সাবাস বাংলাদেশ! সাবাস বাংলার দামাল ছেলেরা।
টেস্ট ম্যাচে প্রতিদ্বন্দিতাপূর্ণ লড়াইয়ের পরে ওয়ানডের শুরুটা যেভাবে করল বাংলাদেশ, এজন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়কে।
সোহাগ গাজীর লড়াকু বোলিং, মাশরাফির দারুন ভাবে ফিরে আসা, আব্দুর রাজ্জাকের ঘূর্ণি যাদু, আর ফিল্ডারদের দারুন ফিল্ডিংয়ের স্বাক্ষী হলো খুলনার আবু নাসের স্টেডিয়াম। আর ইতিহাস গড়ার এই দিনে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৯ রানে বেঁধে ফেলায় বোলিং ফিল্ডিং এর অবদান সবচেয়ে বেশী।
এরপর ব্যাটিং এ এসে তামিমের অর্ধশতক, নাইমের অপরাজিত অর্ধশতক এবং নাসির ও অনামুলের দৃঢ় ব্যাটিং সাত উইকেটে জয়ের আনন্দে ভাসাল সমগ্র জাতিকে।
আবার ও আন্তুরিক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যকে।
সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই বিসিবিকে, দীর্ঘদিন পরে অকাল প্রয়াত ক্রিকেটার মান্জারুল রানার প্রতি সম্মান প্রদর্শন করায়।