-তোমাকে বলেছিলাম না কাকু, আমাদের মিস অনেক সুন্দর !!
নিলিমের কথা শুনে সুন্দরী মিস আরও একটু লজ্জা পেয়ে গেল !
সুন্দরী মিস আসলেই বেশ সুন্দরী ! এই রকম মেয়ে স্কুল টিচার ঠিক দেখে বিশ্বাস হয় না ! এই মেয়ে কাজ করবে কোন কর্পোরেট অফিসে ! এখানে কি করে ?
অবশ্য ইংলিশ মিডিয়াম স্কুলও খারাপ না !
এতো সুন্দরী মিস টিচার হলে আমি তো একদিনও স্কুল কামাই করতাম না ! প্রতিদিন স্কুলে আসতামই পারলে ছুটির দিনও হাজির হতাম !
আমি নিলিমের মিস কে বললাম
-আপনাকে অনেক ধন্যবাদ ! আসলে রাস্তায় এভাবে আটকে যাবো বুঝতে পারি নি ! ওকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ !
মিষ্টি হেসে মিস বলল
-কোন সমস্যা নেই !
আমি নিলিম কে নিতে যাবো তখনই নিলিম বলল
-কাকু ! মিস তো আমাদের এলাকাতেই থাকে !
আমি কৌতুহলী চোখে মিস এর দিকে তাকিয়ে বললাম
-তাই নাকি ?
-জি !
-আরে তাহলে চলুন ! আমাদের সাথে চলুন !
-না না ! ঠিক আছে ! আমি রিক্সা নিয়ে চলে যাবো !
-আরে আমি আপনাকে গাড়িতে করে নিয়ে যেতে চাইছি আর আপনি রিক্সা করে যেতে চাইছেন !
-না আসলে.....
-দেখুন গাড়ি আমার না হতে পারে তবে আমি কিন্তু গাড়ি ভাল চালাই ! আর একজন সুন্দরী মিস গাড়িতে উঠবে এটা কে না চায় বলুন ! তবে আপনি আমার সাথে উঠতে না চাইলে কথা ভিন্ন !
একটু ইতস্তত করে মিস গাড়িতে উঠে বসল ! চললাম বাড়ির উদ্দেশ্যে ।
-আপনি কি করেন ?
-আমি ? আপাতত কিছু না ! হাওয়া খেয়ে বেড়াই বলতে পারেন ! আর নিলিম কে আনা নেওয়ার কাজ করি ! ভাই ভাবীর সংসারে আছি চিন্তাহীন !
আমার কথা শুনে মিস নিশাতের খুব বেশি পছন্দ হল বলে মনে হল না ! আসলে কোন মেয়েই এই টাইপের ভবঘুরে ছেলে কে পছন্দ করে না ! বিশেষ করে কোন কর্মজীবি মেয়ে তো নয়ই !
মিস নিশাত বলল
-এভাবে কি জীবন যাবে ?
-যাবে না কেন ? দেখুন আমার কোন পিছু টান নেই ! আর আমার বদ্ধজীবন ভাল লাগে না ! সময় করে অফিসে যাওয়া এটা আমার ঠিক পছন্দ না ! এতো নিয়ম নীতি আমার ভাল লাগে না !
কথা বলতে বলতে কখন যে বাসার কাছে চলে এসেছি বুঝতেই পারলাম না ! আমাদের বাসা থেকে কয়েক ব্লক পরেই মিস নিশাতের বাসা ! উনাকে নামিয়ে দিয়ে বাড়ির দিকে হাজির হলাম !
পরদিন আবারও হাজির হয়ে গেলাম নিলিম কে আনার জন্য ! নিলিম আসার পরেও যখন আরও একটু সময় অপেক্ষা করছি তখন নিলিম বলল
-কাকু ! কি হল যাবে না ?
-চুপ করে বসে থাক !
-চল না ! ক্ষুদা লেগেছে !
-কি খাবি বল !
-আইসক্রিম !
-আইসক্রিমে পেট ভরে ?
-হুম ভরে !
আইসক্রিম কিনে দিলাম ! নিলিম পুরো আইসক্রিম শেষ করে ফেলল কিন্তু মিস নিশাতের কোন খোজ নাই ।
শেষে না পেরেই বললাম
-তোর মিস কইরে ?
-কোন মিস কাকু ?
বদ টা সব বুঝে কিন্তু তবুও জিগায় !
-জানিস না কোন মিস ?
-ও সুন্দরী মিস !
-হুম !
-মিস এর তো আজকে অফ ডে ?
-কি ? এই কথা আগে বলবি না ?
নিলিম দুষ্টমির হাসি দিয়ে বলল
-তাহলে আইসক্রিম মিস হয়ে যেত !
ফাজিল কয় কি ? এই বয়সেই এতো কিছু বুঝে গেছে !
রাতের বেলা খাবার সময় ভাবি হঠাৎই জিজ্ঞেস করলো
-কি রে বিয়ে শাদী করবি না ?
-ভাবী, এখন না ! আগে কিছু করি ! তারপর ?
-বিকেল বেলা আম্মা ফোন করেছিল ! তোর জন্য নাকি মেয়ে দেখছে ! এবার গ্রামে গিয়ে তোকে বিয়ে দিয়ে দিবে !
-ভাবী আমি গ্রামে বিয়ে করবো না !
-তো কোথায় করবেন জনাব ? ইংলিশ মিডিয়ামের টিচার চলবে ?
নিলিমের দিকে তাকিয়ে দেখি বদটা মিশমিশ করে হাসছে । নিশ্চই এসে সব কিছু বলে দিয়েছে !
আমি বললাম
-যদি ম্যানেজ করতে পারো তাহলে আমি রাজি !
ভাবী মনে হয় আমার এই কথার জন্য প্রস্তুত ছিলেন না ! কারন এর আগে বেশ কয়েকবার সে আমার বিয়ের জন্য আমাকে অনেক বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছে ! আজকে এভাবে এক কথায় রাজি হয়ে যাবো ভাবতে পারে নি !
খানিকটা অবাক হয়েই বলল
-সত্যি ?
-হুম ! সত্যি !
-এতো ভাল লেগে গেছে ?
-হুম ! বলতে পারো !
-পরে কিন্তু না করলে হবে না !
-আরে বাবা কে না করছে ! আগে কথা বার্তা বল তো !
আমি তো মনে সুখেই দিন কাটাতে লাগলাম ! প্রতিদিন নিলিম কে নিতে যাই ! এখন একটু আগে আগেই যাই ! মিস নিশাতের সাথে টুকটাক কথা বলি ! তাকে একদিন আইসক্রিম খাওয়ার দাওয়াত দিলাম ! সে খুশি মনেই রাজি হল ! আর এদিকে ভাবী খোজ খবর চালাতে লাগলো !
দিন তো ভাল কাটবেই !
একদিন আমি নিলিমের জন্য অপেক্ষা করছি, ওর স্কুল ছুটির পরে ! দেখলাম একটু পরেই নিলিম বের হয়ে এল ! সাথে মিস নিশাত ! আজকে বলতে হল না ! নিশাত নিজেই গাড়িতে এসে বসলো !
একটু অবাক হলাম ! তবে আমার জন্য আরও অপেক্ষা করছিল ! যখন বাসার কাছে পৌছালাম নিশাস নিজ থেকে নিলিম কে বলল
-আম্মু তুমি বাসায় যাও তো একটু ! তোমার কাকুর সাথে আমার একটু কথা আছে !
আমি একটু অবাক হলাম ! নিলিম চলে গেল ! আমরা দুজনে গাড়ির ভিতরে বসে আছি চুপচাপ !
কি বলবো ঠিক বুঝতে পারছি না ! কিংবা কি বলা উচিৎ !
নিশাত হঠাৎ করেই বলল
-আপনি আমাকে বিয়ে করতে চান ?
একেবারে সোজাসুজি কথা জানতে চাইলো ! এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না ! ইতস্তত করে বলল
-হ্যা !
-আমি চাই না !
একটু ধাক্কার মত খেলাম ! মনটাও খারাপ হল ! বললাম
-কেন জানতে পারি ?
