বাংলাদেশের খেলা মানে সব কাজ বাদ দিয়ে মনিটরের দিকে চোখ রাখা অথবা বারবার ক্রিকেট ইনফোতে দেখা কত রান হল আর কত বাকি । কিন্তু খেলা চলা মুহুর্ত কিংবা এর শেষে আরেকটা কাজ করি যেটা হল ফেসবুক লিস্টে থাকা বন্ধুদের স্টাটাস পড়া । এই সময়েই বলতে গেলে সব থেকে চমৎকার সব স্টাটাস পড়া যায় । আর প্রতিপক্ষ যখন পাকিস্তান কিংবা ভারত আর খেলা শেষে যখন জয়টা আমাদের ঘরে চলে আসে তখন যেন স্টাটাসের বন্যা বয়ে যায় । সেরকম কয়েকটা স্টাটাস জমা থাকুক আজকের জয় উপলক্ষ্যে ।
প্রথমে আমার নিজের দেওয়া স্টাটাস দিয়েই শুরু করি !
১. ডাফ্রিদি (এটা খেলা চলা কালিন সময়ে দেওয়া)
২. নো-বলের জনক মোহাম্মাদ সামিকে একটা খাড়াইয়া রেস্পেক্ট জানানো দরকার
৩. দ্য ম্যান উইথ নো-বলস -এক কথায় প্রকাশ কর
উঃ মোহাম্মাদ সামি
৪. এই মুহুর্তে সব থেকে মন খারাপ পাকিস্তানী প্লেয়ারদের, কিন্তু এই মুহুর্তে সব থেকে টেনশনে আছে ইন্ডিয়ান টিম !
দেখা হবে ফাইনালে !!
আরিফ আদনান
১. রমিজের হাসি হাসি অভিনয়ে কথা বলার চেষ্টা করা।
লিও বাচছে। আর দুই দিন আগে হইলে এবারের অস্কারটাও পেত না।
২. এক তাসকিন প্রেমিকা,তাসকিনের হাত তুলে আল্লাহ আল্লাহ করা দেখে নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছে।
প্রেম মানেনা আস্তিক নাস্তিক।
৩. সংক্ষেপে আজকের ম্যাচের ম্যাচ সামারি..... ১০টি বাঁশ এবং একটি হাঁস।
মাজহার মিথুন
১. মোহাম্মদ সামিরে কেউ নো বলে একটা নোবেল দে!
২. একজন ক্যাপ্টেন আর একজন লিডারের মধ্যে পার্থক্য খুঁজতে হলে বেশিদূর যাওয়া লাগে না। এক মাশরাফি যথেষ্ট, এক মাশরাফি একাই একশো।
৩. পাকিস্তানের জন্য ৫টি বল বাকী রেখে বাংলাদেশ উঠে গেলো এশিয়া কাপের ফাইনালে। আজকের এই বিজয়ের পর জনমনে কিছু সাধারণ জ্ঞান ধরণের প্রশ্ন ও উত্তরের সৃষ্টি হয়েছে। চলুন সেগুলো দেখে আসা যাকঃ
১। কোন রাজা রাজা না?
উত্তর- রমিজ রাজা।
২। বাংলাদেশের সাথে পাকিস্তান যে হারা হেরেছে তাকে আদি বাঙলা ভাষায় কী বলা হয় এবং কেন বলা হয়?
উত্তর- গো হারা। কারণ এখানে একদল আরেকদলের সাথে গরুর মত হেরে যায়।
৩। পাকিস্তানের জাতীয় পশু ছাগল কেন?
উত্তর- কারণ সেই দেশে অনেক ছাগল। প্রচুর ছাগল। অত্যাধিক ছাগল। ছাগলও ছাগল, ক্ষেত্রবিশেষে কিছু মানুষও ছাগল।
৪। পাকিস্তান ক্রিকেট বোর্ড কাকে একটি পূর্ণ বয়স্ক ছাগল হিসেবে এ বছর তিরস্কৃত করেছে? এবং কী কারণে?
