বিদেশে এসেছি জীবিকার টানে। অনেক লম্বা সময় ধরে ডিউটি করতে হয়। প্রতি ৪৮ ঘণ্টায় ২৬ ঘণ্টা ডিউটি। পেপার পড়া, টিভি দেখা, ব্লগ পড়া, এমন কি নিয়মিত বাড়ীতে ফোন করার ও সময় নাই।
এর আগেতো জানতাম না। গত দুই দিন থেকে জানলাম। নদীমাতৃক দেশ বাংলাদেশে আজকাল "তিতাস নদী"কে রেপ করে হত্যার আয়োজন শেষ। এখন মৃত্যুশয্যায় কাৎরাচ্ছে তিতাস। সেই সাথে তিতাস পাড়ের হাজার মানুষের হাঁয়-হুতাশে আকাশ-বাতাস ভারাক্রান্ত।
কি হচ্ছে ?? কেন হচ্ছে সেটা আমার মতো এই ব্লগ সাইটের সকল ব্লগার রা জানে। আর কতো ব্লগিং ?? এবার খন্তা-কোদাল আন্দোলনের প্রয়োজন !!
ভারতীয় নাটক সিনেমা দেখে, ভারতের পন্য ব্যাবহার করে, আজ আমাদের বুদ্ধিশক্তি লোপ পেয়েছে। তাই আমরা জেগে উঠা ভুলে গেছি। ভুলে গেছি কোন সময়ে কি করতে হয়।
কাদের জন্য অপেক্ষা করছি আমরা ?? ৫২এর ভাষা সৈনিক না ৭১এর মুক্তিযোদ্ধাদের জন্য ?? নদী বাঁচানোর জন্য আন্দোলন কিভাবে শুরু করতে হয় সেটা ও আজ আমাদের মাথায় আসছে না।
আমাদের মাথায় খুব সহজে আসে কিভাবে (পাঞ্জাবী, টুপি ও দাঁড়ী) পড়া মানুষদেরকে। তথাপী ইসলাম ধর্মকে অপদস্ত করার জন্য নিত্য নতুন গেমস বানানো যায়। (একুশে টিভিতে দেখলাম)।
কিভাবে (নাস্তিক/আস্তিকের) দলীল দিয়ে নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ির ব্লগিং করতে হয়। হিন্দি সিনেমার ডাইলগ নকল করে কিভাবে ফেসবুকে কৌতুক পোস্ট করে লাইক ভিক্ষা করতে হয়।
আমরা তো আজ ভুলে গেছি আমরা বাংলাদেশী। এতটুকু মনে আছে আমরা কেউ আওয়ামীলীগ, কেউ বিএনপি, কেউ জামাত।
দলে দলে বিভক্ত হয়ে ছোট্ট সোনার বাংলাকে হাজার হাজার পাথরের টুকরায় পরিণত করতে আমরা বদ্ধপরিকর।
ব্রাহ্মণবাড়িয়ার ভাই/বোনেরা জেগে উঠুন। খন্তা-কোদাল আন্দোলনের ডাক দিন। আমরা আছি আপনাদের সাথে। প্রথমে মিডিয়ায় প্রচারণা। তারপর মূল কর্মসূচী।
কুপীয়ে কেটে ফেলতে হবে তিতাস নদীর অবৈধ বাঁধ।
বাঁধা দিতে কে আসবে ?? এসে কি করবে ?? ৫২কে স্মরণ করলেই বুঝতে পারবেন।
ফেসবুক ইভেন্ট >> তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম !!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৮