মেয়েটাকে আজকে দেখে খানিকটা চমকে উঠলাম । আজ একেবারেই অন্য রকম লাগছে মেয়েটাকে । সেদিনের সাথে যেন আজ কোন মিলই নাই ।
বিশেষ করে পোষাকে এতো পরিনর্তন । ঠিক হজম করতে পারছি না ।
সেদিন মেয়েটি কি চমৎকার সেলোয়ার কামিজ পরেছিল । হলুদ আর নীল রংয়ের জিপছি ।
মেয়েটাকে দেখতে কি চমৎকারই না লাগছিল !!
আর আজ টাইট ব্লু জিনসের সাথে টাইট সাদা টিশার্ট !! চোখে রোদ চশমা । অবশ্য আজকেও সুন্দরই লাগছে । তবে সেদিন বেশি সুন্দর লাগছিম ।
মেয়েটার নাম আমি ঠিক জানি না । কেবল জানি যে আমি যেখানে থাকি তার পাশের বিল্ডিংয়ে থাকে !
সব সময়ই দেখি মেয়েটাকে ! কিন্তু এমন হট পোষাকে এর আগে দেখিনি ।
এরকম মেয়েদের থেকে আমি একটু দুরেই থাকি । বেশি স্মার্ট মেয়ের প্রতি আমার আবার এলার্জি আছে । আমি একটু দুরে দুরেই থাকি । এদের সাথে কথা বলাটা ঠিক নিরাপদ মনে করি না আমি ।
ঐদিন অবশ্য মেয়েটাকে আমি চমকে দিয়েছিলাম ।
কি করবো ঐদিনকে মেয়েটাকে আসলেই আমার খুব ভাল লেগেছিল । চেহারায় কেমন একটা কোমল কোমল আর মোলায়েম ভাব ছিল । মনে হচ্ছিল যে এর সাথে কথা বলাটা নিরাপদ । মেয়েটা রাগ করবে না অথবা বিরক্ত হবে না ।
ঐদিন সকাল বেলা হোটেল নাস্তা খেয়ে ফিরছিলাম । বাড়ির কাছাকছি আসতেই মেয়েটাকে দেখলাম । এর আগেও দেখছি কিন্তু আজ কেন জানি কথা বলতে ইচ্ছা হল ।
আমি এগিয়ে গেলাম মেয়েটার দিকে । আমার এমনিতে চকলেট খাওয়ার শখ । ঐ দিনও হাতে চকলেট ছিল । সরাসরি মেয়েটার সামনে গিয়ে একটা চকলেট এগিয়ে দিলাম ।
মেয়েটা খনিকটা চমকে উঠল । কিন্তু সামলে নিল পরক্ষনে
চোখে জিজ্ঞাসা নিয়ে আমার দিকে তাকিয়ে রইল ।
আমি বললাম
-বোম না ! চকলেট ! নিন !
মেয়েটা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল । আমি আবার বললাম
-আরে আমি ছেলেধরা না যে চকলেট খাইয়ে আপনাকে অজ্ঞান করে ফেলবো । তাপপর আপনাকে কিডন্যাপ করে আপনার বাবা কাছ থেকে টাকা দাবী করবো । এটা একটা চকলেট । দারুন টেষ্ট! খেয়ে দেখেন !!
-আপনি কে ?
-যাক কিছু তো বললেন !! আমি আপনার পাশের বিল্ডিংয়ে থাকি । নিন প্লিজ নিন !!
মেয়েটা চকলেট টা নিল । আমার আরো কিছু বলার ইচ্ছা ছিল । কিন্তু আমি আর দাড়ালাম না । কেবল থেঙ্কিউ দিয়ে হাটা দিলাম ।
আমি খুব ভাল করেই জানি মেয়েটা আমার দিকেই তাকিয়ে আছে ! আর আমার কথাই ভাবছে !! পেছন দিকে একবার তাকানোর ইচ্ছে ছিল কিন্তু তাকালাম না । থাকুক কিছু কৌতুহল ।
কিন্তু আজকে মেয়েটা এড়িয়ে যেতে চাইলাম । জিনস পরা মেয়ে দের থেকে আমি একটু দুরে দুরে থাকি । কিন্তু আজ মেয়েটা আমাকেই ডাক দিল । তাও আবার আমার আমার নাম ধরে !!
-অপু সাহেব !!
আমি সত্যি অবাক না হয়ে পারলাম না । আমি মেয়েটার নাম জানি না । কিন্তু মেয়টা আমার নাম জানলো কিভাবে ??
আমি এগিয়ে গেলাম ।
-কেমন আছেন ?
-ভাল ।
-আজকে চকলেট দিবেন না ?
আজকে মেয়েটা মধ্যে কেমন একটা কনফিডেন্স আছে । ঐদিন ছিল না । আমি খুব ভাল করে জানি এই রকম পোষাক পরলেই মেয়েদের এটিটিউড পরিবর্তন হয়ে যায় ।
আমার পকেটে চকলেট ছিল । আমি বের করে দিলাম ।
মেয়েটা আমার সামনেই চকলেট টা খুলে মুখে দিল ।
ওহ!! কি ভঙ্গি !!
-আপনার চকলেট টা অনেক স্বাধের । ঐদিন ধন্যবাদ দেওয়া হয় নি ।
আজ কে দিলাম । থেঙ্কিউ ।
-ওয়েল কাম !!
-আচ্ছা আপনি কি সবাই কে চকলেট দিয়ে বেড়ান ?? নাকি শুধু মেয়েদের ?
আমমি বুঝতেই পারছিলাম এই মেয়েটা এখন আমাকে আক্রমন করবে ! আরো কত কিছু বলবে কে জানে !!
এখানে থাকাটা খুব বেশু নিরাপদ না । আমি বললাম
-আমার একটা কাজ আছে । আমি আপনার সাথে পরে কথা বলি ?
-হ্যা বলেন । সমস্যা নাই ! তবে একটা কথা ..
-বলুন ।
-এবার থেকে যতবার আামর সামনে আসবেন আমাকে চকলেট খাওয়াবেন । মনে থাকে যেন !
-আচ্ছা !
আমি আর দাড়ালাম না । কি বলবে কে জানে !! আমি জানি ঐদিনের শোধ মেয়েটা আমার কাছ থেকে নেবেই ! আগে জানলে তো খাওয়াতাম না ।
আমার কথাঃ এইটা কোন গল্প না । আমার পাশের বিল্ডিংয়ে আসলেই এমন একটা মেয়ে থাকে । মাঝে মাঝে মেয়েটার সাথে দেখা হয় । সব সময় মেয়েটাকে সেলয়ার কামিজেই দেখি । কিন্তু ঐদিন মেয়েটাকে জিনস আর টিশার্টে দেখে চমকে গেছিলাম । তাই আমার পাশের বিল্ডিংয়ের মেয়েটাকে উৎসর্গ করে এই লেখাটা লিখলাম । আর মনে করুন পিকচারটা তারই
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন
কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....
আমির হোসেন আমুকে দেখা একদিন....
২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন
=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=
বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন
বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি
আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।
সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন