(পূর্ব প্রকাশের পর - Click This Link)
ইচ্ছা ছিল সেতুকে নিয়ে আরও কিছু পর্ব লিখব, কিন্তু গতকাল সেতু সা.ই. এ ভিজিটর হিসাবে আমার সব পোষ্টসহ সংশ্লিষ্ট পোষ্ট ও কমেন্টগুলি দেখেছে এবং কয়েকটি মন্তব্য ওকে খুবই ক্ষুব্দ করেছে তাই ওর দেয়া অনুমতি প্রত্যাহার করে যাবতিয় পোষ্ট মুছে দিতে অনুরোধ করেছিল। দূর্ভাষীর অনেক চেষ্টার ফলে আপাতত পোষ্টগুলি থাকছে কিন্তু আজকের এই পোষ্টের পরে সেতুকে নিয়ে আর কোন পোষ্ট দেয়া যাবেনা বলে কথা দিতে হয়েছে। তাই সকল ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থী। আজ এই শেষ পোষ্টে সেতুর পরিচয়টা দেয়ার চেষ্টা করবো।
সেতুর জন্ম ১৯৭৯ সালে, বাবা মার দ্বিতীয় সন্তান। ওরা দুই ভাই এক বোন, বোনটি সবার ছোট। বাবা ব্যবসায়ী ছিলেন, মা গৃহীনী, বড়ভাই পরবর্তীতে ব্যবসায়ী।
বাংলাদেশের একটি গ্রামে ওর জন্ম। শৈশব কেটেছে গ্রামে। গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা সেতু গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় এবং গ্রামের হাই স্কুল থেকে অষ্টম শ্রেনীতে ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে। উপজেলা সদরের বেসরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে বিজ্ঞান বিভাগ থেকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তী হয়।
বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে বাঁধা পড়ে এবং দু'জনেই এ সম্পর্ককে পড়াশুনার উন্নতির পথ হিসাবে বেছে নেয়। পড়াশুনার ব্যাপারে এক অপরকে আন্তরিকতার সাথে সহযোগীতা করতো, বিষয়টি ওদের দুই পরিবারই জানত এবং সেতুর জনপ্রিয়তা, ভবিষ্যত সম্ভবনা বিচার করে মেয়েটির পরিবার ওদের সম্পর্ককে সহজভাবে মেনে নেয় আর সেতুর পরিবার সেতুর মতামতকে খুব বেশী মূল্যায়ন করত।
কিন্তু ২০০৪ সালের দূর্ঘটনাটি ঘটে যাওয়ায় মেয়েটির পরিবারের কাছে সেতু রাতারাতি ভিলেন বনে গেল। কিন্তু মেয়েটি সেতুকে আরও বেশি সময় দিতে শুরু করে। মেয়েটির পড়াশুনা শেষ হলে সেতুর পরিবার থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসে ওদের বিয়ের, কিন্তু মেয়ের বাবা মা সেতুর াভিবাবকদের প্রচন্ড অপমান করে এবং মেয়েটি লুকিয়ে আমার মাধ্যমে সেতুর কাছে চলে আসে। কিন্তু মানুষ বাবে এক আর হয় আর এক, মেয়েটির চলে আসাতে আপত্তি করে বসে সেতু বরাবরের মত তার সেই যুক্তি - মা-বাবার মনে কষ্ট দিয়ে সে নতুন জীবন শুরু করবে না।
মেয়েটি এবং আমরা ওকে অনেক বুঝাই, কিন্তু সেতুর এক কথা, অবশেষে সেতু নিজে মেযেটিকে তার বাবা মায়ের কাছে দিয়ে আসে এবং মেয়েটির বাবা মা'র সামনে মেয়েটিকে বলে আসে যে সব কারনে তোমার বাবা-মা আমাকে তোমার অযোগ্য মনে করেছে সে সব কারন দূর করে যেদিন যোগ্য হয়ে আসতে পারবো সেদিন তোমার বাবা মার সামনে থেকে তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবো, অবশ্য ততদিন যদি তুমি ধৈর্য ধরতে পারো। সেই থেকে মেয়েটি পথ চেয়ে বসে আছে সেতুর, আর সেতু কোন যন্ত্রনা ভোগ করছে তা বোধহয় পাঠক বুঝতে পারছেন।
না, সেতুর কোন রাজনৈতিক পরিচয় ছিলনা। সততা ও ন্যায় নিষ্ঠার পূজারী সেতু, মানুষ মাত্রেই ভূল আছে সেতুর ও আছে তবে সেটা খুব উল্লেখযোগ্য কিছু বলে মনে হয় না। আজ ও সেতু নিজেকে আরও যোগ্য করে তোলার সংগ্রামে লিপ্ত। ভালো পোষ্টে চাকুরী করছে, ভালো বেতন পাচ্ছে, কিন্তু ওর জ্ঞান পিপাসা আর ও বেড়ে চলেছে।
সর্বশেষ আসার সাথে যে কথা হয়েছে তা অনুযায়ী ও এখান থেকে মাস্টার্স করে তারপর বিয়ে করবে এবং তারপর স্বপরিবারে দেশ ছাড়বে বলে তার পরিকল্পনার কথা জানিয়েছে।
ব্লগার বন্ধুরা, সেতু সম্পর্কে আর একটা কথাও লেখার অধিকার আমার নেই। আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারলাম না বলে দুঃখিত।
সেতু আমি জানি তুমি ব্লগে চোখ রাখছ, তোমাকে যদি ছোট করে থাকি তাহলে সেটা আমার প্রকাশ ভঙ্গির দূর্বলতা মাত্র, তুমি বন্ধু হিসাবে আমাদের কাছে অদ্বিতীয় এবং তোমার আসন আজীবন অমলিন। তারপর ও ভূল চুকের জন্য ক্ষমা প্রার্থী।