এশিয়া কাপ শেষ হওয়ার পরে জনপ্রিয়তার তুঙ্গে আমাদের জান সাকিব আল হাসান। এই সফলতায় জ্বলে-পুড়ে মরছিলো নাম্বার ওয়ান ছাকিব খান। তাই ক্রিকেট নিয়ে একটি সিনেমা বানিয়ে নিজেকে ও জনপ্রিয় করার সিদ্ধান্ত নিলো ছাকিব। গোপন সূত্রে খবর পেয়েই আমাদের Pagla Xclusive Reporter নিজস্ব Nokia 3310 HD (hide) ফোন নিয়ে ছুটে গেলেন ছাঁকিব খানের কাছে...
PXR: আমি পাগলা পেজ থেকে এসেছি। আপনার নতুন ক্রিকেট ফিল্মের ব্যাপারে কি জানতে। আপনি কি সাক্ষাৎকার দিতে রাজী আছেন ??
ছাঁ খাঃ আবার জিগায় !! কেউ তো আসেই না। আপনি এসেছেন এটা তো ভাগ্যের ব্যাপার।
PXR: তাহলে শুরু করা যাক।
ছাঁ খাঃ হুম।
PXR: কি নাম হবে ফিল্মের ??
ছাঁ খাঃ নাম এখনো ঠিক করা হয়নি। তবে “হিজড়ার হাতে ব্যাট” হওয়ার সম্ভাবনা আছে।
PXR: ফিল্ম টা কেমন হবে ?? মানে কাহিনী কেমন ?? আপনি কি শুরু থেকে ক্রিকেট খেলবেন ফিল্মে ??
ছাঁ খাঃ দেখুন ফিল্ম সব সময় ফিল্ম হয়। বাস্তবতা থেকে দূরে থাকে। কাহিনী সংক্ষেপ “” নায়ক ছাঁকিব খানের ভাই একজন ভালো ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতের এক ব্যাটসম্যানের ব্যাটের আঘাতে খেলতে অক্ষম। এই ব্যাপার নিয়ে পুরো ক্রিকেট বোর্ড, এমন কি পুরো জাতি হতাশ। কিভাবে খেলবে বাংলাদেশ। এমন একজন ব্রিলিয়ান্ট প্লেয়ার অসুস্থ। এমন সময় জাতিকে হতাশামুক্ত করতে ছাঁকিব খানের আভির্ভাব। মাত্র একমাস প্র্যাকটিস করে সে বিশ্বকাপে খেলবে। ছোট বেলায় ভালো ডাংগুলি খেলত ছাঁকিব [:p]
একে একে ১ম রাউন্ড, ২য় রাউন্ড, কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল খেলে ফাইনাল খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে পর পর ৩টি উইকেট নিয়ে ও সেঞ্চুরি করে দলকে জেতাবে। ব্যস হিট হইতে আর কি লাগে...
PXR: আচ্ছা নায়িকা মানে হিরুইন কি আপনার ষ্টক থেকে নিবেন ??
ছাঁ খাঃ নায়িকা সম্পূর্ণ নতুন হবে, নতুনদের কে ও সুযোগ দেয়ার প্রয়োজন আছে।
PXR: নায়িকার কাজ কি হবে একটু বলবেন ??
ছাঁ খাঃ নায়িকার তেমন কোন কাজ নেই। ক্রিকেট ফিল্মে নায়িকা লাগেনা। তবুও দর্শকদের কথা ভেবে রাখা আর কি । কাহিনী সংক্ষেপ “” ফাইনাল ম্যাচে যখন আমি চার ছক্কা মেরে স্টেডিয়াম গরম করবো তখন স্টেডিয়ামের এক কোনা থেকে হাতি সাইজের একটা মেয়েকে “মেরি মি ছাঁকিব” লেখা প্ল্যাকার্ড নিয়ে নাচতে দেখা যাবে। আর এই ব্যাপারটা আমি যখন অবসর হয়ে হাইলাইটস দেখবো তখন আমার চোখে পড়বে। জীবনে প্রথম একটা মেয়ের “মেরি মি ছাঁকিব” দেখে আনন্দে চোখ জ্বলজ্বল করবে। ঠিক তখনি অই মেয়েকে খুজে বের করে একটা আঁটার বস্তা মার্কা নাচ হবে [:p]
(গান এখনো ঠিক করা হয়নি) এর পরে আর কি. The end
PXR: ছবিটি মুক্তি পেলে দর্শক কেমন সাড়া দিবে বলে মনে করেন ??
ছাঁ খাঃ আমি পুরাই আত্মবিশ্বাসী। দর্শক এবার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসবে। বিশেষ করে পরিমল বাহিনী [:p]
PXR: আপনি তো আবার লিপিস্টিক ছাড়া চলতে পারেননা। এই ফিল্মে ও লিপিস্টিক ব্যবহার করবেন।
ছাঁ খাঃ লিপিস্টিক ছাড়া আমার আছে কি ? তবে আমার বিউটিশিয়ান কানিজ আলমাসের পরামর্শে আপাতত কিছুদিন গোলাপি,লাল রঙের লিপিস্টিকের বদলে একটু হালকা গুলো ব্যাবহার করছি।
PXR: শুনেছি আপনি পারসোনার নিয়মিত গ্রাহক। স্পা টিস্পা নেন নাকি ?
ছাঁ খাঃ (লজ্জিত হয়ে) কিছু ব্যাপার গোপন থাকা ভালো।
PXR: সম্প্রতি ফেবুকে দেখা যাচ্ছে পোলা পাইন আপনাকে নিয়ে অনেক পোস্ট দিচ্ছে। যেগুলো ৯৯% ই আপনার বিপক্ষে। তাদের সম্পর্কে কিছু বলবেন ??
ছাঁ খাঃ কি আর বলবো ভাই
যাদের ঘরে মা,বোন নেই একমাত্র তারাই পারে কোন “অবলা হিজড়ার” ইজ্জত নিয়ে টানা ছেড়া করতে। ক্রিকেট ফিল্ম শেষ হলেই আবার একটি নতুন ফিল্ম বানিয়ে তাদেরকে শিক্ষা দেবো।
PXR: নতুন ফিল্ম মানে ?? (আগ্রহের ইমো হইবে)
ছাঁ খাঃ “হিজড়া রা ও মানুষ” নামের একটা ফিল্ম হবে আর কি।
PXR: ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই ফিল্মের পরিচালক, প্রযোজক কারা ?
ছাঁ খাঃ ওটা এখন বলবো না। নিরাপত্তার ব্যাপার আছে। পাবলিকে যাইয়া ওদেরকে মাইর শুরু করবে।
PXR: দর্শকদের জন্য একটা লাইভ ছবি তোলার অনুমতি চাচ্ছি।
ছাঁ খাঃ প্লিজ এই কাজ করবেননা। অনেক দিন হল মেকাপ করা হয়না। মেকাপ ছাড়া ছবি দিলে মান-ইজ্জত কিছু থাকবে ??
PXR: আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম।
(( কাল্পনিক সাক্ষাৎকার। ফেসবুকের একটি পেজের জন্য লিখেছিলাম))