-কি রে ব্যাটা কি করছিস ?
-ভাই, কিছু না !
-ভাই ? আমি তোর ভাই হই ? আমার বয়স কত জানিস ?
-ভাই ই তো হন !
-কোন হিসাবে ভাই ব্যাখ্যা কর !
-আরে আপনি বয়স দিয়ে কেন চিন্তা করছেন ? কাকে ভাই ডাকবো আর কাকে চাচা খালু ডাকবো এটা তো বয়স দিয়ে বিচার করলে চলবে না !
-তাহলে কি দিয়ে বিচার করতে হবে ?
-আরে বিবাহ দিয়ে ! ধরেন যে মানুষটা বিবাহিত হোক সে বয়সে কম তাকে সম্মোধন টা হবে অবশ্যই চাচা গোত্রীও ! আর যে মানুষটা বিয়ের ঝামেলায় যায় নি সে আজীবন তরুন ! সে অবশ্যই সবাই ভাই গোত্রীয় !
আমার কথা শুনে ইমন ভাই উচ্চ স্বরে হেসে উঠলো ! হাসতে হাসতে এক পর্যায়ে ওনার চোখে পানি চলে এল । আমিও হাসছি ওনার সাথে । এমন কিছু মানুষ আছে যারা যখন হাসে মনে হয় পৃথিবীর সব থেকে নির্মল হাসিটা যেন দেখছি !
চমশা টা খুলে ইমন ভাই চোখ মুছলেন ! তারপর আমার দিকে তাকিয়ে বললেন
-তুই মাঝে মাঝে এখানে আসিস ! এতোদিন পরপর কেন আসিস ? তোর সাথে কথা বলে ভাল লাগে !
-আপনার সাথে কথা বলতেও ভাল লাগে ! তবে আপনাদের বাসায় আসে পাশে কোন সুন্দরী মেয়ে থাকলে আরও ঘন ঘন আসতাম !
ইমন ভাই বিশ্ময় নিয়ে বললেন
-সুন্দরী মেয়ের সাথে আমার এখানে আসার সম্পর্কি কি ?
-আরে বুঝেন না ! একটা গল্প লিখলাম "ইমন ভাইয়ের বাড়ির পাশের সুন্দরী কন্যা এবং আমার সম্ভাব্য প্রেমর গল্প" !
-আমিও তাই ভেবে ছিলাম ! আচ্ছা সত্যি করে বল দেখি জীবনে কত গুলো প্রেম করেছিস ?
-ছি ছি ! কি বলেন ! আপনে বড় ভাই আপনের সামনে এসব কথা কেমনে বলি !
-শোন ঢং করবি না ! সত্যি করে বল ! আমার তো মনে হয় ব্লগে তুই যেমন করে ভাব দেখাস আসলে বাস্তবে তার কানা কড়িও না ! একটা প্রেমও তো মনে হয় করতে পারিস নাই কোন দিন !
-কি যে বলেন না আপনি !
-তাই !
-হুম ! আমার কাছে প্রমান আছে !
-কত গুলোর ?
-এই বেশি চার পাঁচটা !
আমার চার পাঁচ টার কথা শুনে ইমন ভাই আবারও হেসে উঠলো ! আমি বললাম
-ভাই আপনার জীবনের প্রথম প্রেমের কথা বলেন দেখি !
-কি করবি ? গল্প লিখবি ?
-লিখতেও পারি !
ইমন ভাই কোথায় যেন হারিয়ে গেল । কিছুটা সময় পরে ইমন ভাই বললেন
-জানিসই তো ছোট বেলায় আমি বেশ ভাল গোলপ কিপার ছিলাম ! মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে আমার ডাক আসতো খেলার জন্য ! আমি খেলতে যেতাম ! তবে স্কুলের খেলা গুলোতে কিছুতেই যুত করতে পারতাম না । মাঠ ছোট ছিল কখন যে কোন দিয়ে বল চলে বোঝা মুশকিল !
-তারপর ?
-তারপর আর কি ! একবার এক খেলায় পরপর ৫ টা গোল হজম করতে হল ! ক্লাসের সবাই আমাকে দেখেই সে কি হাসহাসি ! তবে একটা একটা মেয়ে আমাকে দেখেই ফিক করে হেসে দিত !
-তারপর ?
-আরে তারপর আর কি ? অন্য সাবার হাসলে কেমন রাগ লাগতো কিন্তু সেই মেয়েটি হাসিতে অন্য রকম কিছু একটা ছিল ! ভাল লাগতো বেশ !
-সত্যি ! বাহ ! আপনি তো দেখি কম যান না !
-কম যাই না মানে কি ! কারো হাসি ভাল লাগতে পারে না !
-আরে রেগে যাচ্ছেন কেন ? ভাল লাগতে পারবে না কেন ? অবশ্যই পারে ! তারপর বলে মেয়েটির নাম কি ?
-নাম মনে নেই !
-মানে কি ? নাম মনে নেই ? জীবনের প্রথম ভাল লাগা হাসির মালিকের নাম মনে নেই ! আপনি জানেন আমার স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত যড় জনের প্রেমে পরেছি তাদের সবার নাম মনে আছে । এমন কি কার পছন্দ কোথায় থাকে কার বাবা কি করে বাড়ির ঠিকানা সব কিছু মনে রেখেছে !
ইমন ভাই বললেন
-আমার হাসি ভাল লেগেছিল তাই বললাম ! তোর মত ডিরেক্ট্রি বুক তৈরি করতে বসি নি !
-আচ্ছা বাদ দিন ! কি কি কথা বলছেন তার সাথে !
ইমন ভাই আমার দিকে অবাক হয়ে বললেন
-কথা মানে ! আমি কোন দিন তার সাথে কথাই বলি নি !
আমি তার থেকেও অবাক হয়ে বললাম
-বলেন কি ? কোন দিন সেই মেয়ের সাথে কথাই বলেন নি ! কেমনে কি !
-তোরা ভাবিস কি শুনি ! আমাদের সময় এতোটা স হজ ছিল ! চাইলেই মেয়েদের সাথে কথা বলা টা এতো স্বাভাবিক ছিল না !
-হুম ! বুঝলাম !
-তবে একদিন ওয়ালে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তখন মেয়েটাকে দেখেছিলাম ! বারান্দায় বসে চুল আচড়াচ্ছিল ! স্মৃতি বলতে এই টুকুই ! চলবে এতে ?
আমি বললাম
-দেখা যাক ! আরও কিছু এড করতে হবে !
-হুম হয়েছে !
আরও কিছু বলতে যাই এমন সময় আমার ঘুম ভেঙ্গে যায় ! চোখ মেলে কিছুক্ষন এদিক ওদিক তাকাই ! কোথায় সেই চশমা পরা মানুষ টা ! এতোক্ষন যার কথা বলছিলাম সেই মানুষ টা কোথায় গেল !!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫২