বর্তমানে টি-শার্টগুলো আধুনিক মনস্ক যে কোনো ব্যক্তির পছন্দসই হবে, সন্দেহ নেই। কারণ এতে উঠে এসেছে সময়ের ফ্যাশন এবং রুচির বিষয়টি। প্রতিটি টি-শার্টই ভিন্ন ভিন্ন আবেদনে মুখর। অনেক টি-শার্টের স্ট্রাইপের ভেতরে রয়েছে নান্দনিকতা। আবার অনেক দেশীয় টি-শার্টে উঠে এসেছে রিকশা, বর্ণমালা, রোদচশমা, নিসর্গ ইত্যাদি
শীতের শেষে গুটি গুটি পায়ে এসেছে বসন্ত। সময়টা বসন্তকাল হলেও গরম কিন্তু বেশ পড়েছে। গরমের রুদ্র চেহারা ইতিমধ্যেই দেখতে শুরু করেছে নগরবাসী। এই সময়ে পোশাক পাল্টে যায়, সেই সঙ্গে পাল্টায় পোশাক সংশ্লিষ্ট ফ্যাশনও। এ ফ্যাশনের ধারায় যদি প্রশ্ন করা হয় এমন দিনে সবচেয়ে মানানসই পোশাক কী? এক কথায় বলে দেয়া যায় টি-শার্ট। আসন্ন গরমে একই সঙ্গে ফ্যাশন এবং আরাম দুটিই রক্ষা করে চলার মতো পোশাক হচ্ছে হাল ফ্যাশনের টি-শার্টগুলো। তবে বর্তমান ট্রেন্ড অনুযায়ী দেশীয় মোটিভ ব্যবহার করা টি-শার্টগুলোই তরুণদের বেশি টানছে।
এ সময়ের টি-শার্ট ফ্যাশন : বর্তমানে টি-শার্টগুলোতে আরামকে যেমন প্রাধান্য দেয়া হয়েছে, তেমনি ফ্যাশনও উঠে এসেছে সমান তালে। প্রতিটি টি-শার্টই ভিন্ন ভিন্ন আবেদনে মুখর। অনেক টি-শার্ট যেমন স্ট্রাইপের মধ্যেই নান্দনিকতা খুঁজে নিচ্ছে। আবার অনেক দেশীয় টি-শার্টে উঠে এসেছে রিকশা, বর্ণমালা, রোদচশমা, নিসর্গ থেকে শুরু করে নাগরিক জীবন। মূলত এবারকার টি-শার্টে সমসাময়িক নানা ঘটনা, বিশেষ দিবসগুলো থিম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজিজ সুপার মার্কেটে দেখা গেল নিত্যউপহার, তারা মার্কা, কে-ক্রাফট, মেঘ, স্বপ্নবাজসহ আরও বেশ কিছু ফ্যাশন হাউসের টি-শার্টে বিষয়বস্তু হয়েছে প্রজন্ম চত্বরের আন্দোলন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি যেন ক্যানভাস হয়ে ফুঁটে উঠেছে টি-শার্টগুলোতে। ভাষা দিবসের রঙ এখনও সমান আবেদন ছড়াচ্ছে টি-শার্টের বাজারে।
আজিজ সুপার মার্কেটে টি-শার্ট কিনতে এসেছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র এলিন। গরমে টি-শার্ট কেনা প্রসঙ্গে তিনি বলেন, টি-শার্ট এমন একটি পোশাক যেটাতে আরাম এবং ফ্যাশন একই সূত্রে গাঁথা। গরমে আরামের পাশাপাশি সমকালীন ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আরামদায়ক কিছু পরতেই টি-শার্টের প্রতি ঝুঁকে পরা।
ভিন্ন মাত্রায় ফ্যাশন হাউস : টি-শার্টের আজকের এই জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। টি-শার্টকে তার চিরচেনা গণ্ডি থেকে বের করে ভিন্ন মাত্রা যোগ করেছেন ডিজাইনাররা। টি-শার্টকে ক্যানভাস বানিয়ে নিত্যনতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। সমকালীন টি-শার্ট ফ্যাশন এবং গরমকে ঘিরে টি-শার্ট ফ্যাশন প্রসঙ্গে দেশীয় ফ্যাশন হাউস তারামার্কার স্বত্বাধিকারী ও ফ্যাশন ডিজাইনার অভিজিৎ চৌধুরী বলেন, টি-শার্ট অনেকটা সংবাদপত্রের মতন, যা কখনও সমসাময়িক ঘটনাকে এড়িয়ে যেতে পারে না। তারামার্কার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, আগমনী বিশেষ দিবস যেমন ২৬ মার্চ ও পহেলা বৈশাখ ছাড়াও দেশীয় সমকালীন