সামছা আকিদা আপু, শ্রাবন সন্ধ্যা আপু'র মত বড় বোনদের পেয়েছি, মজার মজার গান আর মুভির খবর দেয়া ব্লগার ভেবে ভেবে বলিকে পেয়েছি। রাজসোহান আর গুরুজীর মত ভাই পেয়েছি যারা পোংটামিতে মহা উস্তাদ। রাতমজুর এর মত ব্লগারদের পেয়েছি, পেয়েছি স্বপ্নকথককে।
জেরী, ভোরের তারা, অমাবশ্যার চাদ, মনপুরা, পল্লীবাউল, আমড়া কাঠের ভেপু এরাও লিখছে না তেমন। জেরি'বুর ন্যাকামী লেখা খুবই ভালো লাগে। চানাচুর মাঝে মধ্যে ডুমুরের ফুল এর মত দেখা দেয়, আউলা, কাঁকন, তামিম ইরফান, রাজামশাই, সাঝবাতির রুপকথা, সুলতানা শিরিন সাজি এরা ও কেন জানি হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে।
আমাদের পরিবারের অনেকেই সামুতে ব্লগিং করে থাকে, তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা সম্পর্কে জানার সুযোগ পেয়েছি সামুর কারনে। ল্যাঞ্জা ছাড়া বান্দর 'কাব্য' বেশ মজা করত কিন্তু ইদানিং বিবাহ সংক্রান্ত জটিলতায় পুলাডা একদম বখে গেছে, তাই মজা করা ও ভূলে গেছে।
নুশেরা আপু, বৃত্তবন্দি এদেরকে খুব মিস করি, ব্লগে এদের বর্তমানে দেখাই যায় না। অমি রহমান পিয়ালের তথ্যবহুল লেখা মিস করছি, মিস করছি মঞ্জুরুল ভাইকে। শওকত হোসেন মাসুম ভাই, বুলবুল আহমেদ পান্না, মিল্টন ভাই, শফিকুল ভাই এরা এক হিসাবে মব্লগের মরহুম হয়ে গেছেন। নীলদর্পণ ও মরহুমা হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। ব্লগার গোয়েবলস কাজের দোহাই দিয়ে ব্লগে অনুপস্থিত।
ব্লগে মডারেশন থাকবেই, কিন্তু আমার এ দু'বছরের অভিজ্ঞতায় দেখলাম মডারেটরদের কিছু কিছু পদক্ষেপের কারনে বর্তমানে ব্লগে অনেক ভালো ব্লগারই অনুপস্থিত।
ব্লগারদের সুবিধার্থে আমার দুই বছরের ব্লগ জীবনের সুংক্ষিপ্ত পরিসংখ্যান