দেখতে শুনতে ভালই ! বেশ স্মার্ট ও মনে হচ্ছে ! মেয়েটিকে কেন জানি একটু চেনা চেনা মনে হল ! :!> :#>
মেয়েটি কে কি আমি চিনি ?
আমি আগে লক্ষ্য করিনি তবে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে !
আশ্চার্য ব্যাপার ? /
মেয়েটা মনে আমার পাড়াতেই থাকে ? তবে কোন দিন কথা হয়নি এটা নিশ্চিত ! আবার সামনা সামনি কথাও হয় নি এটাও নিশ্চিত !
তাহলে ?
মেয়েটা আমাকে দেখে হাসছে কেন ?
তাহলে কি ?
ও মাই গড !! :!> :#>
আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল । তখন ক্লাস সিক্সে পড়ি মনে হয় ! আমাদের স্কুলে আবার শার্ট ইন করে যাওয়ার নিয়ম ছিল ! আমিও সেদিন ইন করেই গেছিলাম । কিন্তু স্কুলে ঢুকা রপর থেকেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে !
আমিও হাসি !
তারাও হাসি !
কি বা বড় কিংবা ছোট সবাই হাসে ! আর মেয়েরা তো আরো হাসে !
ক্লাসে ঢুকার পর আমার ক্লাসের মেয়েরা হাসতে হাসতে গড়াগড়া খাওয়ার অবস্থা !!
আমি কিছুই বুঝি না !
হঠাৎ আমার এক বন্ধু এসে আমাকে বলে "দোষ্ট তোর পোষ্ট অফিস খোলা"
আমি আর যাই কই ? :#> :#> :#>
আমি আসলেই এবার কনফিউজড হয়ে গেলাম ! আমার আজ ........
নাআআআআআ
কিন্তু তা কি করে হয় ??
আমি তো ......।
আমি আজ লং শার্ট পরেছি ! সমসয়া হবার কথা না !
কিন্তু কনফিশন দুর হল না !
বলা যায় না ! তা না হলে মেয়েটা হাসবে কেন ?
এমন একটা অপরিচিত ছেলেকে দেখে কেউ এমনি এমনি হাসে ??
আমি একটু দেওয়ালের দিকে ঘুরে দাড়ালাম !
চেক করে দেকলাম !!
কই নাতো ! ! পোষ্ট অফিসতো বন্ধই !!
তাহলে ?
মেয়েটা হাসলো কেন ?
মানলাম আমি দেখতে অনন্ত জলিলের মত হ্যান্ডসাম না ! কিন্তু আমার চেহারা একেবারে হাস্যকর নিশ্চই না ! আর আমি চেহারার প্রতি যত্নও নেই ! তাহলে মেয়েটা হাসলো কেন ?
মেয়েটা যখন রিক্সায় উঠে পড়ল রিক্সার পেছন দিক দিয়ে আবারও আমার দিকে তাকাল ! এখনও হাসছে মেয়েটা !!
আমি সত্যিই খানিটা দ্বিধায় পরে গেলাম !
এতো দিন হয়ে গেল ঢাকায় এসেছি ! কিন্তু এমনটা তো কোনদিন হয় নি !
বাসায় এসে আয়নায় নিজের চেহারাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম বার বার !
নাহ !
কোন পরিবর্তন মনে তো হল না ?
কেবল মুখে একটু খোচা খোচা দাড়ি !
আর তো কিছু না !
তাহলে ? :-&
মেয়েটা হাসলো কেন ?
মেয়েটার সাথে বিকেল বেলা আবার দেখা হল ! আমি টিউশনীর জন্য গেট থেকে বেরিয়েছি ঠিক তখনই দেখি মেয়েটা রিক্সা নিয়ে যআসছে ? কোথাও গিয়েছিল নিশ্চই !
আমার সাথে চোখা চোখি হতেই দেখলাম মেয়েটা হাসছে !!
নাহ !
কি হল ?