অবস্থারপরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছু কাজ করছি। এ ছাড়া অবস্থার পরিপ্রেক্ষিতে টি-শার্টে অনেক কিছুই উঠে আসতে পারে। স্বাধীনতার এ যাবতকালের দেনা-পাওনা থেকে শুরু করে যুদ্ধাপরাধীদের বিচার দাবি সবকিছুই উঠে আসছে টি-শার্টগুলোতে। তারুণদের রুচি নিয়েই করা হয়েছে এসব কাজ। অভিজিৎ চৌধুরী গরমের জন্য উপযোগী রঙ নিয়ে বলেন, গরমে সবচেয়ে উপযোগী এবং পুরোবিশ্বেই জনপ্রিয় সাদা রঙ। তবে বর্তমানে গ্রে-মিনালও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি আসছে মার্চে টি-শার্টগুলোতে স্বদেশীয়ানা নিয়ে আসা হবে। এ ছাড়া পহেলা বৈশাখে লাল, সাদা নিয়ে কাজ করা হবে।
টি-শার্টে রঙ বৈচিত্র্যের কথা বললেন ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমানও। তিনি বলেন, গরমে টি-শার্টকে আরও আরামদায়ক করতে হালকা রঙই বেশি চলনসই। থিম-ভিত্তিক কাজ হবে এবারের টি-শার্টগুলোতে।
হরেক রকম টি-শার্ট : কিছুটা কম দামে, সেই সঙ্গে আপনার পছন্দের প্রায় সবরকমের টি-শার্টের জন্য স্বর্গরাজ্য হল নিউমার্কেট। বিভিন্ন রকম ডিজাইনের পাশাপাশি কাপড়েও রয়েছে তারতম্য। সুতি, কটন, সিল্কসহ বিভিন্ন রকম কাপড়ের টি-শার্ট পাওয়া যায় নিউমার্কেটে। নিউমার্কেটের টি-শার্টের ক্যানভাসে রয়েছে বিভিন্ন রকম রঙের ব্যবহার, সেই সঙ্গে ভালোবাসা ও তারুণ্যের সব চিত্র। টি-শার্টের ক্ষেত্রে ফুটপাতও কম যায় না। ঢাকার ফুটপাতগুলোতে বিভিন্ন রকম টি-শার্ট পাওয়া যাচ্ছে।
কোথায় পাবেন : শাহবাগের আজিজ সুপার মার্কেটেই সবচেয়ে বেশি ডিজাইনের টি-শার্ট পাওয়া যায়। বিশেষ করে নিত্য উপহার, বার্ডস আই, খেয়া, ঢাকঢোল, পঙ্ক্তি, সারাবেলা, মেঘ, স্বপ্নবাজ, নক্ষত্র, তারামার্কাসহ অনেক ব্র্যান্ড। এ ছাড়া পাবেন নিউমার্কেটের দোতলা, গাউসিয়া মার্কেটের নিচতলা, ধানমণ্ডি হকার্স মার্কেট ও এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজায়। ঢাকা কলেজের আশপাশ অথবা চাইলে বঙ্গবাজারেও যেতে পারেন। বিভিন্ন রকম ডিজাইনের পাশাপাশি কাপড়েও রয়েছে তারতম্য। ব্র্যান্ডের পণ্যগুলোই ব্যাবহার করা তুলনামূলক নিরাপদ।
দরদাম : আজিজ সুপার মার্কেটের প্রতিটি ব্র্যান্ডের টি-শার্টই তুলনামূলক সুলভ। বেশির ভাগ দেশীয় ফ্যাশন হাউসগুলোতেই গোল গলার টি-শার্ট ২২০-২৬০ টাকা, তবে ভি গলার টি-শার্ট ২৮০ টাকা করে বিক্রি হচ্ছে। অন্যদিকে ইজি ব্র্যান্ডের কলার দেয়া টি-শার্টগুলো ২৯০-৪২০ টাকা করে। চলমান শাহবাগ আন্দোলন নিয়ে স্বপ্নবাজ বেশকিছু ডিজাইন নিয়ে এসেছে। এগুলো দাম ২৫০ টাকা করে।
ব্যবহার বিধি : ভাবছেন টি-শার্টের আবার ব্যবহার কী? টি-শার্ট শুধু পরলেই হবে না, পরতে হবে ঢঙ বুঝে। তবেই টি-শার্ট হয়ে উঠবে আপনার ফ্যাশনের উপযোগী। আজকাল সামার ব্লেজার-জ্যাকেট বা ক্যাজুয়াল পোশাকেও অনেকে টি-শার্ট পরেন। তবে ফরমাল প্যান্টের সঙ্গে টি-শার্ট ভালো লাগবে না। একই রঙের টি-শার্ট ও প্যান্ট পরলেও ভালো লাগবে না। পোশাক নির্বাচনের ক্ষেত্রে কনট্রাস্ট বা দুটো ভিন্ন হলেই ভালো লাগবে। যেমন টি-শার্ট লাল হলে প্যান্ট কালো ভালো মানাবে।
আমার লিখার লিঙ্ক