বিখ্যাত শিল্পীর আঁকা চিত্রকর্ম মিলিয়ন ডলারে বিক্রির ব্যাপারটা খুবই স্বাভাবিক । কোন কোন চিত্রকর্ম এতোই মূল্যবান যে সেগুলোর আসলে কোন মূল্য নির্ধারন করাও সম্ভব হয় না । সেগুলো অমূল্য । কেবল বিখ্যাত শিল্পীর আঁকা ছবিই নয়, মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ক্যামেরাতে তোলা ছবিও। কদিন আগে আমাদের ব্লগে ছবি প্রতিযোগিতা হয়ে গেল । ধরুন এই ছবির গুলোর কয়েকটা মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল । ভাবতে পারেন? হয়তো কালের সাক্ষি হিসাবে এই ছবির গুলো কোন একটা ভবিষ্যতে এতো দামে বিক্রি হতে পারে । অসম্ভব কিছু না ! এই রকম অনেক ছবি বিক্রি হয়েছে মিলিয়ন ডলারে !
একবার ভাবুন তো একটা ছবি কেউ তুলল এবং সেই ছবিটা ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি হল ! ৪.৩ মিলিয়ন ডলার । টাকার হিসাবে সেটা কত আসে সেটা হিসাব করার দরকারও নেই । একটা সিঙ্গলে ফটোগ্রাফের দাম এতো ! নিচের এই ছবিটা ঠিক এতো দামেই বিক্রি হয়েছে।
Source
ছবিটা দেখে আপনাদের কী মনে হচ্ছে? সবুজ ঘাস । মাঝ দিয়ে পায়ে হাটা রাস্তা চলে গেছে । তার পরে নদী । নদীর ওপাশে আবার সবুজ ঘাস । এই ছবিটার দাম ৪.৩ মিলিয়ন ডলার । ছবিটার নাম Rhein II ছবিটার ফটোগ্রাফার Andreas Gursky। ছবিটা ১৯৯৯ সালে তিনি তুলেছিলেন ।
তার আরও একটা ছবি ২০১৩ সালে লন্ডনে বিক্রি হয় ৩.২৯ মিলিয়ন ডলারে । ছবিটির নাম Chicago Board of Trade III । ছবিটা তিনি তুলেছিলেন ২০০০ সালে ।
Source
এরপরের ছবিটা নাম Untitled #96 । ফটোগ্রাফার Cindy Sherman । আনটাইটেলড ৯৬ ছবিটা তিনি তুলেছিলেন ১৯৮১ সালে । এবং ছবিটা ২০১১ সালে নিউ ইয়র্কে বিক্রি হয় ৩.৮ মিলিয়ন ডলারে ।
Source
একই ফটোগ্রাফারের আরেকটা ছবি Untitled #93 শিরনামে বিক্রি হয় ২০১৪ সালের মে মাসে নিউইয়র্কে । এটাও বিক্রি হয় ৩.৮ মিলিয়ন ডলারে । ছবিটি ১৯৮১ সালে তোলা ।
Source
১৯৭৩ সালে তোলা গিলবার্ড এবং জর্জের ছবি সিরিজ To Her Majesty লন্ডনে ২০০৮ সালে বিক্রি হয় ৩.৭ মিলিয়ন ডলারে । বর্তমান অর্থমূল্যে সেটার দাম যদিও প্রায় ৫ মিলিয়ন ডলার ।
Source
ছবির শিরোনাম Dead Troops Talk (A vision after an ambush of a Red Army patrol, near Moqor, Afghanistan, winter 1986) ছবির ফটোগ্রাফার জেল ওয়াল । ছবিটা ১৯৯২ সালে তোলা হয় । এটা একটা ফিকশনাল ছবি । ছবিটা ২০১২ সালে নিউ্ইয়র্কে বিক্রি হয় ৩.৬ মিলিয়ন ডলারে ।
Source
রিচার্ড প্রিন্সের তোলার ছবি Untitled (cowboys) ৩.৭৪ মিলিয়ন ডলারে বিক্রি হয় ২০১৪ সালে নিউইয়র্কে ।
source
রিচার্ড প্রিন্সের আরও একটা ছবি বিক্রি হয়েছে ৩.৯৭ মিলিয়ন ডলারে । ছবিটির টাইটেল Spiritual America (1981) । ছবিটি বিক্রি হয় ২০১৪ সালে নিউইয়র্কে । ছবিটি এখানে পোস্ট করা সম্ভব হল না কারণ ছবিটি একটা কন্ট্রোভার্শিয়াল ছবি । মা্র্কিন অভিনেত্রী এবং মডেল ব্রুক শিল্ডস এর ১০ বছরে বয়সে তোলা একটা নগ্ন ছবি । লন্ডন পুলিশ ছবিটা জনসম্মুখে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে । তবে সেটা এই ছবিটির মূল্যকে কমাতে পারে নি । ছবিটি এখানে যুক্ত করলাম না ।
সবার শেষের ছবিটার দাম সব থেকে বেশি । ছবির শিরোনাম Phantom । ছবিটি তুলেছেন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার পিটার লিক (Peter Lik) । ছবিটি এখনও পর্যন্ত বিক্রিত মূল্যের দিক দিয়ে সর্বোচ্চ । ২০১৪ সালে ছবিটি ৬.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে । তবে অন্যান্য ছবির মত এটা কোন অকশনে বিক্রি হয় নি । একজন প্রাইভেট কালেকটর ছবিটি কিনে নেন । কে কিনেছেন সেটাও সামনে আসে নি । তাই কোন নির্ভরযোগ্য সোর্স নেই যে ছবি টি এতো দামে বিক্রি হয়েছে । Source
মানুষের কত টাকা থাকলে এতো এতো দাম দিয়ে ছবি কিনতে পারে !
তথ্যসুত্রঃ
উইকিপিডিয়া
ফটো ডট কম
এক্সপার্ট ফটোগ্রাফি
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৮