থেমে পড়া মন মরে যায় সুকৌশল ভঙ্গি আর
অতি প্রাপ্তিদোষে, বিনীত বিশ্বাসে...
নিজের প্রহরায় রঙ্গমঞ্চের সব টুকু আলো নিভে গেলে
প্রশ্ন জাগে, নিভে যাওয়া আলোটুকু কেন দেখতে চাও
আমার বিবস্ত্র দেহের পাশে??
নিস্প্রান মৃত্যু এক দেহের প্রতিবাদে কি বা এসে যায়!!
বলো... আর কতটা পথ পারি দিলে তৃষ্ণাক্রোধে__
এক স্ব-প্রান প্রহরী মানুষ বলতে আমায়?