গত বইমেলাতে যে অপরবাস্তব বের হয়েছিল তা ধারণ করে ছিল উল্লেখযোগ্য বিতর্ক, মন্তব্য। আজিজের কিংবদন্তী বুটিকের দোকানটি প্রকাশক রাশেদুল হাফিজের। বিভিন্ন দিকে তার বিচরণ। তবে প্রথম যে পরিচয় সেটা হচ্ছে, তিনি একজন ফিল্মমেকার। ঢাকা বিশ্ববিদ্যালয় শর্টফিল্মের সভাপতিও ছিলেন। রাশেদুল হাফিজের কিংবদন্তী মূলত তার নিজের ডিজাইনের ফতুয়া, গেঞ্জি আর মেয়েদের পোষাক বিক্রির প্রতিষ্ঠান। সেই রাশেদুল হাফিজ আর বাকী বিল্লাহ প্রধান উদ্যোক্তা অপরবাস্তব প্রকাশের জন্য। আমার সাথে যোগাযোগ করলো। তারপরে অনেক ইতিহাস। আমরা একটা সম্পাদনা প্যানেল তৈরী করে ব্লগের বইটি প্রকাশ করতে এগিয়ে যাই। অন্যমনস্ক শরৎ অপরবাস্তব নামটা কয়েন করেছিল। তারপরে বই বের হলো, রাশেদুল হাফিজ ধরাও খেলেন, মানে আমাদের সে বই তাদের খরচ উঠিয়ে নিয়ে আসে নি। যার জন্য এবার যখন অপরবাস্তব-২ প্রকাশ করার বিষয়ে আমি ও বাকীবিল্লাহ চিন্তা করতে শুরু করি, তখন ভুলেও আর রাশেদুল হাফিজকে জিজ্ঞেস করার চিন্তা করিনি। নেড়া কি বারবার বেলতলায় যায়? কিন্তু আমাদের উদ্যোগ দেখে রাশেদুল হাফিজ কষ্ট পেল। আর সেটা জেনে আমরা হলাম অবাক। এত সাহস এবারও করে কিভাবে!
এখন আমরা ভেবেছি, গতবারের মত নয়, এবার হবে পরিপূর্ণ বিনোদনে ঠাসা একটা বই। ইচ্ছে তো করে সমস্ত ব্লগারের একটা লেখা ছাপাতে, কিন্তু সে করতে গেলে তো মহাকাব্য হয়ে যাবে। সেজন্য যত বেশী থেকে বেশী ব্লগারের লেখা ছাপা যায় আমরা সে চেষ্টা করবো। গল্পমূলক গদ্য যেমন ভ্রমণকাহিনী, ছোটগল্প, অভিজ্ঞতা, আনন্দ, রম্য, কবিতায় ঠাসা থাকবে; লেখার সাথে মন্তব্য থাকবে না। গতবার ওটা এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে। তবে চমৎকার মন্তব্যগুলো বেছেবেছে আলাদা একটা লেখাও হবে।
এবার অপরবাস্তবের নাম অপরবাস্তব হবে না। কি হবে সেটা ব্লগারদেরই ঠিক করতে হবে। কোন কোন ব্লগারের লেখা নেয়া হবে সেটা এখন প্রধান আলোচনার বিষয়। নাম নিয়ে পড়ে ভাবলেও চলবে। আগে কাম। এবার সামহোয়ারের রেজিস্ট্রি করা যেকোন ব্লগারই তার লেখা বইটিতে ছাপার উপযুক্ত বিবেচিত হবেন। আপনি যেই হউন না কেন আপনাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনার অধিকার আমরা সংরক্ষণ করবো। তবে কথা ঐ একটাই লেখা হতে হবে মানসম্মত। কাজেই আপনাকে হয়তো একটু লেখাটা দেখেটেখে দিতে হবে।
কারা লিখতে পারবেন সেটা নিয়ে এই পোস্ট। তবে প্রথমে কিছু ইতিহাস বলে নিয়েছি কেবল নতুনদের জন্য। পুরাতনরা তো জানেনই সব। এরপরে আমরা আলোচনা করবো, লেখা কিভাবে বাছাই করা হবে, কারা সম্পাদক থাকবে, কারা আরো বিভিন্নভাবে সম্পৃক্ত হতে পারে সেবিষয়গুলো।
দ্রষ্টব্যঃ
১. এই ব্লগটি থেকে আমি কৌশিক আহমেদ লিখছি। এর পরে এই ব্লগ থেকে অন্যান্য সম্পাদকরাও লিখবে। তবে প্রতিটা পোস্টের শেষে কে লিখছে সেটা তিনি বলে যাবেন।
২. অপরবাস্তবের ইমেইল এড্রেস [email protected]। আপনি যদি অপরবাস্তবে মেইল করতে চান, তবে আমাদের পছন্দ আপনি আপনার জিমেইল একাউন্ট থেকে মেইল করুন। জিমেইল খুবই ভাল একটা সার্ভিস, ইয়াহুর চেয়ে হাজারগুন।