-তুমি কে ?
-আমি ব্লগার তানভীর !
আমার নামের সাথে ব্লগার কথাটা শুনে ইমরান সাহেব একটু যেন থতমত খেলে গেলেন ! আসলে এখন ব্লগারদের সবাই একটু অন্য চোখে দেখে ! শয়ং ব্লগাররাও দেখে !
ব্লগার বলে কথা ! যারা শাহবাগ আন্দোলনের সুচনা করেছিল !
ব্লগার ইমরান সাহেব আমার দিকে তাকিয়ে বলল
-ও আচ্ছা ! ব্লগার ! ভাল ! তা দুপুরে খেয়েছ কিছু ?
-জি না ! খাই নাই !
-আরে আগে কিছু খাওয়া দাওয়া কর ! শ্লোগান দিতে দিতে মুখ একদম সুকাইয়া গেছে !
তারপর কাকে যেন বলল
-এই কে আসিস ! একটা বিরানীর প্যাকেট নিয়ে আয় তো !
একজন ছুটে এল বিরানীর প্যাকেট নিয়ে ! ব্লগার সাহেব আমার দিকে বিরানীর প্যাকেট দিয়ে বলল
-কিছু বলবা নাকি ?
-আজকের কর্মসুচি কি ভাই ?
-কেন শুনো নাই ? আজকে শহীদ দের উদ্দেশ্য বেলুন উড়ানো হবে !
-তাতে কি লাভ !
আমার কথা মনে হয় কিছু বুঝতে পারলেন না ! তিনি বললেন
-আর তাতে শহীদ দের কাছে চিঠিত থাকবে !
-প্রেম প্রত্র ? নাকি উপরে কেমন আছে কিভাবে আছেন তারা এই কথা জানতে চেয়ে চিঠি ?
-আরে এসব কি বল ! শুন আমার আরো অনেক কাজ আছে ! আজ দুইটা টিভিতে আমার ইন্টারভিউ আছে ! একটা টকশো আছে ! দুই জায়গায় আবার ভাষন দিতে হবে ! সাথে আবার বেলুনও উড়াইতে হবে ! আমি অনেক কাজ ! আমি অনেক ব্যস্ত !!
-আর আসল কাজ টা ?
-আসল কাজ ? সেইটা আবার কি ?
-কাদের মোল্লার ফাঁসি !
-হবে ! সরকার তো বলেছে আগামী সপ্তাহে আপিল করা হবে ?
-আগামী সপ্তাহ ? আগামী কাল কেন নয় ? এই সপ্তাহে আরো তিনটা কর্ম দিবস রয়েছে এই তিনটা দিন কেন নষ্ট করবে !
-দেখো এইটা সরকারে হাতে ! আমাদের কি করার আছে ?
-আমাদের কি করার আছে !! আমাদের কি করার আছে ? আসলেই তো আমাদের করার আছে ? আমাদের করার আছে কেবল দিনের পর দিন এই খানে বইসা বইসা শ্লোগান দেওয়া ! রোদ বৃষ্টি মাথায় নিয়েও রাজপথ না ছাড়া ! আমাদের করার আছে মোমবাতি জ্বালানো আর সেই মোমবাতির ছবি ফেসবুকে আপলোড করা ! আমারদের করার আছে চুপচাপ দাড়িয়ে থাকা ! সেই ছবিও আপলোড করা ফেসবুকে ! আমাদের করার আছে বইসা বইসা বিরানী খাওয়া ! এতো গুলো মাননুষ কত দুরদুরান্ত থেকে এসেছে তাদের দিকে একটুই না তাকিয়ে কেবল নিজের কথা ভেবে সমানে নিজে রাজনৈতিক ক্যারিয়ার দিকে তাকায়ে চুপচাপ নেতা দের ভ্যাড়ামী করা ! আমাদের করার আছে টিভিতে টিভিতে ইন্টার ভিউ দেওয়া, টক শো তে জ্বালামী কথা বলা ! আমাদের করার আছে বেলুন উৎসব করা ! কদিন পরে আর কি করবেন ? পিঠা উৎসব ! ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিস্কুট দৌড় প্রতিযোগিতা রাখলে কেমন হয় ? আমার কি মনে হয়, জানেন সব থেকে ভাল হয় কে রাজাকার আর কে রাজাকার না এই থিম নিয়ে একটা আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা রাখলে কেমন হয় ? মেয়েদের বালিশ খেলাও রাখলেও কিন্ত মন্দ হয় না ? কি বলেন ভাই ?
-আরে তুমি তো ভাল ভাল আইডিয়া দিয়েছো ? দাড়াও একটু চিন্তা করি ! এখন আমি একটু যাই ! আমাকে আবার টিভিতে টশোতে যেতে হবে ! ভাল থেকো কেমন ? আর তোমার কথা আমার মাথায় মাথা আছে ঠিক আছে !
টাটা !!
ব্লগার সাহেব চলে গেলেন !! আমি দাড়িয়ে রইলাম ! আমার মত হাজারও মানুষ দাড়িয়ে রইলো ! একটা কেবল দাবি নিয়ে দাড়িয়ে ছিলাম ! জানি না তা পূরন হবে কি না !!
বিঃদ্রঃ উপরের কথোপকথোন সম্পুর্ন কাল্পনিক ! জীবিত মৃত কিংবা অর্ধমৃত কারো সাথে কোন প্রকার মিল নাই !!