নিশি গাড়ির দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই ডাকটা শুনতে পেল ! মুখে একচিলতে হাসি দেখা দিল !
গাড়ির দরজাটা আবার বন্ধ করে দিয়ে ঘুরে দাড়াল !
অপু আসছে ! মুখে যেন একটু তাড়াহুড়া আর অস্বস্থির ছাপ ! ছেলেটার আচরন দেখে নিশির মজাই লাগে !
নিশি খুব ভাল করেই জানে অপু ওকে অসম্ভব পছন্দ করে ! কিন্তু এমন লাজুক ছেলেটা কিছুই বলতে চাই না । তবে ইদানিং অপু টুকটাক কথা বলে ওর সাথে !
কথা বলার সময় অপুর চেহারায় অস্বস্থি আর ভাল লাগার একটা সংমিশ্রন লেগে থাকে ! চেহারাটায় কেমন একটা উজ্জলতা থাকে আনন্দের ! নিশির এটা দেখটে ভাল লাগে !
অপু কাছে চলে এসেছে ততক্ষনে ! নিশিকে বলল
-বাসায় যাচ্ছ ?
এই কথা টুকু বলতেই যেন অপুর ঘাম ছোটার মত অবস্থা ! নিশি আপনে মনে হেসে উঠে ! অপু আবার বলল
-হাসছ?
নিশি আর একটু হেসে বলল
-এমনি হাসছি ! একটা কথা মনে পড়ে গেল তো তাই ! কি যেন বললে ?
-বাসায় যাচ্ছ ?
-হুম ! বাসায় যাচ্ছি ! কিছু বলবা ?
অপু কিছুক্ষন চুপ করে রইলো !! তারপর বলল
-না ! ঠিক আছে ! কিছু না ।
-বল । সমস্যা নাই ।
-না ঠিক আছে ! তুমি বাসায় যাও । কাল কথা হবে !
নিশির মনটা একটু যেন খারাপ হল । মনে মনে বলল
এতো কি তোমার সংকোচ ! বলে ফেললেই তো হল ! ছেলেটা এমন লাজুক কেন ! এমন লাজুক হলে কি চলে ?
নিশি বলল
-তুমি সিওর ?
-হ্যা ! সমস্যা নাই !
নিশি আরও কিছুক্ষন অপেক্ষ করে । যদিও খুব ভাল করেই জানে কোন লাভ নাই । অপু আর কিছু বলবে না ! এমন কেন করে ছেলেটা ! একটু বললে কি হয় !!
নিশি আবার গাড়ির দরজাটা খুলল । ভিতরে বসার আগে বলল
-তোমাকে কোথাও পৌছে দিব ?
অপু একটু হেসে বলল
-না ! আমি এখানেই থাকি ! ৫ মিনিটের পথ !
নিশি বলতে চাইলো ৫ মিনিটের পথই আমার সাথে না হয় চল ! কিন্তু বলতে পারলো না ! অপু যেমন সব কথা বলতে পারে না নিশিও তেমনি বলাতে পারে না ! কোথায় যেন একটা সংকোচ কাজ করে !
নিশি গাড়ির ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয় ! গাড়ি চলতে শুরু করলে নিশির মনের ভিতর একটা অচেনা অনুভুতি দেখা দেয় ! ঠিক অচেনা না !
নিশি পেছনে ফিরে তাকিয়ে দেখল অপু দাড়িয়ে আছে । ওর দিকে তাকিয়ে !
হাত নাড়ল !
নিশি নিজেও হাত নাড়ল !
আবার সেই অনুভুতি ! প্রতিবার যখন অপু ওর দিকে এভাবে তাকিয়ে থাকে যখন নিশি অপুকে রেখে চলে আসে এমন টা লাগে !
নিশি নিজেও অপু কে অনেক পছন্দ করে কিন্তু এমন টা হওয়ার মানে কি ?
তাহলে কি কেবল পছন্দ হবার ভিতরই সীমাবদ্ধ নাই !
অপুকে কি ভালবাসতে শুরু করেছে ?
কে জানে ?
আচ্ছা অপুরও কি এমনটা মনে হয় ?
এই প্রশ্নের উত্তর জানা নাই নিশির । তবে আজকে নিশির মনটা যেন আর একটু খারাপ হল !
অপু কিছু একটা বলতে চেয়েছিল । কিন্তু বলে নি ?
কি বলতে চেয়েছিল ছেলেটা ?
নিশি আবার পেছন ফিরে চাইল ! এইতো ছেলেটা এখনও তাকিয়ে আছে !
মুখটা কেমন বিষন্ন ?
নিশির মনটা আবার একটয় অস্থির হয় !
কেন এই বিষন্নতা ?
নিশি ওর কাছ থেকে চলে যাচ্ছে এই জন্য ?
নাকি কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারল না এই জন্য ?
নাকি দুটোই ?
নিশির ভাল লাগে না ।
ইচ্ছা হয় গাড়ি ঘুড়িয়ে অপুর কাছে গিয়ে আবার জিজ্ঞেস করে কারন টা ?
কি বলতে চেয়েছিলে অপু ?
অপু হয়তো বলতে চাইবে না !
নিশি তখন অপুর কলার চেপে ধরে বলবে
বল বি নাকি ?
কলার চেয়ে ???
হাহাহাহা !! নিশি আপন মনেই হেসে ওঠে ! এমন করতে পারলে ভাল হত ! অপুর চেহারা দেখার মত হত !
নিশি আবার পিছন ফিরে তাকিয়ে দেখল ! অনেকটা দুরে চলে এসেছে ! তবুও অপু কে দেখা যাচ্ছে !
ঐ যে কালো রংয়ের টিশার্ট আর ঘিয়ে রংয়ের প্যান্ট পরে ছেলেটা দাড়িয়ে আছে । এখনও এদিকে তাকিয়ে !!
নিশির মনটা আর একটু খারাপ হয় ! আজ সারা দিন ওর মন খারাপ থাকবে ! বার বার কেবল ঐ একই কথা মনে হতে থাকবে !
অপু কি বলতে চেয়েছিল !!
অপু কি বলতে চেয়েছিল !!
আবার তাকাতে যাবে ঠিক তখনই নিশির ফোন বেজে উঠল !
অপুর এখন নিজের উপর প্রচন্ড রাগ লাগছে ! সকাল থেকে কেবল একটা লাইন ও প্রক্যাটিস করেছে !
একটা মাত্র লাইন ! বলাটা কি খুব কঠিন ছিল ?
নিশি বসুন্ধরায় একটা নতুন মুভি এসছে ! দেখতে যাবে ?
ব্যাস !!
এতো সিম্পল একটা কথা !
বললে কি হত ?
নিশি যেত হয়তো যেত না !
এখানেই তো শেষ ! এতো সংকোচ কিসের !
মাঝে মাঝে নিজের উপর এমন রাগ লাগে ! এম তো না যে নিশি ব্যাপারটা অপছন্দ করছে ! অপু খুব ভাল করেই বুঝতে পারে নিশি নিজেও পছন্দ করে । ওর মুখ দেখলেই বোঝা যায় ! বলে ফেললেই হত !
সুমন শুনলে নিশ্চই রাগ করবে ! অপু নিশ্চিত যখন জানবে যে অপু বলতে পারে নি সুমন বলবে তুই তো একটা গাধা ! তোর দ্বারা প্রেম হবে না ! তুই এক কাজ কর প্রেম বাদ দিয়ে ছাগল চড়িয়ে বেরা ! ছাগল না গাধা চড়িয়ে চেড়া ! একই গোত্রের লোক পাশা পাশি থাকা ভাল !
অপু নিশির চলে যওয়ার দিকে তাকিয়েই থাকে ! কেন জানি বুকের মধ্যে একটা কষ্ট লাগে ! একটা অনুভুতি ! অচেনা অনুভুতি !
প্রতিবার যখন নিশি ওর কাছ থেকে দুরে চলে যায় প্রতিবারই এমনটা মনে হয় ! তবুও এই অনুভুতির কোন ব্যাখ্যা ও খুজে পায় না ! এমন কেন হয় ??
কেন হয় ?
নিশির গাড়িটা চোখের আড়ালে চলে গেছে ! আর তাকিয়ে থেকে লাভ নেই ! চলে যাওয়াই ভাল ! কিন্তু অপুর যেতে ইচ্ছা করে না !
আজকে ও কত কিছু ভেবে রেখেছিল !
নিশি কে নিয়ে মুভি দেখত যাবে ! মুভির টিকিক পর্যন্ত কেটে রেখেছিল ! বুক পকেটে এখনও রাখা আছে !
মুভি দেখার সময় অপু নিশির জন্য পপকর্ন কিনে আনবে ! দুইটা প্যাকেট কিনবে না !
একটা কিনবে !
একটা থেকেই দুজন পপকর্ন খাবে ! তারপর যখন দুজন একসাথে পপকর্ন নিতে যাবে নিশির হাতের সাথে ওর হাতের ছোয়া লাগবে !
আর কত কিছু ভেবেছিল । কিন্তু কিছুই হল না !
অপু ফোন রের করল । টিউশনীতে ফোন করতে হবে । এমনু এমনি কামাই করার কোন মানে হয় না । আজ মুভিতে যাবে বলে কাল ছুটি নিয়েছিল ! কিন্তু এখন আর কোন কমানে নেই !
ওপাস থেকে যখন অপু ছাত্র ফোনটা রিসিভ করলো ঠিক তখনই কেউ একজন পিছন থেকে অপুর কাধে হাত রাখল !
অপু ছাত্র তখন বলে ফেলেছে
-হ্যালো স্যার !
অপু পিছনে ঘুরেই একটা ধাক্কার মত খেল !
নিশি দাড়িয়ে !
নিশি ?
কেন ?
কিভাবে ?
নিশির মুখটা খানিকটা বিরক্তিতে ভরা ! নিশি বলল
-তুমি আসলেই একটা গাধা !
-মানে ?
-মানে বুঝ না ? সুমন আসলে ঠিক বলেছে !
-সুমন ?
অপুর ছাত্র তখনও লাইনে ! বলল
-স্যার আমি সুমন না স্যার ! আমি সামস ! কিছু বলবেন স্যার ?
-না ঠিক আছে ।তুমি রাখো !
অপু ফোন রেখে নিশির দিকে তাকাল ! ওর মাথায় কিছু ঢুকছে না । নিশি এখানে কেন? আর ওকে গাধাই বা কেন বলছে ?
নিশির এবার খানিকটা অভিমানের সুরে বলল
-মুভি দেখতে যাবে ? এই সিম্পল কথাটাও কি বলা যায় না ! এদিকে টিকিট রেখেছ আমার সাথে মুভি দেখবে বলে আর আমাকে বলতেই পারলে না ?
যদি সুমন আমাকে ফোন না করতো ! তাহলে ?
অপু কিছু বলল না । চুপ করে রইলো !
নিশি আবার বলল
-কি এখনও চুপ করে থাকবে ?
অপু হাসলো !
-না না ! চুপ করে থাকবো কেন ! চল !
-No You have to ask first !
-আরে তুমি তো জানই ! তাহলে কেন ?
-না বললে যাবো না !
অপু একটা লম্বা নিঃশ্বাস নিল । মনে মনে বলল আজ না হলে আর কোন দিন না ! আজকে এসপাড় কি ওসপাড় !
-নিশি !
-শুনছি !
-আমার সাথে মুভি দেখতে যাবে ?
নিশি একট হেসে বলল
-আমি এইটা শুনতে চাই নি ?
-তাহলে ?
-চিন্তা কর !
অপু একটু চিন্তায় পরে গেল ! নিশি আবার বলল
-আচ্ছা ঠিক আছে ! আগে চল আমরা মুভি দেখে আসি ! তুমি চিন্তা করতে থাকো ! কেমন ?
-আচ্ছা !
নিশি বলল
-গাড়ি থাক ! রিক্সা নেই ! রিক্সায় চড়ে মজা আছে ! কি বল?
অপু মনটা আরও একটু ভাল হয়ে গেল ! এই মেয়েটা একদম ওর মনে কথাটাই বলেছে !
একটু হেসে বলল
-আচ্ছা !
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩২