নিশি আমার উপর রাগ করেছে । রাগ করে কথা বলছে না ।
বিকেল বেলা অল্প একটা বিষয় নিয়ে রাগ করে আছে । আমি মনে মনে হাসছি । আমি খুব ভাল করেই জানি নিশি আমার উপর খুব বেশিক্ষন রাগ করে থালতে পারবে না । খুব বেশি হলে কয়েক ঘন্টা । এর বেশি ওকে রাগ করে থাকতে দেখি নি ।
একবার কি হয়েছে দুপুর বেলা আমার সাথে ঝগড়া করে বাড়ির বাইরে চলে গেল । বলে গেল আর ফিরবো না ।
আমি আটকানোর চেষ্টা করলাম না । মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত নিশির দৌড় আমার শ্বশুর বাড়ি পর্যন্ত মানে ওর বাবার বাড়ি পর্যন্ত । এই কয়েকটা গলি পরেই আমার শ্বশুর বাড়ি । আমি ধরেই নিলাম যে ও ঐ বাড়িতেই যাবে ।
আধা ঘন্টা পর ওর ফোন এল
-কি খবর সোনা পাখি ?
-কোথায় তুমি?
-বাসায় আবার কোথায় !! তুমি বাসা ছেড়ে চলে গেছ কাউকে না কাউ কে বাসায় তো থাকতে হবে !
-হুম বুঝলাম । একটু নিউমারকেটের দিকে আসো !!
-কেন ??
-আমি টাকা আনতে ভুলে গেছি । সিএনজির ভাড়া দিতে পারছি না ।
আমি হেসে ফেললাম । বললাম
-সিএনজি নিয়ে আবার চলে আসো । বাসার সামনে আসো ।
-না । আমি আসবো না । তুমি আসবে । আমি রাগ করেছি । আমার রাগ ভাঙ্গাবে তারপর আমি যাবো !
আমি সত্যি খুব মজা পেলাম নিশির ছেলেমানষী দেখে !
যখন নিউ মার্কেটে গেলাম দেখলাম নিশি ফুটপাতের উপর বসে আছে । আমি সিএনজি য়ালা কে ভাড়া দিয়ে দিলাম । তারপর গিয়ে বসলাম নিশির পাশে । ওর রাগ ভাঙ্গাতে হবে । হাসি আসছিল । হাসি চাপাতে চাপাতে বললাম
-কি করলে তোমার রাগ ভাঙ্গবে বল?
-গান গাও একটা ।
নিশি কেমন যেন গাল ফোলাল । নিশির এই গাল ফোলানো টা আমার খুব পছন্দ । কেমন একটা মিষ্টি মিষ্টি কিউট বাবুর মত লাগে । এই সময় ওর লাগে একটা চুম দিতে খুব মজা !! :!> :!> :!> :!> আর আিমি জানি চুম খেলেই ওর রাগ পরে যাবে । কিন্তু পাবলিক প্লেসে কাজটা করি কিভাবে ?
বললাম
-চল সোনাপাখি । এখন কত লোক রয়েছে । মানুষ জন কি বলবে ? বাসায় চল । যা করতে বলবা তাই করবো !
- না এখনই !
-পাখি একটু বিঝার চেষ্টা কর । এতো মনুষ জন রয়েছে । কি বলবে বল ? বলবে ছেলে মেয়ে দুটো কি করছে রাস্তার মধ্যে !! তখন শুনতে কি ভাল লাগবে বল ?
আমাদের কথা ডেশ কয়েক জন শুনছিল পাশে দাড়িয়ে । মজা দেখছিল । দেখলাম এক বৃদ্ধা এগিয়ে এল । নিশি কে বলল
-স্বামীর উপর রাগ করে থাকতে নেই । বাসায় চলে যাও মা ! !
এই কথায় কাজ হল । নিশি বাসায় চলে এল । তারপর কি হল নাই বা শুনলেন
রাতে খাওয়ার সময়ও কথা বলল না । কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছিল যে ও খনিকটা অস্থির হয়র গেছে কথা বলার জন্য । আমি সুযোগ দিচ্ছি না বলে ও কথা বলতে পারছে না । আমি মনে মনে হাসলাম । খুব ভাল করে জানি আর বেশিক্ষন ও থাকতে ই পারবে না ।
সব থেকে বড় কথা হল ঘুমানোর সময় আসছে । যত রাগই হোক ঘুমানোর সময় ও আমার সাথে রাগ করে থাকতে পারে না । আমাকে জড়িয়ে না ধরলে ওর ঘুমই আসে না । কথাটা আমার জন্যও সত্য । কেন জানি যতক্ষন নিশিকে জড়িয়ে ধরি ঘুম কিছুতেই আসে না ।
একবার ও শ্বশুর বাড়ি গেছে । আমি যাই নি । অফিসের কাজ নিয়ে খানিকটা ব্যস্ত ছিলাম । রাতে যখন ঘুমাতে গেলাম, দেখি কেবল এপাস ওপাস করি । ঘুম আর কিছুতেই আসে না । একবার মনে হল নিশিকে ফোন দেই । তারপর মনে হল থাক ও হয়তো ঘুমাচ্ছে । ঠিক তখনই নিশির ফোন এসে হাজির । ফোন করেই বলল
-তুমি এখনই আসো আমাদের বাসায় !
-এতো রাতে ?
-হুম !! এখনই । এখনই !
-কোন সমস্যা হয়েছে নাকি ?
-জানি না । আসো । আসতে বলছি আসো !
মনটা খুশিই হল । রাত তখন প্রায় দুইটা । স্বশুর বাড়ি গিয়ে হাজির হলাম ।
নিশির বোন দরজা খুলে দিল । বললাম
-কি হয়েছে ?
-আপনাদের প্রেম দেখলে আর বাঁচি না । একজন কে ছাড়া আরেক জনের ঘুম ই আসে না । যান আপনার বউকে ঘুম পাড়িয়ে দিয়ে আসেন ।
দুজন দুদিকে শুয়ে আছি । এমন একটা ভাব যেন ঘুমাচ্ছি । একটু পর লক্ষ্য করলাম ও নড়াচড়া করছে । তারমানে ওর অসস্তি লাগা শুরু করেছে । আমি আসতে করে ওর হাত ধরলাম । ভেবেছিলাম হাত সরিয়ে দিবে !! দিল না । বললাম
-এখনকার মত রাগটা মুলতবি রাখ । কাল সকাল থেকে না হয় আবার রাগ কর । এখন একটু ঘুমাও !
নিশি এবার আমার দিকে পাশ ফিরল। দেকলাম আামর সোনা বউটার চোখে পানি । আমি পৃথিবীর সব কিছু দেখে হজম করে নিতে পারি কেবল কেন জানি নিশির চিখে পানি কিছুতেই সহ্য হয় না ।
সোনা বউয়ের চোখে পানি মুছিয়ে দিয়ে ওকে বুকের মধ্য জড়িয়ে ধরলাম । নিশি যেন আরো একটু ফুপিয়ে উঠল ।
এতোক্ষন কথা বলে নি । কষ্ট টুকু বাইরে বের তো হতে হবে !
আামর কথাঃ টিয়াপাখির সাথে সেদিন কথা বলছিলাম । ওকে বললাম
-দেখো যখন আমাদের ঝগড়া হবে আমরা কথা বলবো না তখ কিন্তু একটা কথা মনে রাখবে ।
- কি কথা ?
- দিনের বেলা যত যাই হোক না কেন রাতের বেলা আমাদের আমাদের মধ্যে কোন কোন মনমালিন্য থাকবে না । যেমন যুদ্ধ বিরতি হয় না আমরা তেমনি রাতের বেল ঝগরা বিরতি হবে । ঠিক আছে !
-আহা!!
-আহা বললে হবে না । শুনতে হবে ।
-কেন ??
-কারন রাতের বেলা তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসবে না ।
টিয়াপাখি হাসল কিছুক্ষন । বলল
-এখন কিভাবে আসে?
-আসে আর কই ?? তোমাকে ছাড়া কি ঘুম আসে ? কবে যে আমার বউ হবা ?? আর কবে যে..........
ড্রাফটে দুটো গল্প লিখে রেখেছি । কিন্তু কেন জানি এই লেখাটা পোষ্ট করতে ইচ্ছা হল । মুলত এটা কোন গল্প না । টিয়াপাখি কে নিয়ে আমার সুন্দর একটা কল্পনা । না জানি কল্পনাটা বাস্তবে রুপান্তরিত হবে কি না !!!
আমার বউ আমাকে ছাড়া রাতে ঘুমাতেই পারে না ! :!> :!> :#> :#>
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন
কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....
আমির হোসেন আমুকে দেখা একদিন....
২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন
=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=
বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন
বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি
আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।
সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন