ফেসবুকে নতুন রিয়্যাকশান বাটন যুক্ত হয়েছে । এই নিয়ে সবার আগ্রহের শেষ নেই । সাবই এখন সবার পোস্ট কেবল লাইক দিয়েই চুপ নেই সেই সাথে যুক্ত করে দিচ্ছে নিজের মনের অনুভুতি ।
ঠিক নিচের ছবি গুলোর মত ।
কেউ সহমত জানাচ্ছে, কেউ বা ভালবাসা, বিশ্ময় কিংবা রাগ । আমার কেবল মনে হচ্ছে কেবল ফেসবুকেই কেন আমাদের সামু ব্লগেও যদি এমন ভাবে কিছু রিয়্যাকশান বাটন চালু করা যেত তাহলে কেমন হত । অবশ্য ভাল হত । সামু টিমকে এই ব্যাপারে দৃষ্টি আরোপ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
সবার আগে দেখে নেওয়া যাক কি কি রিয়্যাকশান বাটন সামুতে সংযোজন করা যেতে পারে ।
প্রথমেই থাকতে পারে সামুর সেই আদিকালের পেলাস বাটন । কারো পোস্ট ভাল লাগার সাথে সাথেই ব্লগারগন এই বাটনে চাপ দিবেন !
কিছু কিছু লেখা আছে এমন যে পড়লে কেবল লাইক দিয়ে কিংবা সহমতের ভেতরে সীমাবদ্ধ থাকে না । আরও বেশি কিছু ইচ্ছে করে । তেমন পোস্টের জন্য নিচের এই ইমো দিতে পারেন
কোন কোন পোস্ট পড়ে আমাদের মন ভাল হয়ে যায় । হাসি আটকানো দায় হয়ে পড়ে । কোন কোন পোস্ট পড়ে আবার মজা পাওয়া যায় অনেক । ঠিক তেমন কিছু পোস্টে আমরা এই রিয়্যাকশান দিতে পারি
এরপরে যে ইমোটার কথা বলবো সেটা হল, পোস্ট প্রিয়তে নেওয়া ইমো । ব্লগাদের কিছু পোস্ট বারবার পড়তে ইচ্ছে করে কিংবা হাতে কাছে সংগ্রহ করা রাখা লাগে হাজারও পোস্টের ভেতরে । সেই পোস্ট গুলোতে আমরা নিজের ইমোটা ব্যবহার করতে পারি
কিছু কিছু পোস্ট পড়ে আমরা অনেক অবাক হয়ে যায় । ব্লগারের পরিশ্রম আর তথ্য উপাত্ত সংগ্রহের পরিমান দেখে ভাবি মানুষটা এতো এতো পরিশ্রম কিভাবে করে । সেটা প্রকাশ করার জন্য নিচের ইমোটি আমরা ব্যবহার করতে পারি
কিছু কিছু পোস্ট আমাদের হতাশ করে । সেই সকল পোস্টের জন্য নিচের ইমো
আর কিছু কিছু পোস্ট মনের ভেতরে তীব্র রাগের সৃষ্টি করে । সেই সব পোস্টের জন্য এই ইমোটি সব থেকে উপযুক্ত
সব গুলো রিয়্যাকশান এক সাথে যদি থাকে তাহলে এমন হবে
আরও কিছু ইমো যুক্ত করা যায় । যেমন আমাদের সামুতে সব থেকে বেশি আলোচিত শব্দই মনে হয় ছাগু ! এই ছাগু পোস্টেই আমরা দিতে পারি নিচের ইমোটি
আরো অনেক ইমো কিংবা রিয়্যাকশান যুক্ত হতে পারে । কিছু কিছু আপনারাও চিন্তা করুন !
আজকের মত এখানেই শেষ । পরে আবার নতুন করা কিছু ইমো নিয়ে হাজির হওয়া যাবে !
সবাইকে ধান্যবাদ !
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