আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম ! পাশের ঘরের ছোট ভাই শুভ্র আমার রুমে এসে হাজির !
আমি বললাম
-কেন ? টিভি দেখছি তো !
-খেলা শুরু হয়ে গেছে । দেখবেন না ?
টিভি টা আমার ঘরে ! এমনিতেই পাশের রুম থেকে খুব বেশি আমার ঘরে টিভি দেখতে আসে না বিশেষ করে সব সময় আসে না । তবে বিশেষ কোন খেলা হলে অবশ্য চলে আসে !
আমি কখনই খেলার উপর এতো আকর্ষন বোধ করি না । এমন একটা ভাব কখনই নেই যে খেলা দেখতেই হবে ! কোন প্লেয়ার কত রান করলো কিংবা কার কি রেকর্ড হল এটা নিয়ে আমার কোন কালেই খুব বেশি আগ্রহ জন্ম নেয় নি ! নিজের দেশের খেলা হলে একটু দেখি ! স্কোর টা একটু জানতে ইচ্ছে করে । এই আর কি !
আমি বললাম
-কাদের কাদের খেলা ?
-আপনে না একটা ! আজকে বাংলাদেশ আর ভারতের খেলা ! তাও আবার বাংলাদেশের মাটিতে ! আপনি দেখি কোন খিয়ালই রাখেন না !
-তাই নাকি ?
অন্য খেলার প্রতি আমার খুব একটা আকর্ষন না থাকলেও নিজের দেশের খেলা হলে একটু দেখতে মন চায় ! তার উপর খেলা আজকে ভারতের সাথে । যারা কি না নিজের মাঠ ছাড়া অন্য কোথাও খেলতে যায় না ! নিজের মাঠে তারা খুব ভাল খেলে কিন্তু অন্যের মাঠে গেলে তাদের খবর হয়ে যায় !
এর আগে কতবার খেলতে আমন্ত্রন জানানো হয়েছে বেটা দের । তখন আসে নাই ! এবার এতো সাহস করে চলে এল ?
ব্যাপার টা কি ?
আমি চ্যানেল পাল্টালাম ! ততক্ষনে খেলা শুরু হয়ে গেছে ! ভারত আগে ব্যাটিং করছে !
বলিং করছে কে জানে ?
মাশরাফি মনে হয় ! হুম ! মাশরাফিই তো মনে হয় ! এই ভদ্রলোকের বলিং আমার বেশ পছন্দ ।
আমিও খেলা দেখা শুরু করলাম !
১ ওভার ১ বল !
রান সংখ্যা ৭ !
হুম ! বলে বলেই তো রান !
পুরো স্টেডিয়াম ভর্তি সব আমাদের দেশীও পোলাপাইন ! টাইগারদের উৎসাহ দিচ্ছে ! দেখতেই ভাল লাগে !
মাশরাফি পরের বল টা করলো ! ব্যাটসম্যানের ব্যাটের কোনায় লেগে অফ লেগ সাইডে চলে গেল বল ! একটা রান ।
আমি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে একটু অবাক হলাম !
রান দেখাচ্ছে ৯ !
কেন ?
৭ রান ছিল !
৮ রান হওয়ার কথা !
আমি ঠিক বুঝলাম না ! টেকনিক্যাল কোন ভুল ? নাকি আগেই ৮ রান ছিল ? আমি ঠিক মত দেখি নি ! আমি আবার মন দিয়ে খেলা দেখতে শুরু করলাম !
কিন্তু পরের বলটার বেলাতেও ঠিক একই কাজ হল ! বিরাট কলি মনে ব্যাটিং এ ! ঠিক মত চিনিও না ! এক রান নিল ! ৯ থেকে ১০ হওয়ার কথা ! কিন্তু হল ১১ মানে কি ?
আমি বললাম
-শুভ্র ?
-জি ভাই ?
-স্কোরটা কি ঠিক আছে ?
শুভ্র আমার দিকে খানিকটা হাসি নিয়ে তাকালো ! আমি খেলার অনেক খবরই জানি না ! খোজ খবরও কম রাখি । কিন্তু দৌড়ে এপাশ থেকে ওপাশে গেলে এক রান হয় এবং সেটাতে ৯ থেকে ১০ এ যাবে এটা তো না বোঝার কিছু নেই !
শুভ্র বলল
-ভাই আপনি দেখি কিছুই জানেন না !
-কি জানি না ?
