হঠাৎ একটা আইডিয়া আসল, তাই মনে হল লিখে ফেলি। পড়ে মানুষজন গালি দিবে কিনা কে জানে!
ব্যাপারটা হল এরকম-আমরা জানি আমাদের পৃথিবীতে ৪টা dimension কাজ করে- দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর সময়! এখন এমন যদি হয় আসলে dimension আছে অসংখ্য(nটা)। কিন্তু এই চারটা (দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর সময়)-র মান আছে আমাদের জগতে, অন্যগুলোর মান হলো শুণ্য (০)। তাই আমরা শুধু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর সময়কেই বুঝতে পারি।
তাহলে এমনও হতে পারে যে আমাদের পাশাপাশি আরো অজস্র জগৎ আছে যেগুলোতে অন্য dimension গুলোর মান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর সময়ের মান নেই,মান শুণ্য (০), তাই আমরা ঐ জগৎগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের জগৎের parallel সেই জগৎগুলোর ও অস্তিত্ব আছে।
আপনার কি মনে হয় এটা সম্ভব? জানাবেন।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৬