ঝুম বৃষ্টি আর সমুদ্রের গর্জন।দুটোই আমার খুব পছন্দের । আর এই দুই প্রিয় জিনিসই চলছে এক সাথে । দুইয়ে মিলে অদ্ভুত এক সুরের সৃষ্টি করেছে। সমুদ্র পাড়ের দোকানীরা ছুটাছুটি শুরু করেছে, তাদের ভ্রাম্যমাণ দোকানের সামগ্রী রক্ষায়। আর আমার মতো সমুদ্র দেখতে আসা হাজারো দর্শনার্থীদের আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই বৃষ্টি। সে এক অসাধারণ অভিজ্ঞতা।
কিন্তু কিছুদিন আগেও... সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর আসতো। আর তুমি শুধু রাগ করতে, কিছুতেই আমাকে বৃষ্টিতে ভিজতে দিয়ে চাইতে না। অথচ এখন রোদ-বৃষ্টিতে আমার কিছুই হয় না। তোমাকে হারাবার পরও যখন বেঁচে আছি, তখন এগুলা আর কিই বা ক্ষতি করবে আমার ?!
তবুও এখনও স্বপ্ন দেখি, বৃষ্টিভরা সমুদ্রপাড়ে আমার হাত ধরে হাঁটছ তুমি ! আমাকে ভুলে গিয়ে সুখেই আছো, আমি কিভাবে ভুলি তোমায় বলতো ??! ভুলে যাওয়ার মন্ত্র কি শিখিয়ে দিতে পারবে আমায়?? প্রতি রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে একলা বসে কাঁদি।
ফিরে এসো। এখনও ভালবাসি তোমায়, হয়তো আগের থেকে আরও অনেক বেশি!!