জ্যোৎস্না চাঁদের গায়ে একটু আদর,
ঘাসফুলে উঁকি দেয়া শিশিরের ভোর...।
একটু একটু ঘুম মাখা চোখ,
মামণির কাপেই চা খাওয়ার ঝোঁক..।
এইতো জীবন, এতই সরল।
কালকের কাকটি রেলিঙে বসে,
যদি তোমার দিকে তাকিয়ে হাসে,
লোকে পাগল তো ভাববেই,
তাতে কি যায় আসে?
তুমি গান গাও গেয়ে যাও,
কাকের সাথে!
তাতে কি যায় আসে?
মাঝরাতে কড়া নেড়ে সে যদি আসে,
তোমার আবদার পাগলামি ভালোবেসে,
কাক ভেবে তাকেও তাড়িয়ে দেবে?
নাকি ভালোবাসবে?
(তাতে কিছু যায় আসে।)
দুপুরের রোদটা একটু কড়া,
তার কাছে খোঁজো একটু ছায়া,
তবে ভালোবাসবে কেন না?
না....না না না..না...।
তুমি রাতের মেঘে দেখ চাঁদের পাশে,
তার মুখটা কি মেঘে লুকিয়ে আছে?
যদি দেখতে পাও...
তবে তাতেই হারাও।
এইতো জীবন,এতোই সরল।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৬