সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারের মালিকা বেগম খালেদা জিয়া আজ রোডমার্চ করতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই রোডমার্চে ঢাকা থেকে প্রায় চার হাজার গাড়ির বহর এবং প্রায় দুই হাজার গাড়ি বিভিন্ন স্থান থেকে রোডমার্চে যুক্ত হবে। এবারের রোডমার্চে খরচ হচ্ছে কমপক্ষে ১০ কোটি টাকা। গাড়িভাড়া, সমাবেশে আগতদের আসা-যাওয়া, খাওয়ার খরচ, হোটেল ভাড়া, মঞ্চ, তোরণ ও ব্যানারের পেছনে এই খরচ হচ্ছে বলে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
>> এইবার আসুন মূল কাহিনীতে ?? দেশের মানুষের সম্পদ মেরে উনারা রোডমার্চ করেন। এই টাকা হয়তো গতবারের ক্ষমতায় থাকাকালীন মারা হয়েছে। না হয় আগামীবার জিতবে এই আশায় বিনিয়োগকারীদের কে মন্ত্রিত্ব দেয়ার লোভ দেখিয়ে ধার নিয়েছেন।
এই টাকায় উত্তর বঙ্গের শিতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা গেলে বুঝা যেতো উনি ও উনার দল বদলে গেছেন।
**গত নির্বাচনের আগে শেখ হাসিনা চট্টগ্রাম এসে বলেছিলেন " চট্টগ্রামের দায়িত্ব আমার নিজের কাঁধে নিলাম " (১০০০% মিছা কথা)।
এবার খালেদা জিয়া এসে কোথায় নিবেন চট্টগ্রামের দায়িত্ব ?? (সেটা দেখার অপেক্ষায় আছি)।
আমরা সাধারণ মানুষ। যার কারনে আমরা উনাদের মিথ্যাচারে বারবার হোঁচট খায়। আমরা ডিজিটাল বাংলা বা দেশ বাচাও মানুষ বাচাও এর কাঙ্গাল না। আমরা চায় শান্তি, দ্রব্যমুল্যের নিন্মগতি,মা বোনের ইজ্জতের নিশ্চয়তা, আমাদের জানমালের নিরাপত্তা। কিন্তু আমরা তা কখনই পাবনা। কারন আমরা রাজা না, আমরা রাজনীতি বুঝিনা। আমরা পেটের পূজারী। আমরা বুঝি পেটনীতি...