সদ্য হানিমুন থেকে ফিরে এলাম, এখনও স্বপ্নের ঘোরে আছি মনে হচ্ছে । তবে এটা বলতেই পারি যে, জীবনের বেস্ট ক’টা দিন কাটিয়ে এসেছি! শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন গিয়েছিলাম বালিতে ! লেক্সাস ট্রাভেল্সের একটা প্যাকেজ ট্যুরে, পুরো এক সপ্তাহ ছিলাম। আমার আবার কোন জিনিস ভালো লাগলে শেয়ার না করে থাকতে পারি না। হয়তো অনেকের কাছেই অনেক রকম গল্প শুনেছেন ইন্দোনেশিয়ায় কী কী দেখার আছে ইত্যাদি বিষয়ে। তাই আমি আর বিস্তারিত বর্ণনার মধ্যে যাচ্ছি না, কেবল পাঁচটা মূল কারণ বলে যাচ্ছি কেন অন্তত হানিমুনের জন্য এটি সবচেয়ে ভালো চয়েস।
১. জায়গা এবং আবহাওয়া
সোজাসাপ্টা বলতে গেলে বালি-র আবহাওয়া এক কথায় অসাধারণ। সমুদ্রের মাঝে হওয়াতে পুরো দেশটাই নাতিশীতোষ্ণ থাকে সারা বছর। তাই খুব আরামে থাকা যায়। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বাদই দিলাম। যারা যাননি, তারা গুগোল করলেই দেখতে পাবেন। আর ঘুরে বেড়াবার জন্য অঢেল জায়গা। নিরিবিলি থেকে জনারণ্য, সবরকমই পাওয়া যাবে।
২. হোটেল এবং অন্যান্য ব্যবস্থা
যেহেতু প্যাকেজ ট্যুরে গিয়েছি, সেহেতু হোটেল নিয়ে মাথাব্যাথা ছিলো না। মজার ব্যাপার হচ্ছে, পর্যটন ব্যবসা এখানে সেইরকম জমজমাট হওয়াতে প্যাকেজে আসুন আর নিজের মতো করেই আসুন না কেন, কোন প্রব্লেম হবে না। আর কিছু শহর আছে যেন পুরোপুরি হানিমুনের জন্য করেই তৈরি করা সব হোটেল!
৩. খাবার
ইন্দোনেশিয়ার নাসি গোরেং এখন এই মুহূর্তে আমার ফেবারিট ডিশ। ফ্রাইড রাইস-ই, কিন্তু একটু স্পাইসি। এছাড়াও নানা রকম খাবার টেস্ট করেছি। কিন্তু ভেতো বাঙালি হিসেবে এইটাই মনে ধরেছে আর কি! আরো নানা রকম সী-ফুডের ডিশ আছে, ভোজন-বিলাসীরা অন্তত মনঃক্ষুণ্ণ হবেন না।
৪. বিনোদন
বালিতে বিনোদনের অভাব নেই। স্কুবা ডাইভিং থেকে শুরু করে জঙ্গলের মধ্যে ট্রেকিংও চাইলে করতে পারবেন! কিন্তু আমার মনে হয় না হানিমুনে গিয়ে এসব করে পোষাবে। তবে চিন্তা নেই, অন্যান্য আরো অনেক এক্টিভিটি চাইলে করার সুবিধা আছে। সারাক্ষণই দেখবেন কোথাও না কোথাও কিছু একটা উপলক্ষে কোন না কোন ইভেন্ট চলছে। বালির এক একটা শহর কখনো ঘুমায় না।
৫. খরচ
সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে খরচ আর ভ্রমণ অভিজ্ঞতার আনুপাতিক বিচারে ইন্দোনেশিয়া বেস্ট চয়েস! বলে রাখছি, কোনদিনও পস্তাবেন না। আর তাছাড়া এখন ট্রাভেল এজেন্টরা বিভিন্ন রকম ছাড়ের সুবিধা দেয়। এই যেমন আমার স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্ড থাকায় ৬ মাস পর্যন্ত ইন্সটলমেন্টে পেমেন্ট করার সুবিধা পেয়েছি। এমন সব অফার থাকলে খরচটা গায়েই লাগে না!
মোদ্দা কথা, হানিমুন তো আর জীবনে গন্ডায় গন্ডায় আসে না! যেখানেই হোক না কেন, অভিজ্ঞতাটা মনোরম হওয়াটা বাঞ্ছনীয়। আমার লেখা থেকে যদি কেউ উপকৃত হন, তবে খুশি হব। আরো খুশি হব যদি আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করেন। ধন্যবাদ!