আমার ইচ্ছে করে সারাটা দিন ,
পাগলা বাতাস খুঁজে বেড়াই,
সকাল বেলার রদ্রু মেখে,
ক্লাস পালিয়ে সমুদ্রে যাই!
তোর জন্য কি আনি বল,
তোর জন্য পাগলা বাতাস,
পাগলামিটা শিখলি না আর,
আমার সাথে সমুদ্রে যাস।
আমার ইচ্ছে করে তোর মত হই,
শান্ত যেন ঝিলের পানি,
মৌন হয়ে বসে থাকি,
একলা একলা আকাশ দেখি!
আমার লক্ষী হওয়া হয়ে ওঠে না,
ভাল্লাগে না এই শহরে,
ভাল্লাগে না পড়াশুনা,
ভাল্লাগে না এই আমারে!
আমার ইচ্ছে করে নিজের আকাশ বানাই,
লাল, নীল সব রঙ দিয়ে,
সেই আকাশে তুই ঘুড়ি উড়াস,
পাগলা বাতাস লাগিয়ে গায়ে।
আমার মন মানে না থাকতে ঘরে,
ইচ্ছে করে যাই পাহাড়ে,
রাত হলেও ফিরব না আর,
তুই নাহয় থাক ঘরে।
আমার ইচ্ছে করে ছুটে পালাই,
যেইখানে কোন ঘর-বাড়ি নাই।
পাগলামিটা শিখলি না আর।।
....................................