-আপনাকে বিয়ে করার মত কিছুই আপনার ভিতর নেই ! আপনি কিছু করেন না, হয়তো আপনারা অনেক বড় লোক কিন্তু তার কিছুই আপনার নয় ! আমি এরকম ছেলে পছন্দ করি না ! আমি চাই নিজের পায়ে দাড়ানো ছেলে ! সিরিয়াস একজন, যে নিজের জীবন নিয়ে ভাবে ! একটা সংসারের দায়িত্ব নিতে প্রস্তুত !
আমি চুপ করে রইলাম ! আগেই বলেছিলাম যে মেয়েটা চাকরি করে সে কিছুতেই আমার মত ভবঘুরে ছেলেকে পছন্দ করবে না !
-আপনি দয়া করে আপনার ভাবীকে মানা করবেন আমাদের বাসায় যেন আর বিয়ের প্রস্তাব নিয়ে না যায় !
আর কিছু না বলে নিশাত গাড়ি থেকে নেমে গেল !
আমি কিছুক্ষন বসে রইলাম গাড়ির ভিতর ! কেন যেন বুকের ভেতর একটা অচেনা কষ্ট হতে লাগলো ! বুঝতে পারছিলাম না কিসের কষ্ট !
####
-আরে আপনি এখানে ?
-আরে আপনি ! এখানে ?
-আমারও তো একই প্রশ্ন !
নিশাতের সাথে প্রায় সাত বছর পরে দেখা হয়ে গেল ! হঠাৎ করেই ! ও দেখলাম একটু মোটা হয়েছে ! তা ছাড়া সব কিছু আগের মতই আছে ! বুকটার ভিতর একটা চিনচিনে ব্যাথা শুরু হল কেন জানি !
বললাম
-অফিস থেকে ট্যুরে এসেছি ! অফিস গেট টুগেদার বলতে পারেন !
-অফিস !
-কতদিন আর ভবঘুরে থাকবো বলেন ?
কিছু একটা বলতে গিয়েও নিশাত আটকে গেল যেন !
আবার বললাম
-আপনি এখানে কি করছেন ?
-আমার হাসব্যান্ড এখানে জব করে ! আমরা কাছেই থাকি !
-ও !
-আসুন ! একবার ঘুরে যাবেন !
-না আজকে না ! আজকে তাড়া আছে !
-ও ! আছেন তো কদিন ?
-না ! আজই ব্যক করবো !
-ও হো !! তো আপনার ওয়াইফকে দেখছি না !
-নেই !
-আসে নি ?
-হুম ! আমার জীবনেই আসেন নি ! একজন কে পছন্দ করেছিলাম ! কিন্তু সে পছন্দ করে নি আমাকে !
নিশাত চুপ করে গেল !
বললাম
-তারপর আর কাউকে পছন্দই হল না যে !
আরও কিছুক্ষন নিরবতা !
শেষে আমি বললাম
-আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে ! আসি !
-শুনুন !
-হুম ?
নিশাত কিছু একটা বলতে গিয়েও বলল না । বলল
-না থাক ! ভাল থাকবেন !
-আপনিও !
উল্টো দিকে ঘুরে হাটা দিলাম ! সাত বছর আগেই সেই কষ্ট টা কেন যেন আবার নড়ে চড়ে উঠলো ! অনেক বার নিজেকে প্রশ্ন করেছি নিজেকে ! এমন কেন হল ?
উত্তর পায় নি ! কেন একটা মেয়ের জন্য জীবনটা এমন হয়ে গেল ! যাকে কোনদিন বলি নি ভালবাসি, কোন দিন ডেট করি নি, কোনদিন হাত ধরি নি, কোন দিন যাকে ঘর বাঁধার স্বপ্ন দেখি নি, কেন তার জন্য জীবন টা এমন হয়ে গেল ! কেন তার জন্য কষ্ট হতে লাগলো !
আশ্চার্য ! মানুষের মন আসলেই বড় আশ্চার্য !!
অনুগল্পঃ ইংলিশ মিডিয়ামের টিচার মিস নিশাত এবং আমার অসমাপ্ত প্রেমের গল্প !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন
কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....
আমির হোসেন আমুকে দেখা একদিন....
২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন
=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=
বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন
বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি
আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।
সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন