তার কাছ থেকে এবিষয়ে কোন রেফারেন্স নেইনি, নেয়া উচিৎ ছিল। এমনতর অপপ্রচার কি উনার বিরুদ্ধে করলে আমাদের মান- সন্মান বাড়ে?
-৩-
আমার বাবা ৯২-৯৩ এর দিকে নাক সিটকে বলেছিল, উনি যদি এত বড় বিজ্ঞানিই হয়ে থাকেন তাহলে কেন বুয়েটে না ঢুকে অখ্যাত সিলেটের বিশ্ববিদ্যালয়ে তিনি জয়েন করতে যাচ্ছেন? এর উত্তর আজ শাবিপ্রবিতে উনি দিয়েছেন উনার মেধা-শ্রম দিয়ে। লেখক-শিক্ষক-বৈজ্ঞানিকের থেকেও উনার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সাদামাটা মানুষ, খুব প্রাণোচ্ছল এবং ব্যাক্তি জীবনে সুখী একজন মানুষ। আমরা এমন অপপ্রচার কিংবা কারো সামর্থ নিয়ে কথা না বলে নিজেরা সুখী থাকি।
হে করুণাময়, জগতের সকল প্রাণীকে সুখী রাখো। আমিন
ছবিঘরে আমার এক বন্ধুর প্রশ্নঃ "Why did not he agree to become a witness for his father's death? I respect him so much, though curious to know this. Because the guilty person is War criminal Syedy?"
উত্তরঃ অনেকেই জানতে চেয়েছেন যে সাঈদী মামলায় জাফর ইকবাল স্যার কিংবা হুমায়ূন আহমেদ আহমেদ স্যার সাক্ষ্য দেন নি কেন। তাই আজকে স্যারকে আমরা সরাসরি এই প্রশ্নটি করি এবং জাফর স্যার উত্তরে বলেন যে, আসল ঘটনা খুব সহজ। পুলিশ বাসায় এসে স্যারসহ উনার পরিবারের সবার কাছ থেকে ১৯৭১ সালে উনার বাবার হত্যার সাথে সংশ্লিষ্ট সব ঘটনা জানতে চায়। যেহেতু উনার বাবা যেখানে শহীদ হন, উনারা ওই এলাকার লোকাল মানুষ না, সংশ্লিষ্ট সবাইকে চেনার সুযোগ ছিল না। তারপরেও উনাদের কাছে যা ডিটেইলস ছিল উনারা সব বলেছেন, পুলিশ সবকিছু লিখে নেয়। কিন্তু এখন পর্যন্ত আদালত মনে করেনি যে এই কেসের জন্য উনাদেরকে ডাকা যায়, এবং ডাকেনি। সবার মত স্যারের পরিবারও অপেক্ষা করে আছে আদালত সব সাক্ষ্য প্রমাণ থেকে উনার বাবার হত্যাকারীসহ সব যুদ্ধপরাধীদের বিচার করবে। ( I also asked personaly to my MSc Supervisor madam(Wife of Zafor Iqbal sir) recently why Zafar sir and his family did not went for witness. She said, they wanted to but police also assured them that they have many more evidences against Saidi and they cannot go directly unless Tribunal call them. However the written statement is already in the file from them to the Tribunal. So there should not be any confusion)
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন