বাংলাদেশে বিজ্ঞান ও শিল্প গবেষণার ক্ষেত্রে এক উজ্জ্বল ভূমিকা পালন করে চলছে ডঃ কুদরত-ই-খুদার স্মৃতি বিজড়িত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএস আই আর)।সাইন্সল্যাব নামে খ্যাত এই প্রতিস্ঠান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য।প্রতিস্ঠানটির তত্ত্বাবধায়নে রয়েছে মোট ০৯ টি রিচার্স ইন্স্টিটিঊট। প্রতিটি রিচার্স ইউনিটে আছে প্রথিতযশা এক্সপার্ট বায়োজৈস্ঠ বিজ্ঞানির পাশাপাশি এক ঝাঁক তরুন মেধাবী উদিয়মান বৈজ্ঞানিক যারা কাজ করে চলেছেন বিভিন্ন মৌলিক ও প্রয়োগিক বিষয় নিয়ে।
এই পর্যন্ত প্রতিস্ঠানটির উদ্ভাবিত কিছু অনবদ্য কাজের মধ্যে আছে হার্ডবোর্ড, বায়োগ্যাস প্ল্যান্ট,পরিবেশ বান্ধব চুলা,দেশীয় কাঁচামাল থেকে ল্যাক্টিক এসিড,লিনলিক এসিড, টারটারিক এসিড, সয়া সস, বেকিং পাওডার সহ ৩৩০ টি প্যাটেন্ট। http://www.bcsir.gov.bd/bcsir_pdf/Total_ List_ of _Patents.pdf। এই প্রতিস্ঠানটির গবেষণাগারের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন ৯০৮ টির ও বেশি পণ্য উৎপাদন প্রক্রিয়া। Click This Link টিরও বেশি প্রসেস যেগুলো লিজ আউট হওয়ার অপেক্ষয়ায় আছে।http://www.bcsir.gov.bd/bcsir_pdf/bcs5.pdf।
বিশ্ববিদ্দ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য আছে বৃত্তি সুবিধা সহ রিচার্স করার সুবিধা। এই ছাড়াও রয়েছে বিভিন্ন কম্পানীর উৎপাদিত পন্যের মান যাচাই করার বিশেষ কার্যক্রম।
যদিও বর্তমানে বেশ কিছু আন্তর্জাতিক মানের ল্যাব ফ্যাসিলিটিজ রয়েছে এই প্রতিষ্ঠানটির তা সত্ত্বেও পর্যাপ্ত মোটিভেশনের অভাবে হয়তো আশানুরুপ পর্যায়ে পৌঁছাতে পারছেনা এই প্রতিষ্ঠানটি। সরকার আরও বেশি মনযোগ দিলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ হতে পারে বাংলাদেশের উন্নয়নের মূল চাবি কাঠি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