অপর বাস্তব টিমের পক্ষ থেকে সৃজন এই পোস্ট লিখছি।
স্ট্রিট মিটিং হলো অপর বাস্তবের (অপর বাস্তব বা অপরবাস্তব যেভাবেই লেখা হোক না কেন উহাতে অপরবাস্তব নামে ব্লগের কনটেন্ট নিয়ে প্রকাশিত বইকেই বোঝানো হয়, ইহা অপরবাস্তব টিমের পেটেন্ট করা একটা ব্রান্ড)।
ভেন্যু আজিজের লিটলম্যাগ পয়েন্ট।
অন্যমনস্ক শরৎ সহ অমি রহমান পিয়াল, মুজিব মেহদী, শওকত মাসুম, অন্ধকার, কৌশিক আহমেদ, রাসেল (......), সৃজন, হোসেইন, রাশেদুল হাফিজ, বাকীবিল্লাহ, অন্যআনন, যীশু, উদাসী স্বপ্ন, নওরীন সুলতানা সহ মোট ১৫ জনের থাকার কথা ছিল।
স্বশরীরে ছিলেন পনের জনের মধ্যে ৫ জন শরৎ, কৌশিক, রাসেল (........), বাকীবিল্লাহ, যীশু। অশরীরে ছিলেন পিয়াল ভাই, মুজিব ভাই, মাসুম ভাই, অন্ধকার, সৃজন, রাশেদুল হাফিজ অন্যআনন, উদাসী স্বপ্ন, নওরীন সুলতানা। ফোনে তাদের ফিডব্যাক জানানো ও নেয়া হয়েছে। একমাত্র হোসেইন ভাইয়ের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি বলে তিনি কোনভাবে মিটিংএ ছিলেন বলা যাচ্ছে না। এছাড়াও বাংলাদেশের বাইরে অবস্থানরত নাজিম উদদীন, মনের কথা, সাদিক মোহাম্মদ আলম ছিলেন না ভার্চুয়াল রিয়েলিটির কারণে।
আলোচ্য সূচী ও সিদ্ধান্ত
১. লেখা বাঁছাইঃ ১৪ ই জানুয়ারীর মধ্যে সংকলন সহযোগীরা লেখা বাঁছাই করে সংকলক অন্যমনস্ক শরৎ এর কাছে দেবে। এ জন্য সামহোয়ারের কনটেন্ট সমৃদ্ধ একটা সিডি শরৎ ইতিমধ্যে সংকলন সহযোগীদের বিতরণ করেছেন।
২. প্রুফ রিডিং একজন প্রফেশনাল প্রুফ রিডারকে সতের তারিখ পুরো কনটেন্ট দেয়া হবে।
৩. প্রেসঃ বিশ তারিখ মুদ্রণের জন্য দেয়া হবে।
৪. প্রকাশকঃ অপরবাস্তব ২০০৮ এর প্রকাশক থাকবে অপরবাস্তব টিম।
৫. পরিবেশকঃ সামহোয়ারকে পরিবেশক হবার জন্য অনুরোধ করা হবে।
৬. প্রচ্ছদঃ অপরবাস্তবের প্রচ্ছদ ইতোমধ্যে তৈরী হয়ে গেছে। প্রচ্ছদ বিষয়ে আপনাদের মতামতের জন্য শীঘ্রই সেটা ব্লগে উন্মোচন করা হবে।
স্ট্রিট মিটিং এ ব্লগার অনিশ্চিত ও ঝুমু উপস্থিত ছিলেন। সংকলন সহযোগী হিশেবে তারও কাজ করবেন বলে নিশ্চিত করেছেন।
অগত্যা শরৎ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশেষভাবে বাকীবিল্লাহ তার বাবার প্রচন্ড অসুস্থতার মধ্যেও সময় বের করে সভায় উপস্থিত হবার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।