উত্তরঃ মোহাম্মদ সামি। অধিক উত্তেজনায় দাগের বাইরে পা দিয়ে বল করার জন্য।
৫। "খেলায় জয় পরাজয় আছে। আজ নাহয় হলো পরাজয়। তবু আফ্রিদি একবুক আশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন" কবি এখানে কী বোঝাতে চেয়েছেন তা সোজা বাংলায় ব্যাখ্যা করো।
উত্তরঃ কবি বুঝিয়েছেন কেউ কেউ মারা খায়, একসময় বিখ্যাত মারকুটে ব্যাটসম্যান এখন- যখন তখন মারা খায়।
৬। আজকের ম্যাচে বাকী থাকা ৫টি বল ৩জনের মধ্যে ভাগাভাগি হলো। এরমধ্যে দুজন নিলো দুটি করে এবং একজন একটি। এই তিনজন কারা? একটি বল যে নিলো তার সেই সময়ের কষ্টকর অনুভূতি কী?
উত্তরঃ দুটি নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমর্থক যার চোখে পাকিস্তানের পরাজয়ে জল এসেছে। আর দুটি মাহেন্দ্র সিং ধোনী কারণ তিনি মনে করেন ফাইনালে বাংলাদেশের সাথে খেলার জন্য তার অতিরিক্ত দুটি বল লাগবে। বাকী থাকা একটি বল নিয়েছেন রমিজ রাজা। এ ব্যাপারে তার কাছে কষ্টকর অনুভূতি জানতে চাওয়া হলে তিনি ভিডিও ফুটেজ ডিলিট করার অনুরোধ করে জানিয়েছেন- "আমি ভুগছি, অদ্ভুত বলহীনতায় ভুগছি"
হাসান মাহবুব
১. খেলায় জিতসি। আনন্দের খবর। তার চেয়েও বড় কথা, বেঁচে আছি! হার্টের ওপর বিশাল ধকল গেলো। আপনারা যারা বেঁচে আছেন তারা কমেন্ট করেন আর যারা মারা গেছেন লাইক দেন!
২. আজ সবাই আনন্দিত। বাঁধনহারা আমাদের উদযাপন। Photo, Gif, meme, status, video...ইত্যাদি। আমাদের এই জয় ব্যাঘ্র স্বত্তার নমুনা। বাঘের মত খেলে জিতেছি, ১৫০ কিমি বেগের বল বাউন্ডারিতে পাঠিয়েছি, ঠান্ডা মাথায় প্রেসার হ্যান্ডল করে খুন করেছি ফাকিস্তানের বোলিং ৫টা বল বাকি রেখেই। এটা আমাদের সম্মিলিত অর্জন। কারো দয়ায় প্রাপ্ত নয়। তাহলে কেন "মোহাম্মদ সামী আমাদের পক্ষে ছিলো" এ ধরণের কথা বলে এই মহিমান্বিত জয়কে অসম্মান করছেন? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এটা কি ঠিক হচ্ছে? নো বল, ওয়াইড, লোপ্পা ফুলটস, বাজে শট সবই খেলার অংশ। সামী প্রেশার ট্যাকল করতে না পেরে নো বল দিয়েছে। আর আমরা দারুন ডিসিপ্লিনড বোলিং করে একটাও অতিরিক্ত রান দেই নি। এসবই আমাদের কৃতিত্ব, আমাদের অর্জন। এর মাঝে সামীরে টাইনা এই অসম্ভব সুন্দর জয়টারে কলুষিত কইরেন না প্লিজ!
ঈষাম আকরাম
জীবনে যদি বিয়ে হয়, আর যদি একটা ছেলে হয় তাহলে ইনশা আল্লাহ শিউর ছেলের নাম রাখমু "মাশরাফি".... এবার বউ রাজি থাকলে ভাল, না থাকলে ডিভোর্স...
.
এই মানুষটা এত্ত অছাম কেরে!!
ওলি আহমেদ
১. চাঁদ উঠুক আর না উঠুক, আজ ঈদ! সবার সাথে কোলাকুলি করতে ইচ্ছা করতেছে!
২. আমার পাইক্কা ক্লাসমেট আজকে বলছিল কাল ওরা ম্যাচ জিতার পর নাকি আমার চেহারা দেখবে! অথচ এখন আমি কালকে তার চেহারা দেখতে যাব!
