প্রত্যেকটা মানুষের আলাদা একটি জগৎ থাকে ! তার নিজের কল্পনার জগৎ ! যখন সেই আলাদা কল্পনার জগৎ থেকে তার আসল জগৎ টা সম্পর্ন বিপরীত হয় তখনই সমস্যার শুরু হয় ! হয় সে পুরোপুরি বাস্তব কেন্দ্রিক হয়ে পরে অথবা বলা চলে যন্ত্র মানব হয়ে যায় ! আবার অথবা একদম হয়ে যায় কল্প বিলাসী !
আমি এখনও দুটোর একটাও হইনি কেন ঠিক বুঝতে পারছি না ! আমার দুটো জগৎ একেবারে দু প্রন্তে অবস্থিত ! একটার সাথে অন্যটার কোন মিলই নাই !
মানুষের বস্তব জীবনটা কত সুন্দর আমার জানা নাই কিন্তু আমার কাছে আমার বাস্তব জীবনের চেয়ে আমার ভার্চুয়াল জীবনটা অনেক বেশি সুন্দর ! বলতে গেলে একেবারে স্বপ্নের মত !
কারন হিসাবে বলা যায় আমার এই ভার্চুয়াল জীবনটা আমার কল্পনা গুলো প্রকাশের সব থেকে অন্যতম মাধ্যম ! আমি আমার সব কল্পনা গুলো এই ভার্চুয়াল মাধমেই প্রকাশ করি ! সত্যি কথা বলতে কি আমার জীবনে কল্পনা ছাড়া আর কিছু নাই !
একদম ফাঁকা !
কল্পনা গুলোই আমার বেঁকার অন্যতম মাধ্যম ! সে হিসাবে আমার একেবারে কল্প বিলাসী হওয়া উঠিৎ ছিল ! কিন্তু আমি পুরোপুরি এখনও সেটা হয়ে যাই নি । হয়ে যাই নি মনে হয় আমার ভার্চুয়াল জীবনের কিছু অসম্ভব সুন্দর মনের কিছু মানুষের কারনে ! যাদের বসবাস আমার কল্পনা তথা আমার ভার্চুয়াল জীবনে হলেও তারা যেন আমার কাছে পুরোপুরি বাস্তব জীবনের অংশ !
তবুও বাস্তবতার বিবর্নে আমি থাকতে চাই না ! বাস্তবের কিছুর উপরেই আমার নিয়ন্ত্রন নেই ! সেখানে কিছুই আমি পাই না মন মত !
এই জন্য আমার মনে হয় বাস্তব জীবনটাতে না থেকে আমি যদি সারাটা জীবন এই কল্পনার জগতে থাকতে পারতাম, আমার পৃথিবীটা আমি আমার নিজের মত করে সাজাতে পারতাম !
কিন্তু আমি ভাল করে জানি এটা সম্ভব না ! কোন দিনই না ! আমার কল্পনার জীবনে আমি থাকতে পারি না ! কেউ পারে না ! বেরসিক বাস্তব জীবনে আমাকে বারবার ফেরৎ আসতেই হয়েছে ! এবং আসতে হয় !
কিন্তু যখন আমি এই ভার্চুয়াল জীবনটাতে আসি আমার মনে হয় আমি যেন আমার কল্পনার জগৎ টাতেই আছি ! মাঝে মাঝে মনে হয় এই ভার্চুয়াল জীবন হয়তো আমার কল্পনার জগৎ থেকেও সুন্দর ! আমার কল্পনার জগতে আমি সব সময় আমি একাই থেকেছি ! একা একা আমি আমার পৃথিবী সাজিয়েছি । অন্য কোন বাস্তব জীবনের মানুষকে কোনদিন প্রবেশ করতে দেই নি ! কিন্তু এখানে অনেকের বিবরন ! এই জন্য হয়তো এটা এতো বেশি সুন্দর ! আজ এই রকম কিছু মানুষের কথাই আমি লিখবো ! এটা আমার ৩০০ তম পোষ্ট কিছুটা তো স্পেশাল ! তাই এই স্পেশাল পোষ্টে আমার কিছু পছন্দের ভার্চুয়াল ব্যক্তির কথা বলি !
