বইমেলা হচ্ছে আমার সবচেয়ে কাছের এবং আপন । প্রতিবার আমি কম করে হলেও ১৫ দিন যাই । তবে এবার আজ নিয়ে দ্বিতীয়বার হলো । জব করার এই একটা সমস্যা । তবে আজ বস কে বলে আগে বেড়িয়েছি । বাবার কাছ থেকে ১ হাজার টাকা নিয়েছি বিকাশে । নিজের কাছে ছিল কিছু । আর কি ছুটে গেলাম । অবস্থা যা বুঝতেছি । আমার প্রেম হবার সম্ভাবনা খুব ই কম । কারন গার্লফ্রেন্ডের পেছনে টাকা ঢালতে পারব না । যাই হোক আজ যেই বই গুলো কিনেছি । সেগুলোর ছবি দিচ্ছি । তবে কিছু বই অন লাইনে এসেছে ।
স্কুল কলেজ বন্ধ তাই লোক সমাগম বেশি ।
এই গুলো নিয়ে হাটতে অনেক কষ্ট হয়েছে ।
(১)
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
আপু কে যখন পেয়েছি তখন অটোগ্রাফ ছাড়া তো আসা যায় না । যদিও ফটোগ্রাফ আপু নিয়েছেন ।
(১২)
(১৩)
(১৪)
(১৫)
বই গুলো অনলাইন এ আনা
(১৬)
(১৭)
নামহীন বই ।
(১৮)
এই ছিল আমার সংগ্রহ । বইমেলার শুরুর দিকে কিনেছিলাম । এখনও অনেক বই আসেনি । অগ্নি সারথি ভাইয়ের " নজরবন্দী " বই এখনো আসেনি এটার জন্য আবার যেতে হবে । তবে এবার বইয়ের পাতার উন্নতি হয়েছে । যদিও দাম একটু বেশি পরছে তবে খারাপ না । এছাড়া আরও কিছু বই রয়েছে যা খুজেছি কিন্তু পাইনি ।
প্রকাশকরা কি ইচ্ছে করেই এমন করেন কি না জানি না । হয়ত তারা ভাবেন আগে দেখি বইয়ের চাহিদা কেমন সেটা নিয়ে তারা হয়ত রিসার্চ করে থাকেন । আমি এটা জানি না । তবে আমি চাই বই মেলার প্রথম দিন থেকেই যেনে সবার পছন্দের বইটি পাওয়া যায় ।
এবার ব্লগারদের প্রতি অনুরোধ, " বই মেলা যেহেতু হচ্ছে একদিন কি সবাই দেখা করা যায় । চলুন না একদিন সবাই মিলে দেখা করি । প্রানের বই মেলায় কিছু সময়ের জন্য আড্ডা দেয়া যাবে । বই মেলা আর কলা বেচা থুক্কু রথ দেখা আর কলা বেচা দুটোই হোক । এমন কি করা যায় ?"
এবার বই পড়ব শুধুই পড়ব । এত এত বই দেখে নিজেরও লেখার ইচ্ছে জাগে । নিজের নাম দেখতে ইচ্ছে করে । হয়ত স্বপ্ন একদিন সত্যি হবে ।
ভাল থাকবেন । সুস্থ থাকবেন । বই পড়বেন । আপনার চারপাশ পরিস্কার রাখবেন ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