আর কতোবার হারার পর বেহায়া পাইক্কারা নিজেদের অবস্থানটা বুঝতে পারবে?
কুশল ইশিয়াক
যাই হোক, হাফিজের এলবিডাব্লিউ সিদ্ধান্তটা ভুল ছিল, এবং এটা নিয়ে খচখচ লাগতেসিলো। বাংলাদেশের কৃতিত্বের ভাগীদার আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্ত হোক, এটা ভালো লাগছিল না। পরবর্তীতে মুশফিকের উইকেটটাও ভুল সিদ্ধান্তে দেওয়া হলো, শোধ বোধ। বাংলাদেশ তার নিজ কৃতিত্বেই জিতেছে শেষ পর্যন্ত।
আমার জন্য ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যখন মাশরাফি নেমেই পরপর দুটি চার মারলো। আমার চোখের কোনায় তখন জল। কী অসাধারণ সেই মুহূর্ত! মাশরাফি, আমি তোমাকে কখনো ভুলবো না।
কাসাফাদ্দৌজা নোমান
বাংলাদেশ জিতলে আমরা সকল ফেসবুকবাসী এক্টিভ লাইকার হয়ে যাই!
আপেল মাহমুদ
কী জানি কী হইলো...
গ্যালারীর মেয়েদের দেখে ভাল্লাগতেছে
রমিজ রাজার কাঁদো কাঁদো চেহারা দেখে ভাল্লাগতেছে
আফ্রিদির বেজার মুখ দেখেও ভাল লাগতেছে
বিটিভিতে দেখাচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ আরো অনেকে অভিন্নদন দিয়েছেন- এটাও ভাল্লাগতেছে
বিরক্তিকর বিজ্ঞাপনে সাফা কবিরের গড়াগড়িও ভাল্লাগতেছে
এমন কি একটু আগে আমার চিল্লাচিল্লি শুনে বাড়িওয়ালি আসছিল বকা দিতে... মাশাল্লাহ তারেও ভাল্লাগতেছে
Rashat Rahman Zico
১. রমিজ রাজা বোরখা পইরা গাবতলী দিয়া ঢাকা পালানোর চেষ্টা করব। পোলাপাইন রেডি থাকিস।
২. ভাইসব, আমি ইলেকশনে "নো-বল" মার্কায় দাড়ামু, আপনারা ভোট দিয়েন।
৩. ভাইয়েরা আফ্রিদীর জন্য খারাপ লাগতেছে। একটা মাত্র বলের জন্য গোল্ডেন ডাকটা মিস করছে!
Aalmas Ahmed
সরি এই জয়েও ২ রানের দু:খ ভুলতে পারছি না। পারবো না। এই জয়েও আমি বলবো না প্রতিশোধ নিয়েছি। বরং বলবো প্রতিশোধের একটা বার্তা দিয়ে রাখলাম।
এশিয়া কাপেই কোনদিন ফাইনালে পাকিস্তান কে হারিয়ে প্রতিশোধ নেবো ইনশাআল্লাহ্। তার আগে কোন জয়ই প্রতিশোধ না।
২০১২ এশিয়া কাপ ফাইনাল, ২ রান। সাকিব মুশির কান্না, স্তব্ধ বাংলাদেশ। ভুলি নাই, ভুলবো না
Aklima Atika Konika
রাতে বারান্দায় বসে দূর থেকে ভেসে আসা 'বাংলাদেশ! বাংলাদেশ' চিৎকার শোনার অনুভূতিটার সাথে অন্য কোন সুন্দর অনুভুতির তুলনা হয় না.......
Ekramul Hoque Emon
"Thanks for the participating "
ডাকবাবা আফ্রিদিকে কান ঢাকা রমিজ।
আমি হাস্তে হাস্তে মইরা জামু, এরকম জোকার দেশ কোথাও খুঁজে পাবে নাকো।
Saiful Islam
মাশরাফি!
পাগলারে একদিন ম্যাচ হেরে তোকে কাঁদতে দেখে বলেছিলাম লাগলে আমার পা দুটা তোরে দিয়ে দিব ... দিতে হয়নাই। তোর খোঁড়া পা দুইটা নিয়েই তুই আজকে বাংলাদেশকে টেনে নিলি গন্তব্যে! পাগলারে তুই জানস না তুই আজকে এই জাতিকে কি দিলি!
