বছরটা শুরু হয়েছিল বাবা বিহীন আমার প্রথম জন্মদিন দিয়ে। ওই দিন বাবার কথা অনেক মনে পড়ছিল। বাবার সেই লজ্জা লজ্জা কন্ঠে ফোন করে হ্যাপি বার্থডে বলা। আমার কি দরকার সেটা জিজ্ঞেস করা। খুব মিস করছিলাম এটুকুই মনে আছে।
সবাই বলে আমার নাকি বন্ধুভাগ্য অনেক ভালো। অনেকটা ছায়ার মত আগলে রাখে এরকম একজন বন্ধু পেয়েছি গতবছর। আমার জীবনের উল্লেখ করার মত খুব একটা আনন্দময় সময় কেটেছে তার সাথে। ইদানিং সে আমাকে ভুল বুঝছে। কেন ভুল বুঝছে আমি জানি, আমি যতই সবকিছু ঠিকঠাক করতে চাই সে ততই দূরে সরে যায়। আমি জানি সে আমার প্রতি বিরক্ত, কাউকে বিরক্ত করতে একদম মন সায় দেয় না।
মে মাসে একবার সিলেট গিয়েছিলাম। সাথে আমার ভার্সিটি জীবনের আমার রুমমেট, আমার সাহিত্য পার্টনার, আমার খুব কাছের একজন মানুষ, রনি। ছায়াবন্ধুটিও কোন কারনে সিলেট গিয়েছিল, দুটো দিন পুরো স্বপ্নের মত সময় কেটেছে। ভাবতেই অবাক লাগে আজ দুজনের কেউ আমার সাথে নেই, রনি অষ্ট্রেলিয়া, ছায়াবন্ধুটি নানা কারনে ব্যস্ত। আমার সাথে তার আর আগের মত যোগাযোগ করার সময়, সুযোগ, ইচ্ছে কোনটাই হয়ত হয় না। মেনে নিয়েছি। আমি মেনে নেয়াদের দলে।
আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং কাছের মানুষটার প্রথম জব পাওয়া, আমার মনে হচ্ছিল, আমি হয়ত আবার নতুন করে জব পেয়েছি। প্রথম যেদিন ও স্যালারি তুলল, আমার নিজের প্রথম স্যালারী তোলার দিনটার কথা মনে পড়ে গিয়েছিল। অতঃপর সেলিব্রেট, খাওয়া দাওয়া, আহ!
মানুষ কখনও তার বর্তমান নিয়ে সুখী হয়না, আমিও আমার জব নিয়ে হ্যাপী ছিলাম না, এই নেই , ওই নেই, হেন তেন কতকিছু। খুব করে চাইছিলাম জব টা চেঞ্জ করতে, কিভাবে কিভাবে যেন সুযোগ চলে এল, জবটা চেঞ্জ করে ফেললাম। এখনো পর্যন্ত অভিযোগ খুব একটা নেই, কিন্তু বুঝতে পারছি অভিযোগ গুলো দানা বাধঁছে। আমার পরিচিত এমন কিছু মানুষ আছে যারা অল্পতে খুব হ্যাপী। ওদের থেকে টেকনিক টা শিখতে হবে। খুব জরুরী হয়ে পড়েছে।
বছরের শেষ দিনের আগের দিনে আমার প্রিয় বন্ধুটির বাবা হারানো। দুপুর থেকেই হাসপাতালে ছিলাম, দুপুর থেকেই জানতাম কিছু করার নেই, শুধু তাকিয়ে দেখা। হলোও তাই। সন্ধ্যা ৬ টার দিকে মারা গেলেন উনি। কেন জানি ওইদিন আবার আমার নিজের বাবার কথা খুব মনে হচ্ছিল, কান্না আটকে রাখতে পারিনি।
যা লিখতে চেয়েছি সেটা একান্তই আমার ২০০৯ এর নিজস্ব কথা। এর সাথে কোনরকম কোন বিনোদনের ব্যাপার জড়িয়ে নেই। অবশ্য আমার কোন পোষ্টেই থাকে না। তবু স্বজন ব্লগার রা এসে খোঁজ নিয়ে যায়। এটাই বা কম কি। এই ব্লগে আসার আগে আমার ধারনাই ছিল না যে, কেউ কাউকে না দেখেও এরকম অকৃত্রিম স্বজনে পরিনত হতে পারে।জয়তু সামহোয়ার ইন ব্লগ বলতে পারছি না, সেক্ষেত্রে জয়তু ব্লগের স্বজনরা ...
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০