৮০% হিন্দি সিনেমা ও গানে ইংরেজির ব্যাবহার প্রমান করে যে ভারতীয়রা নিজেরায় তাদের মাতৃভাষাকে অবহেলা করছে। তাহলে আমরা কেন তাদের ভাষা শিখে, অন্যকে তাদের ভাষা শেখার আহ্বান জানিয়ে আমাদের গৌরবময় মাতৃভাষাকে অপমান করছি ?? আমাদের কি উচিৎ নয় হিন্দির পেছনে সময় নষ্ট না করে আমাদের ভাষাকে বেশি করে জানা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজিকে প্রাধান্য দেয়া। এই দুই ভাষা ই আমাদের কে দেশে বিদেশে সম্মানিত করতে পারবে।
----------------------------------------------------------------------------------
বন্ধুত্ব ভাষা শিখে হয়না। বন্ধুত্ব হতে চায় উন্মুক্ত হৃদয়। আকাশের মত উধারতা। যদি ভাষা শিখে বন্ধুত্ব হতো তাহলে (বোবা বধীর) যারা বলতে ও শুনতে পায়না তাদের কোন বন্ধু হতোনা। জীবজন্তুর তো হতোই না। আমরা তাদের ভাষা শিখে , তাদের সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে তাদের সাথে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছি। আর তারা আমাদের বোন ফেলানির লাশ সীমান্তে ঝুলাচ্ছে, ভাই হাবীবকে নগ্ন করে নির্যাতন করছে।
এটা কেমন বন্ধুত্ব ?? এটা কোন প্রেম-নীতি ??
জেগে উঠুন অন্তর থেকে.