বর্বর এই পাকিস্তান জাতির দাম্ভিক এক খেলোয়াড় একদিন বাংলাদেশকে তুচ্ছ করে বলেছিল ... আরে ওদের সাথে আর টস কি করব? ব্যাটিং-বোলিং যা চায় দিয়ে দাও।
পাগলারে তোরা আজকে রমিজ রাজা-ইমরান খান-আফ্রিদিদের "যা দিয়ে দিলি" সেটা আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত ভুলবনা, এই জাতি ভুলবে না!
২০১২ সালের তোদের সেই কান্নাভেজা চোখ আমরা ভুলিনাই, আজকে যে তোরা আবার আমাদের চোখ ভেজালি এটাও কোনদিন ভুলবনা!
আমার এক ডাক্তার ছোটভাইয়ের কথা দিয়ে শেষ করি...
"আজকে যদি আল্লাহ্ আমার আয়ু এক-দুই বছর কমায়ে দেয় তবুও আফসোস নাই!"
আলিম আল রাজি
বাংলাদেশ যখন জিতে যাচ্ছিলো লেবার ওয়ার্ডে তখন বাচ্চা বের করছিলাম। বাচ্চা বের হয়েই 'কিয়াও' বলে চিৎকার করে উঠলো। জয়ের আনন্দেই কিনা কে জানে!
বাচ্চার মাকে বললাম, 'ছেলের নাম 'মাশরাফি' রেখে দেন।'
তিনি বলেছেন, 'আচ্ছা।'
Ekjon Ghunpoka
যারা বাংলাদেশ-পাকিস্থানের খেলাকে একাত্তরের সাথে তুলনা করে ফেলে-তাদের আমার টারশিয়ারী লেভেলের বোক&দ মনে হয়।
কারণ এতে করে তারা একাত্তরকে অপমান করে, একাত্তরের ভুমিকাকে খাটো করে। একাত্তরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি-তা অতুলনীয়।
মাশরাফি নিজেই স্বীকার করেছে, রাইফেল হাতে যুদ্ধ করা আর খেলা এক কথা না!
গ্রো আপ ম্যান!
গুড লাক বাংলাদেশ।
Sharmin Rezowana
আহ- - মেহমান বসার ঘরে বসাই রাইখা, এক চক্ষু বন্ধ কইরা কি একখান খেলা দেখলাম!
সাবাস বাংলার বাঘ, যুগে যুগে এইভাবেই পাকি মারখোরদের চটকানার উপ্রে রাইখো
Magur Rubayet
১. মারখোরের (পাকি ছাগু) দল কিছু পারুক আর না পারুক মিছামিছি চিল্লাইতে পারে!
- প্যাডে লাগলেও কয় “আউট দে!”
- ব্যাটের আধ হাত দূর দিয়া গেলেও কয় “আউট দে!”
- লেগ স্ট্যাম্পের বাইরে বল থাকলেও কয় “আউট দে!”
আউট কি ছাগলের গুয়া দিয়া পড়ে রে?
২. হোমপেইজে শুধু বাংলা মায়ের জয়গান! সব পোস্টেই গণহারে লাইক/লাভ/হা হা হা দিচ্ছি!
অবশ্য পাকি প্রেমের জন্য এপর্যন্ত ৭ জনরে ব্লক মারসি! পাকি ছাগল গুলারে ছাগল কৈলে যাগো কৈলজাতে লাগে তাগো প্রকাশ্যে ’খাপো’ কৈতে আমার মুখে বাধে না!
এখানে আমাদের ব্যাটিং সারমর্ম দেখতে পারেন
এখানে জেতার মুহুর্তটা দেখতে পারেন
এবার কয়েকটা ট্রোল ফটো , না দিয়ে পারছি না !
আপনাদের অনুভুতির জয়ের স্টাটাস গুলো চাইলে শেয়ার করতে পারেন । জমা থাকুক এই আনন্দের মুহুর্ত গুলো !
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৩:২৮