এই মেয়েটা হাসে ক্যান ?
আচ্ছা আমার চেহার কি এতো হাস্যকর !!
আম্মু !!!!
ঠিক করলাম আর বাইরেই যাবো না !
আজ এই মেয়েটা হাসতে কাল আরো কত মেয়ে হাসবে !
একদিন দেখা যাবে আমি বের হলেই সবাই হো হো করে হাসছে !!
না না !!
এটা হতে পারে না !
এভাবে চলল আরো একসপ্তাহ ! মেয়েটার সাথে আমার আরো কয়েকবার দেখা হয়েছে ! প্রতিবারই একই কেস !
সেই হাসি !!
বার বার এই মেয়েটার হাসি দেখি আর নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলি !!
কয়েকজন কে জিজ্ঞেসও করলাম !
কিন্তু কেউ তো কিছু বলল না !
পারলারে গিয়ে একবার ফেসিয়ালও করে এলাম !
কিন্তু কোন ফল হল না !
মেয়েটার সাথে দেখা হলেই হাসি !
নাহ !! এভাবে আর চলতে দেওয়া যায় না ! মেয়েটার সাথে এবার কথা বলতে হবে ! জানতে হবে সে কেন হাসে ?
মেয়েটা আমি যে বিল্ডিংয়ে থাকি ঠিক তারপর পরের বিল্ডিংয়ে থাকে ! কেবল কেবল গলির পিছন দিকে ! আমাদের বাড়িরও পিছনের দিকে !
মেয়েটা বোধহয় কোথাও প্রাইভেট পড়তে যায় ! প্রতিদিন প্রায় একই সময়ে বাসায় আসে ! আমি আজ দাড়িয়েই ছিলাম !
মেয়েটা রিক্সায় করে এল ! যথারীতি আমার দিকে তাকিয়ে হাসলো !
আমি পিছন পিছন পিছন গিয়ে হাজির হলাম । মেয়েটা রিক্সা ভাড়া দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকবে তখন আমি ডাক দিলাম
-একটু শোন !
মেয়েটি দাড়াল !
আমার দিকে ঘুরে দাড়াল ! মুখে কেমন একটা দিষ্টামির হাসি !
-কিছু বলবেন ভাইয়া ?
-আসলে .........।
-বলেন !
-একটা কথা জানতে চাচ্ছিলাম !
-বলেব !
আমি একটু চুপ করলাম ! কি করে বলব? বলব যে তুমি আমার দিকে তাকিয়ে হাস কেন ? এটা হাস্য কর শোনাবে না ?
শোনাক !!
আমি বললাম
-তুমি ....তুমি আমাকে দেখে তাকিয়ে এরকম হাসো কেন ? আমার চেহারা কি খুব হাস্যকর ?
মেয়েটি আমার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন ! তারপর ফিক করে হেসে দিল ! বলল
-আমি ভেবেছিলাম আপনি বোকা ! তবে এতোটা গাধা জানতাম না ! একটা মেয়ে কেন আপনার দিকে তাকিয়ে হাসে এটা বোঝেন না ? ঘাস খান নাকি ?
মেয়েটা আর দাড়াল না ! আবারও একটা হাসি দিয়ে চলে গেল ভিতরে !
আগে তো কেবল হাস্যকর চেহারা নিয়ে চিন্তায় ছিলাম ! এখনতো আরও একটা চেনশন যোগ হল !
আচ্ছা কখন একটা মেয়ে একটা ছেলেকে দেখে হাসে ?
কেন হাসবে ?
আর আমাকে গাধা কেন বলে গেল ?
আমি কি গাধা নাকি ??
চিন্তার বিষয় !!!
একদিন সত্যি সত্যি চকলেট কিনতে গিয়ে এরকম একটা পরিস্থিতিতে পরেছিলাম ! মেয়েটা সেদিন কেন যে আমাকে দেখে হেসেছিল কে জানে ? এখনও সে প্রশ্নের উত্তর আমি জানি না !!