আর একটু ভাল করে বলি । আমি আসলে পড়তে খুব পছন্দ করি ! ক্লাসের বই না গল্পের বই ! আমি যখন কোন লেখকের বই পড়তাম তখন ভাবতাম এই লোক গুলো কেমন অসাধারন কল্পনা শক্তির অধিকারী ! কি চমৎকার ভাবে তাদের মনের কথা গুলো মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে ! আমার মনে হত তারা মনে হয় অন্য জগতের লোক জন ! আমি হয়তো কোনদিন তাদের দেখা পাবো না ! কিন্তু সামুতে এসে আমি এই রকম অনেক লেখকের দেখা পেলাম ! আর সব থেকে ভাল তখন লাগে যখন দেখি আমি যাদের লেখা পছন্দ করি তারা আমার ব্লগে কমান্ট করছে ! বলছে আমার লেখা ভাল হয়েছে !
আমার কল্পনার মানুষগুলো মনে হয় তখন যেন আমার এই ভার্চুয়াল জগতে ধরা দেয় ! তখন যেন জগৎ টা আরো বেশি সুন্দর মনে হয় ! আজ এমন কিছু পছন্দের ব্লগার দের নাম দেই যারা আমার অনুসারী লিষ্টে আছে ! যাদের লেখা আমি নিয়মিত পড়ি ! আর মনে মনে আশা করি যেন এরা আমার ব্লগে আসুক আর গলা ছেড়ে কমান্ট করুক !!
লিষ্ট:
১. পরী আপু !
যারা আমার ব্লগে নিয়মিত আসেন তারা মনে হয় এটা স্বাভাবিক ভাবেই আশা করেছিলেন ! আর কারো নাম থাকুক বা না থাকুক পরী আপুর নামটাতো থাকবেই ! তবে আজকে পরী আপু কে নিয়ে কিছু লিখবো না ! কারন আপুকে নিয়ে কিছু লিখতে গেলে আর অন্য কারো নামই নেওয়া হবে না ! কেবল আপুর কথাই লিখতে হবে ! আজকে অনেকের কথা লিখি !!
কেবল এই টুকুই বলি আপুর কারনে আমার এই ভার্চুয়াল জগৎটা আরো বেশি সুন্দর আর আরও বেশি মায়াময় হয়ে গেছে !!
২. রুমানা ইসলাম হিমি !
আমি গল্প লিখতাম অনেক আগে থেকেই । কিন্তু গল্প গুলো ছিল অসমাপ্ত ! একটু লিখেই যেন আর লিখতে ইচ্ছা হত না ! ব্লগে আমার প্রথম লেখা গল্পটার পেছনে এই আপুটা হাত আছে ! হিমি আপুটার লেখা গল্প পড়েই ! আমার মনে হয় আমি যদি হিমি আপুর লেখা না পড়তাম সেদিন, হয়তো ব্লগে আমার গল্প লেখার ইচ্ছাই জাগতো না !
৩. ইমন জুবায়ের !
আমি সারা জীবন গল্পের খুব ভক্ত ! আর এই ভাইয়াটির আছে অসাধারন গল্প লেখার হাত ! এই কথাটা আমি একা না আপনারা সবাই এক বাক্যেই মেনে নিবেন ! তবে ভুত আর রোমাঞ্চ গল্পের দিকে আমার ঝোক খুব বেশি ! আমি এই কথা বুকে হাত দিয়ে বলতাম আগে যে দেশে আর বিদেশের যত ভুতের গল্পকার আছে তাদের সবার লেখাই আমার পড়া হয়ে গেছে । কথাটা অনেকাংশে সত্যও ছিল । কিন্তু ইমন ভায়ের ব্লগে এসে আমার ভুল ভেঙ্গে গেল ! আমার জন্য যেন নতুন একটা দরজা উন্মোচন হল !
প্রতিদিন রাতে ইমন ভায়ের একটা গল্প প্রিন্ট করি তারপর শুয়ে শুয়ে পড়ি !
আহা!! জীবন বড় মধুর মনে হয় !
কিন্তু দুঃখের বিষয় হল ইমন ভাই কখনও আমার ব্লগে আসেন না ! আমার লেখা পড়া তো দুরে থাকুক !!
৪. পৃথিলা আফনান !
একদিন বৃষ্টিতে বিকেলে... এই গল্পটা আমার অনেক বেশি প্রিয় ! আমার প্রথম দিকে লেখা একটা গল্প ! এই পছন্দের গল্পটা আমি লিখেছিলা পৃথিলা আপুর গল্পটা পড়েই ! আপুর অন্যান্য গল্প গুলোও খুব সুন্দর ! কিন্তু দুঃখের বিষয় আপু লেখেন না ! কোথায় গেছেন কে জানে ? ব্লগেও আর আসেন না !
৫. নিথর শ্রাবন শিহাব !
আমি আগেই বলেছি ভুতের গল্প আমি খুব পছন্দ করি ! খুব বেশি ! শিহাব ভাইয়ের গল্প আমি ফেসবুকে আগে পড়তাম ! ব্লগে প্রথম পড়ি অমিয়েত্রা উপন্যাস টি ! কি অসাধারন লেখা !!
৬. নষ্ট কবি !
এই হল আমার আর এক জন ভুতুরে গল্প লেখক ! ভুত আর থ্রিলার লিখতে ইনার জুড়ি নাই ।
৭. সরলতা !
নামের মতই সরলতা আপুর লেখার ধরনটা খুব সরল ! আপুর প্রথম গল্পটা পড়ে ছিলাম মেয়েটি রোল ছিল আনলাকি থার্টিন ! গল্পটা পড়ার পর কত দিন যে বুকের ভিতর একটা চাপা কষ্ট লেগেছিল বলে বোঝাতে পারবো না ! তারপর আস্তে আস্তে আপুর সব লেখা আমি পড়ে ফেলেছি !
৮. ফারিয়া !
আপুটা অনেক কম লেখে, সময় পায় না হয়তো ! লেখার ধরন টা অনেক সহজ ! আপুর আমার ব্লগে যখন মন্তব্য করে খুব ভাল লাগে !
৯. মাহী ফ্লোরা !
মাহী আপু কি কঠিন কঠিন কবিতা লিখে ! আমি কিছু বুঝতে পারি না ! তবে আপুর লেখা গল্প গুলো খুব সুন্দর হয় ! মন ছুয়ে যাওয়ার মত !!
মাহী আপুর মন্তব্যও গুলোও খুব পছন্দ আমার !
১০. রিয়েল ডোমেন !
রিক ভাইয়ের গল্প মানে রোমান্টিকতায় ভরপুর ! আমি এই কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি আমার লেখা পছন্দ করে থাকেন তাহলে রিক ভাইয়ার লেখা ১০০ গুন বেশি পছন্দ করবেন ! আর রিক ভাইয়ের লেখা পছন্দ করার আর একটা কারন হল আমি ঠিক যে ভাবে চিন্তা করি রিক ভাইয়ের লেখার ধরনটাও ঠিক একই রকম !
১১. rudlefuz !
ইনসমনিয়াক নামক একটা গল্প পড়েছিলাম ! গল্পটা পড়ে আমি কি পড়িমান শক খেয়েছি বলতে পারবো না ! আসিফ ভাইয়ের গল্পের চিন্তা ভাবনা সবার থেকে আলাদা ! আলাদা একটা স্বাদ পাওয়া যায় !
১২. ইসরা০০৭ !
ইসরা আপু ছোট ছোট গল্প লিখে কি চমৎকার করে ! একবার পড়লে মনে হয় আরো কয়েকবার পড়ি !
১৩. টুকিঝা !
টুকিঝা আপুও ঠিক তাই ! গল্প লেখার ধরনটা আমার খুব বেশি পছন্দ !
১৪. আকাশচুরি !
তারিক ভাইয়ের প্রথম গল্পটা আমি পড়েছিলাম "এটা একটা ভুতের গল্পও হতে পারতো" ! কি চমৎকার একটা গল্প ! আমার খুব ইচ্ছা এই গল্পটার মত একটা গল্প লিখবো ! ভাইয়ার কাছ থেকে অনুমুতি নিয়ে রেখেছি ! এখন কেবল সময়ের ব্যাপার !
১৫. কালা মনের ধলা মানুষ !
আমি মুভি রিভিউ খুব একটা পড়ি না । কিন্তু ধলা ভাইয়ের মুভি রিভিউ গুলো আসলেই চমৎকার হয় ! ভাইয়া যখন আমার ব্লগে এসে মন্তব্য করেন সত্যি খুব খুব ভাল লাগে !
১৬. নোমান নমি
রম্য লেখা নমি ভাইয়ের কোন জুড়ি নাই !! আসলেই জুড়ি নাই ! মাঝে মাঝে মন হয় যদি নোমান ভাইয়ের মত লেখার কনসেপ্ট আসতো মাথায় ! কিন্তু হায় !! সবাইকে দিয়ে তো আর সব কিছু হয় না !
১৭. নোবেল বিজয়ী টিপু !
জানি ইনি আর কোনদিন লিখবেন না তবুও কেন জনি অনুসারী লিষ্ট থেকে টিপু ভাইয়ের নামটা রিমুভ করি নাই !
এই নাম গুলো হল আমার অনুসারী লিষ্টে যারা আছে ! আমি যাদের লেখা নিয়মিত পড়ি । কিন্তু দুঃখের বিষয় হল ১৭ জনের বেশির ভাগই ব্লগে আসা ছেড়ে দিয়েছেন !! দুতিনজন কেবল লিখেন নিয়মিত !
ভার্চুয়াল জীবনটার আরো কিছু কাছের মানুষ আমার হয়েছে ! সবার নাম হয়তো লেওয়া যাবে না কিন্তু কিছু নাম না নিলেই না !
১. রোমান সৈনিক !
আমার মনে হয় আমার এই ভার্চুয়াল জগতে সবার থেকে বেশি কথা হয় মোশারফ ভাইয়ের সাথে ! প্রতিদিন ! এনার মত মজার আর আন্তরিক মানুষ আমি কমই দেখেছি ! আর সব থেকে বড় কথা আমার ভার্চুয়াল জগতে যে চমৎকার পরিবেশ আর আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে সে জন্য মোশারফ ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ ! ইনি আমাকে তার ছোটা ভায়ের মতই আদর করেন ! যখন আমার ভার্চুয়াল জগৎটা ভেঙ্গে পড়তে শুরু করেছিল যে কয়জন মানুষ আমার পাশে দাড়িয়েছিল মোশারফ ভাই তাদের মধ্যে অন্যতম !
২. একজন আরমান !
আমার সব লেখা আরমান পড়ে । ভাল হোক আর খারাপ হোক সে সব সময় বলবে খুব ভাল হয়েছে !! হাহাহাহাহা !!
আরমান অনেক সুন্দর কবিতা লিখে
৩. রাশান শাহরিয়ার নিপুন !
আমার প্রত্যেকটা পোষ্টে নিপুনের মন্তব্য থাকতো ! কিন্তু কিছুদিন আগে নিপুনের মডেম ভাইঙ্গা গেছে বিধায় সে আর আসতে পারতাছে না ! আমার নিপুনের একটা জিনিস সব থেকে ভাল লাগে সেইটা হল ওর সেন্স অব হিউমার ! আর আমার ভার্চুয়াল জগতে সবার আগে নিপুনের সাথেই আমার পার্সনালী যোগাযোগ হয় !
এই তো গেল আমার ভার্চুয়াল জগতের পছন্দের মানুষ গুলোর কথা ! আমি জানি আমার লেখা অল্প কিছু ব্লগার নিয়মিত পড়ে ! আমার ইচ্ছা ছিল তাদের সবার নাম লিখবো কিন্তু দেখা গেল কারো নাম বাদ চলে গেল, তখন ? আমি চাই না আমার একজন পাঠকও কমে যাক ! তাই কারো নাম লিখলাম না ! আমি আমার সব পাঠক কে সত্যি অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই ! তাদের সুন্দর সুন্দর মন্তব্যের জন্যই আমি লেখার অনুপ্রেরণা পাই !
এটা আমার ৩০০তম পোষ্ট ! আরো কত কথা বলার ছিল ! কিন্তু পোষ্ট এমনিতেই বড় হয়ে যাচ্ছে ! এতো বড় পোষ্ট দিয়ে আমার অভ্যাস নাই ! সবাই ভাল থাকবেন ! আর দোয়া করবেন যেন আমি ৩০০০তম পোষ্ট যেন দিতে পারি !!
ব্লগ পরিসংখ্যান