-আরে দেখছেন না ভারত খেলতে এসেছে বাংলাদেশে !
-তো ?
-জানেন না ভারতের জন্য নতুন নিয়ম হয়েছে !
-নতুন নিয়ম মানে কি ? কি রকম ?
শুভ্র একটু চুপ করে কি যেন ভাবলো ! তারপর বলল
-শুনের ভারত যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে খেলতে যাবে তখন এই নিয়ম লাঘু হবে !
-সেই নিয়ম টা কি ?
-এই আর কি ভারতের ব্যাটিং কালে যদি কোন ব্যাটস ম্যান এক রান নেয় তাহলে সেটা দুই রান যোগ হবে দুই হলে চার ! চার হলে আট !
-আর ছয় হলে ?
-সেটা নিয়ে কিছু হয় নি ! ওরা জানে ওরা ছয় মারতে পারবে না ! তাই ওটা ছয়ই আছে !
-মানে কি ! এটার কোন মানে হল ! আর ?
-আর প্রতিটা ডট বলের জন্য এক রান করে !
আমার মুখ হা হয়ে গেল ! কয় কি !
আচ্ছা এই জন্য এক ওভার এক বলে ৭ রান ছিল ! ওরা এক রানও নিতে পারে নি ! ৭ টাই ডট বল ছিল !
আমার মনে আছে আমি যখন ছোট বেলায় ক্রিকেট খেলতাম তখনকার কথা ! আমার বড় ভাই সব সময় বেশ ভাল ক্রিকেট খেলত ! তাই আমি তার সাথে খেলতে চাইতাম না ! তখন আমার ভাই আমাকে বলতো যে তুই যদি একরান নিতে পারিস তাহলে তোর দুই রান হবে ! চার মারতে পারলে আট রান ! খুশি !
আর প্রথমবার আউট হলে সেটা আউট হবে না !
দেখতে দেখতে বিরাট কলির স্ট্যাম্প উড়ে গেল !
কিন্তু অবাক হয়ে দেখলাম বিরাট কলি মাঠ না ছেড়ে স্ট্যাম্পটা ঠিক করে আবার ব্যাটিং করা শুরু করে দিল ! আর আম্পায়ার ওয়ারলেসে কি যেন একটা কথা বলছেন ! এদিকে বলার মাশরাফিও দেখলাম বল নিয়ে নতুন করে বল করার প্রস্তুতি নিচ্ছেন ! এমন একটা ভাব যেন স্ট্যাম্প উড়ে যাওয়া কোন ব্যাপার না !
মানে কি ?
শুভ্র আমার দিকে তাকিয়ে বলল
-ও ! আরেকটা নিয়ম সেটা হল প্রথম চার জন ব্যাটস ম্যানকে দুইবার করে আউট করতে হবে !
আমার মুখ হা হয়ে গেল !
এই টা নিয়ম !
-কি করবো ভাই বলেন ! ইন্ডিয়া জানেন তো খুব শক্তশালী (!!) এবং সম্মানী (!!) টিম নামে পরিচিত । এই শক্তিশালী ভাব নিয়ে যদি আমাদের সাথে হেরে যায় তাহলে তাদের মান সম্মান টা কোথায় যায় বলেন ! তাই তাদের জয় যেন নিশ্চিত হয় এই জন্য এই নিয়ম বানানো !
দুরও এই খেলা দেখবো না !
এই কথা বলতে বলতে দেখলাম বিরাট কলির স্ট্যাম্প আবারও উড়ে গেল !
যাহ ! শ্লা !
এই বার বেটা সত্যি আউট ! যা বেটা দুরে গিয়া মুড়ি খা !
আমি আবারও বসে পড়ি !
টাইগারদের এই ছাগল গুলোরে এমনিতেই হারাতে পারবে ! হেহেহে !!
ওভার শেষ হলে আমি রান্না ঘর থেকে পিয়াজ কেটে নিয়ে এলাম ! ঘরে মুড়ি আর চানাচুর ছিল ! বিরাট কলি সাজ ঘরে গিয়ে মুড়ি খাক আমি এখানে ঝাল পিয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি খাই আর দাদাদের খেলা দেখি !!
বিঃদ্রঃ এই ছোট্ট গল্প কেবল মজা নেওয়ার জন্য লেখা । যদি এই লেখা পড়ে আপনার মনে বিন্দু মাত্র রাগের উদ্ভব হয় তাহলে বুঝতে হবে আপনি একজন টুটটুট !!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১