চন্দন বলেছেন: @ হাসান শহীদ ফেরদৌস ভাই আপনি এতো তাড়াতাড়ি সব ভিডিও দেখে ফেললেন কি করে ? সুপার ফাস্র্ট ফরোয়াড করে ?
৬. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
০
নজরুল মিন্টো বলেছেন: ইতিহাসকে কিভাবে বিকৃত করা যায় এ প্রামাণ্যচিত্র থেকে তা শেখা যাবে।
৭ই মার্চের ভাষন এখন সব জায়গায় পাওয়া যায়। কোথায় সেই অংশ যেখানে মুজিব বলেছিলেন,...আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে....
বুঝাই যায় এখানে পরিচালক তার ইচ্ছেমতো বিভিন্ন পত্রিকার কাটিং, সাক্ষাতকার এডিট করে খণ্ডিত আকারে বিকৃত করে তুলে ধরেছেন।
এ প্রতিবেদনের মূল বক্তব্য হচ্ছে মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, উল্টো বিরোধীতা করেছেন। আর মওলানা ভাসানী ছিলেন অগ্রনায়ক।
এ ইতিহাস লেখার জন্যও আপনি পুরষ্কার পাবেন আমি নিশ্চিত। তবে কখন তা বলতে পারছিনা। ধন্যবাদ জাতির জন্য এত কষ্ট করার জন্য।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৭
০
লেখক বলেছেন: চন্দন বলেছেন: এতো সুন্দর পোস্ট আগে চোখে পড়ে নাই... +++++
তবে আম্লীকরা এটাকে বলবে ইতিহাস বিকৃতি
৭. ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৮:২২
০
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: @চন্দনঃ পুরোটা দেখার জন্য বুকমার্ক করে রাখছি। দুটো পর্ব দেখাই আপাত এনাফ বলে মনে হচ্ছে।
আমার বয়স খুব বেশী না হলেও খুব কমও নয়, আর মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনাও কম নয়। এ ভিডিওটিতে বারবারই যেটা করা হয়েছে কোন ঐতিহাসিক ভিডিও ক্লিপ দিয়ে সেটার উপর ব্যাক্তিগত মতামত দেয়া হয়েছে। এজন্যই টুইস্টিং দ্যা ফ্যাক্টস এর লিংক দিয়েছিলাম।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৮
০
লেখক বলেছেন: কোন কিছু বাল দের বিরোদ্ধে গেলে সেটার টুইস্টিঙ ফ্যাক্ট খোজা বাল দের পুরনো অভ্যাস
মামুন মাহফুজ বলেছেন: কালেকশনটা আগে থেকেই ছিল তবে নতুন কিছু পেয়েছি অনেক ধন্যবাদ। দলবাজ বা মোহাবিষ্ট না হয়ে তরুণ প্রজন্মের উচিৎ সত্য ও ন্যায়ের পথে থাকা। উচৎ দেশের প্রতি ভালোবাসার সঠিক স্বরূপ উপলব্ধি করা।
১৬. ১৬ ই মে, ২০১০ রাত ১১:৩৪
০
কে. এম. মাহদী হাসান বলেছেন: ইতিহাস কখনো বিকৃত হয়না। যারা বিকৃত করতে চায় তারাই বিকৃত মস্তিস্কের লোক। যারা মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে চায় তারাতো সত্যকে মিথ্যা বলবেই। তাদের কথায়তো আর ইতিহাস বদলাবেনা।।
১৭. ১৪ ই জুন, ২০১০ রাত ২:২৯
০
আমিরনী বলেছেন: যদিও সম্পুণ্' তথ্য থেকে খণ্ডিত আকারে বিকৃত করে তুলে ধরেছে কেবল জিয়াকে স্বাধীনতার ঘোসক প্রমান করার জন্য।মনে হয় জামাত বা বিএনপি এটা বানিয়েছে। মুজিব না জিয়া এটা অসীম বিতক' পক্ষে বিপক্ষে অনেক প্রমান আছে, আল্লাহ জানে কি হয়েছিল তবে এখন এ বিতক' বাদদিয়ে দেশ গঠনে মনোয়োগ দেয়া দরকার।
ভাল পয়েন্ট
মুজিব ও অখন্ড পাকিস্তান চেয়েছিল কিন্তু পাকবাহিনীর আক্রমনের ফলে তা ভন্ডুল হয়। ১২তম অংশ
"তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু-আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমারা বন্ধ করে দেবে।"
হুসাই১০ বলেছেন: কাল এক মুক্তিযোদ্ধা নিকট শুনলাম.... মজিব কে যখন পাকিস্থানের জেলখানা থেকে বাহির করে ইংল্যান্ড এ পাঠানো হয়েছিল তখন লোকজন বাংলাদেশ বাংলাদেশ শ্লোগান দিতে লাগলো তখণ মজিব সাহেব বললে তোরা কি পাগল হইস। তখন তারা বলল আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট । তখন ও সে বিশ্বাস করতে পারেনি। মূল বিষয় টি ছিল ভাষন দেওয়ার পর তাকে পাকিস্তানের জেল এ আবদ্ধ করে রাখা হয়। সে ইংল্যান্ড আশার পূর্বে জানতই না বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
একমত নজরুল মিন্টু এর সাথে।
১৯. ২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:২৮
০
রাফা বলেছেন: আলোচনা সমালোচনা সব মুজিবকে ঘিরে আর বড় কোরে ছবি হোচ্ছে খালদা জিয়া, জিয়া এবং ভাসানীর। একেই বলে মায়ের চেয়ে বেশি দরদ যার সে হোচ্ছে ডাইনি।
২৫শে মার্চ দিবাগত কালো রাতের অপারেশন সার্চলাইটের পরক্ষনেই।২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক ৫৬ হাজার বর্গমাইলের ভুমি’কে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করেন। সেদিন থেকেই স্বাধীন সার্বভৌম... ...বাকিটুকু পড়ুন
আমাদের জাতীয় নেতাদের বংশধরেরা বড়ই অদ্ভুত জীবন যাপন করছেন। তাদের বাপ চাচাদের মধ্যে মত-বিরোধ থাকিলেও একে অপর কে জনসম্মুখে অপমান করেন নাই। এক্ষেত্রে নেতাদের প্রজন্ম পূর্বপুরুষ দের ট্রাডিশন ধরে রাখতে... ...বাকিটুকু পড়ুন
যারা গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য এখানে বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকীয় পাতা, সাহিত্য পাতা ইত্যাদির ই-মেইল ঠিকানা দেওয়া হলো। পত্রিকায় ছাপা হলে আপনার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সেনাবাহিনী এখনও আমাদের জন্য গর্ব এবং আস্থার জায়গা। কারণ দুর্নীতির এই দেশে একমাত্র সেনাবাহিনীই সেই প্রতিষ্ঠান যার আন্তর্জাতিক এবং জাতীয় সুনাম এখনও আছে। কতিপয় বিপথগামী কর্মকর্তার... ...বাকিটুকু পড়ুন
একটি জনগণ কিভাবে নিজেদের জন্য নরক ডেকে আনতে পারে- গাজার জনগণ তার জ্বলন্ত প্রমান। এরা হামাসকে নিরংকুশ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে কারণ হামাস ইসরায়েলের ভৌগলিক এবং রাজনৈতিক অস্ত্বিত্বে... ...বাকিটুকু পড়ুন
১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪ ০